সেমিকন্ডাক্টর ব্যবসায় লোকসানের খবরে ইন্টেলের শেয়ারের দরপতন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১১: ২৯

সেমিকন্ডাক্টর শিল্প বা ফাউন্ড্রি ব্যবসার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ইন্টেলের শেয়ারের দর ৪ শতাংশ কমেছে। এই ব্যবসায় পরিচালনা করতে ইন্টেলের ৭০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 
 
আর্থিক প্রতিবেদনে ইন্টেল বলে, ২০২৩ সালে ফাউন্ড্রি ব্যবসায় কোম্পানিটির ১ হাজার ৮৯০ কোটি ডলার পণ্য বিক্রিতে ৭০০ কোটি ডলারের পরিচালন লোকসান হয়েছে। এই ক্ষতি এর আগের বছর থেকে অনেক বেশি। কারণ ২০২২ সালে ২ হাজার ৭০০ কোটি ডলার পণ্য বিক্রিতে পরিচালন লোকসান ছিল ৫২০ কোটি ডলার। 

এই প্রথম ইন্টেল তার ফাউন্ড্রি ব্যবসার মোট আয় প্রকাশ করেছে। এর আগে ইন্টেল নিজস্ব চিপ ডিজাইন করার পাশাপাশি ও চিপ উৎপাদনও করেছে এবং বিনিয়োগকারীদের কাছে চূড়ান্ত চিপ বিক্রির হিসাব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য সেমিকন্ডাক্টর কোম্পানি যেমন এনভিডিয়া ও এএমডি তাদের চিপ নকশা করে কিন্তু উৎপাদনের জন্য এশিয়ার ফাউন্ড্রিতে পাঠায়। এসব কোম্পানি উৎপাদনের জন্য প্রায়শই তাইওয়ানের টিএসএমসি কোম্পানি ব্যবহার করে। 

সিইও প্যাট্রিক গেলসিঞ্জারের অধীনে ইন্টেলের একটি পরিকল্পনায় বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করছে। পরিকল্পনা অনুসারে কোম্পানিটি নিজস্ব প্রসেসর তৈরি করবে। তবে অন্যান্য কোম্পানির জন্য চিপ তৈরি করার জন্য একটি বহিরাগত ফাউন্ড্রি ব্যবসাও শুরু করবে। যুক্তরাষ্ট্রের মাটিতে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী একমাত্র মার্কিন কোম্পানি হলো ইন্টেল। তাই এটি গত মাসে চিপস ও বিজ্ঞান আইনের তহবিলে প্রায় ২ হাজার কোটি ডলার জমা করতে পেরেছে। 

গত মঙ্গলবার চিপমেকার বলেন, ইন্টেলের ফাউন্ড্রি আয়ের বেশিরভাগই বর্তমানে নিজস্ব কাজের থেকে আসে। 

ইন্টেল বলেছে, নতুন সংগঠিত পণ্য বিভাগটি প্রধানত পিসি ও সার্ভারগুলোর প্রসেসর নিয়ে গঠিত। কোম্পানিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ৪ হাজার ৭৭০ কোটি ডলার মূল্যে পণ্য বিক্রিতে পরিচালন আয় ১ হাজার ১৩০ কোটি ডলার হয়। 

ইন্টেল বলেছে, ২০২৪ সালে কোম্পানিটি ফাউন্ড্রি ব্যবসায় লোকসান সর্বোচ্চ হবে ও শেষ পর্যন্ত এই ত্রৈমাসিক থেকে ২০৩০ সালের শেষের মধ্যে ‘মাঝপথে’ এই লোকসান কমে যাবে। এর আগে কোম্পানিটি বলেছিল, মাইক্রোসফট তার ফাউন্ড্রি সেবা ব্যবহার করবে ও ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলার দিয়ে এই সেবা বুক করা হয়েছে। 
 
বিনিয়োগকারীদের সঙ্গে ফোনালাপে গেলসিংগার বলেন, ফাউন্ড্রি ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে ইন্টেলের যথেষ্ট আয় বৃদ্ধি করবে। তবে ২০২৪ সাল ফাউন্ড্রি ব্যবসা পরিচালনা করার জন্য একটি কঠিন সময়। 

ইন্টেল একটি প্রোমো ভিডিওতে বলেছে কোম্পানিটির ফাউন্ড্রি ব্যবসায় কম লাভের কারণ ছিল ‘অতীতের সিদ্ধান্ত’। গেলসিঞ্জার কোম্পানির অতীতে ‘ধীর গতির’ ইইউভি নামক প্রযুক্তি গ্রহণের কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তি উন্নত চিপ তৈরিতে ব্যবহার করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত