অনলাইন ডেস্ক
চলতি মাসে আইফোনের আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু করেছে অ্যাপল। নতুন আইফোন ১৬ সিরিজসহ বিভিন্ন মডেলে এই সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন সিস্টেমের মাধ্যমে ডিভাইসগুলোতে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই সঙ্গে আইফোনের হোমস্ক্রিন কাস্টমাইজেশনের সুযোগও মেলবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোমস্ক্রিন বিভিন্নভাবে কাস্টমাইজ করার সুবিধা থাকলেও এই সুযোগ আইফোনে খুব বেশি একটা ছিল না। এই আপডেটের মাধ্যমে আইফোনের সেই সীমাবদ্ধতা অনেকাংশেই কমে গেছে।
আইওএস ১৮-এর মাধ্যমে অ্যাপ লেবেল মুছে ফেলা যায়, আইকোনের রং পরিবর্তন করা যাবে এবং স্ক্রিনের যেকোনো জায়গায় অ্যাপগুলো রাখা যাবে।
অ্যাপ লেবেল মুছে ফেলবেন যেভাবে
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাম দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লার্জ’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপ আইকোনগুলো বড় হয়ে যাবে। আর আইকোনের নিচের দিকে লেবেলগুলো মুছে যাবে।
অ্যাপ আইকোনের রং পরিবর্তন
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সবগুলো অ্যাপ নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাঁ দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনুর একদম ডান পাশে থাকা ‘টিনটেড’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে মেনুর নিচে একটি গ্রেডিয়েন্ট (রঙের) স্কেল তুলে ধরবে এবং আপনি সেগুলো স্লাইড করে পছন্দের রংটি নির্বাচন করতে পারবেন।
মেনুর ওপরের ডান কোণে থাকা আইড্রপার আইকনে ট্যাপ করেও ব্যাকগ্রাউন্ড থেকে একটি রং নির্বাচন করতে পারেন, যা আইকনের সঙ্গে আরও ভালোভাবে মিলে যাবে।
এ ছাড়া মেনুর ‘ডার্ক’ অপশন নির্বাচন করেও অ্যাপগুলোর আইকোন কিছুটা কালচে করা যাবে।
অ্যাপলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর (যেমন মেসেজেস, সার্ফ) ব্যাকগ্রাউন্ড এখন প্রায় কালো হবে। এই পরিবর্তন অ্যাপলের নিজস্ব অ্যাপ এবং কিছু তৃতীয় পক্ষের অ্যাপ যেমন—ইউটিউব ও ব্লুস্কাই অ্যাপের জন্য প্রযোজ্য। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ যেমন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে এই পরিবর্তন দেখা যাবে না।
ডার্ক মোড নির্বাচন করলে ব্যাকগ্রাউন্ড কিছুটা কালচে হয়। ফলে আইফোন কিছুটা কম ব্যাটারির শক্তি ব্যবহার করবে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আর ওয়ালপেপার কিছুটা কালচে করার জন্য ওই মেনুর ‘সান’ (সূর্যের মতো দেখতে) আইকোনে ট্যাপ করুন। এর ফলে শুধু ওয়ালপেপার কিছুটা কালচে হবে। তবে অ্যাপের আইকোনে এটি প্রভাব ফেলবে না।
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজাবেন যেভাবে
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজানোর প্রক্রিয়া আগের মতোই আছে। শুধু হোমস্ক্রিনের খালি স্থানে ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে। তারপর অ্যাপগুলোকে ইচ্ছামতো স্থানে টেনে রাখা যাবে।
সবগুলো অ্যাপ স্ক্রিনের নিচের দিকে রাখতে পারেন বা যেকোনো সংখ্যক প্যাটার্নে সাজাতে পারেন।
অ্যাপগুলো বড় করলে স্ক্রিনের নিচে ডকের সঙ্গে গ্রিডের নিচের সারির মধ্যে বেশ জায়গা ফাঁকা থাকবে। তবে এর মধ্যে কোনো অ্যাপ রাখা যাবে না।
তথ্যসূত্র: সিনেট
চলতি মাসে আইফোনের আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু করেছে অ্যাপল। নতুন আইফোন ১৬ সিরিজসহ বিভিন্ন মডেলে এই সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন সিস্টেমের মাধ্যমে ডিভাইসগুলোতে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই সঙ্গে আইফোনের হোমস্ক্রিন কাস্টমাইজেশনের সুযোগও মেলবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোমস্ক্রিন বিভিন্নভাবে কাস্টমাইজ করার সুবিধা থাকলেও এই সুযোগ আইফোনে খুব বেশি একটা ছিল না। এই আপডেটের মাধ্যমে আইফোনের সেই সীমাবদ্ধতা অনেকাংশেই কমে গেছে।
আইওএস ১৮-এর মাধ্যমে অ্যাপ লেবেল মুছে ফেলা যায়, আইকোনের রং পরিবর্তন করা যাবে এবং স্ক্রিনের যেকোনো জায়গায় অ্যাপগুলো রাখা যাবে।
অ্যাপ লেবেল মুছে ফেলবেন যেভাবে
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাম দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লার্জ’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপ আইকোনগুলো বড় হয়ে যাবে। আর আইকোনের নিচের দিকে লেবেলগুলো মুছে যাবে।
অ্যাপ আইকোনের রং পরিবর্তন
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সবগুলো অ্যাপ নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাঁ দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনুর একদম ডান পাশে থাকা ‘টিনটেড’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে মেনুর নিচে একটি গ্রেডিয়েন্ট (রঙের) স্কেল তুলে ধরবে এবং আপনি সেগুলো স্লাইড করে পছন্দের রংটি নির্বাচন করতে পারবেন।
মেনুর ওপরের ডান কোণে থাকা আইড্রপার আইকনে ট্যাপ করেও ব্যাকগ্রাউন্ড থেকে একটি রং নির্বাচন করতে পারেন, যা আইকনের সঙ্গে আরও ভালোভাবে মিলে যাবে।
এ ছাড়া মেনুর ‘ডার্ক’ অপশন নির্বাচন করেও অ্যাপগুলোর আইকোন কিছুটা কালচে করা যাবে।
অ্যাপলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর (যেমন মেসেজেস, সার্ফ) ব্যাকগ্রাউন্ড এখন প্রায় কালো হবে। এই পরিবর্তন অ্যাপলের নিজস্ব অ্যাপ এবং কিছু তৃতীয় পক্ষের অ্যাপ যেমন—ইউটিউব ও ব্লুস্কাই অ্যাপের জন্য প্রযোজ্য। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ যেমন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে এই পরিবর্তন দেখা যাবে না।
ডার্ক মোড নির্বাচন করলে ব্যাকগ্রাউন্ড কিছুটা কালচে হয়। ফলে আইফোন কিছুটা কম ব্যাটারির শক্তি ব্যবহার করবে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আর ওয়ালপেপার কিছুটা কালচে করার জন্য ওই মেনুর ‘সান’ (সূর্যের মতো দেখতে) আইকোনে ট্যাপ করুন। এর ফলে শুধু ওয়ালপেপার কিছুটা কালচে হবে। তবে অ্যাপের আইকোনে এটি প্রভাব ফেলবে না।
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজাবেন যেভাবে
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজানোর প্রক্রিয়া আগের মতোই আছে। শুধু হোমস্ক্রিনের খালি স্থানে ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে। তারপর অ্যাপগুলোকে ইচ্ছামতো স্থানে টেনে রাখা যাবে।
সবগুলো অ্যাপ স্ক্রিনের নিচের দিকে রাখতে পারেন বা যেকোনো সংখ্যক প্যাটার্নে সাজাতে পারেন।
অ্যাপগুলো বড় করলে স্ক্রিনের নিচে ডকের সঙ্গে গ্রিডের নিচের সারির মধ্যে বেশ জায়গা ফাঁকা থাকবে। তবে এর মধ্যে কোনো অ্যাপ রাখা যাবে না।
তথ্যসূত্র: সিনেট
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৮ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে