এআইয়ের কল্যাণে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ৬ লাখ মিলিয়নিয়ার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১৯: ১৬

করোনা মহামারির পর থেকে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পৃথিবীতে সম্পদের বণ্টনগত বৈষম্যও বাড়ছে পাল্লা দিয়ে। তবে কোনো কিছুই থামাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে। গত বছর মিলিয়নিয়ার তৈরিতে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে দেশটির ৬ লাখ মানুষ নতুন করে মিলিয়নিয়ার হয়েছেন। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের দেশের তকমাও এখন যুক্তরাষ্ট্রের থলিতে। 

ফরাসি বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা এবং পরামর্শ সংস্থা ক্যাপজেমিনির একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ক্যাপজেমিনির প্রতিবেদন অনুসারে, আমেরিকার মিলিয়নিয়ারের সংখ্যা ২০২৩ সালে ৭ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে পেয়ে ৭ দশমিক ৫ মিলিয়নে পৌঁছেছে। আমেরিকানদের সম্মিলিত সম্পদ ২৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা ২০২২ সাল থেকে ৭ শতাংশ বেশি।

প্রাথমিক বাসস্থান, সংগ্রহশালা, গাড়ি ও অন্যান্য গৃহস্থালিসামগ্রী বাদেই যাদের বিনিয়োগযোগ্য সম্পদ ১ মিলিয়ন বা তার চেয়ে বেশি—ক্যাপজেমিনি তাঁদেরই মিলিয়নিয়ার হিসেবে ধরেছে।

মূল্যস্ফীতি প্রত্যাশা অনুসারে কমে না আসায় যুক্তরাষ্ট্রে সুদহার এখনো রেকর্ড উচ্চতায় রয়েছে। তা সত্ত্বেও গত বছরের শেষের দিকে শেয়ারবাজারের পুনরুদ্ধার, সরকারি ব্যয় বৃদ্ধি ও প্রণোদনামূলক বিভিন্ন ব্যবস্থার কারণে মার্কিন অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ সৃষ্টি হয়েছে। 

যুক্তরাষ্ট্রে ধনীদের সম্পদ সবচেয়ে দ্রুত হারে বাড়ছে। ৩ কোটি ডলার বা তাঁর বেশি সম্পদের অধিকারী মার্কিনদের সংখ্যা ২০২৩ সালে আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটিতে ১ লাখ মিলিয়নেয়ারের সামষ্টিক সম্পদ ৭ দশমিক ৪ ট্রিলিয়নে পৌঁছেছে। 

সম্পদের হিসাবে বৈশ্বিক অতিধনীদের সংখ্যা মিলিয়নিয়ারদের মাত্র ১ শতাংশ। তবে সম্পদের ৩৪ শতাংশ নিয়ন্ত্রণ করছেন অতিধনীরা। ক্রমবর্ধমান হারে সম্পদের বৃদ্ধির সুফলভোগী হচ্ছেন ধনকুবেরদের ছোট্ট এ অংশ। অর্থাৎ অতিধনীদের তুলনায় বেশির ভাগ মিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ অনেক কম। 

ক্যাপজেমিনির বৈশ্বিক প্রধান ইলিয়াস ঘানেমের মতে, গত দশকে কম সুদহার ও তারল্য ছিল সম্পদ সৃষ্টির কারণ। কোভিড-১৯ মহামারি–পরবর্তী ব্যবসায়িক পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এতে ভূমিকা রেখেছে। তবে ক্রমবর্ধমান বৈশ্বিক দ্বন্দ্ব, জাতীয় নির্বাচন, সুদহার ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দা সম্পদ সৃষ্টির এ গতিতে লাগাম টানতে পারে। 

বিশ্বব্যাপী অতিধনীদের সংখ্যা
সাম্প্রতিক বছরে শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বব্যাপী মিলিয়নিয়ার বাড়ছে। আগের বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ২৮ লাখ হয়েছে। সমীক্ষা অনুসারে, তাঁদের সামষ্টিক মূলধন বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৮৬ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। 

মিলিয়নিয়ারের সংখ্যায় উত্তর আমেরিকার পর সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ৪ দশমিক ৮ শতাংশ। ইউরোপে ৪ শতাংশ, লাতিন আমেরিকায় ২ দশমিক ৭ এবং মধ্যপ্রাচ্যে ২ দশমিক ১ শতাংশ মিলিয়নিয়ার বেড়েছে। তবে মিলিয়নেয়ারের সংখ্যায় দশমিক ১ শতাংশ সংকোচন দেখেছে আফ্রিকা। 

ইলিয়াস ঘানেম বলেন, ‘কোভিড-১৯ মহামারির আগে উত্তর আমেরিকার মিলিয়নিয়ারের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিল এশিয়া। তবে শ্লথগতি কাটিয়ে যুক্তরাষ্ট্র আবারও প্রভাবশালী হয়ে উঠেছে।’ 

প্রতিবেদন অনুসারে, অতিধনীরা এখন সম্পদ সৃষ্টির দিকে আগ্রাসীভাবে ঝুঁকেছেন। ২০২৩ সালের শুরুতে তাদের নগদ ও নগদ-সমতুল্য হোল্ডিং ছিল ৩৪ শতাংশ। সেখান থেকে কমে চলতি বছরের জানুয়ারিতে হয়েছে ২৫ শতাংশ। অর্থাৎ ধনীরা এখন আরও সক্রিয়ভাবে বিনিয়োগ করছেন। 

বিভিন্ন ধরনের বন্ডের মতো নির্ভরযোগ্য আয়ের ক্ষেত্রে ধনীদের বিনিয়োগ ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হয়েছে। পাশাপাশি রিয়েল এস্টেট বিনিয়োগ ১৫ শতাংশ থেকে বেড়ে ১৯ শতাংশ হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সহ প্রধান পুঁজিবাজার সূচকের শক্তিশালী গতি সত্ত্বেও নতুনত্ব প্রযুক্তির আগমনে যুক্তরাষ্ট্রে এ খাতে ধনীদের অংশগ্রহণ ক্রমাগত হ্রাস পেয়ে ২১ শতাংশে নেমেছে, যা ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। 

ক্যাপজেমিনির জরিপ অনুসারে, চলতি বছরে দুই-তৃতীয়াংশ কোটিপতি প্রাইভেট ইকুইটি ও প্রাইভেট ক্রেডিটে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছেন। ইলিয়াস ঘানেম জানান, প্রাইভেট ইকুইটি সম্প্রতি একটু মন্দার দিকে রয়েছে। চক্রাকার অর্থনীতিতে মন্দার পর উত্থানের সম্ভাবনা বেশি। তাই সাশ্রয়ী খরচের এ সময়ে দীর্ঘমেয়াদি সুফল পেতে ইকুইটিকে বিনিয়োগের মাধ্যম হিসাবে দেখছেন তাঁরা। 

বিশ্বব্যাপী অতিধনীদের মোট সম্পদ
ধনীদের সম্পদ এবং সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সম্পদ রক্ষা নিয়ে তাঁদের মধ্যে লড়াই ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। ঘানেম বলেছেন, যাঁরা ৩ কোটি ডলারের চেয়ে বেশি সম্পদের মালিকদের সর্বোত্তম পরিষেবা দেবেন, তাঁরাই জয়ী হবেন। ক্যাপজেমিনি বলছে, অতিধনীরা হবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল গ্রাহক ও সবচেয়ে লাভজনক। 

তাঁদের আকর্ষণ করা এবং ধরে রাখাও বেশ কঠিন। অতিধনীদের মধ্যে গড়ে সাতটি সম্পদ ব্যবস্থাপনা সম্পর্ক রয়েছে, যা ২০২০ সালের থেকে তিনটি বেশি। ২০২৪ সালে তিন-চতুর্থাংশেরও বেশি অতিধনীরা প্রাথমিক সম্পদ ব্যবস্থাপনা ফার্ম পরিবর্তন করার পরিকল্পনা করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত