আকিফ গালিব
ই-মেইল থেকে শুরু করে বিভিন্ন অ্যাপের কতগুলো পাসওয়ার্ড আছে আপনার? সবগুলো কি মনে থাকে? কিংবা প্রিয় মানুষের জন্মদিন অথবা মোবাইল ফোন নম্বর? অথবা বিবাহবার্ষিকী? প্রতিদিনের যাপনের খুঁটিনাটি মনে রাখা কি সম্ভব? অনেক সময় মস্তিষ্ক হাল ছেড়ে দেয় বলে অনেক কিছুই হারিয়ে যায়। এসব সমস্যার সমাধান দিতে এসেছে সেকেন্ড ব্রেন। এটি আপনার প্রয়োজনীয় অনেক তথ্য সেভ করে রাখবে। চাইলেই যেকোনো তথ্য জানা যাবে মুহূর্তে।
সেকেন্ড ব্রেন কোনো চিপ নয়। এটি আসলে একধরনের ডিজিটাল নথি। এটি কোনো ডকুমেন্ট বা ছবি সংরক্ষণ করে রাখত পারে অন্তত ৫০০ বছরের জন্য। সেকেন্ড ব্রেন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল ২০০৮ সালে। বিজ্ঞানীরা তখন বলেছিলেন, মনে রাখাটা মস্তিষ্কের প্রধান কাজ নয়। প্রধান কাজ নতুন নতুন চিন্তাভাবনা করা। মনে রাখার জন্য অন্য ব্যবস্থা প্রয়োজন। তারই ফল সেকেন্ড ব্রেন। সমীক্ষা বলছে, গড়ে প্রতিদিন একজন মানুষের ৩০-৫০টি তথ্য মুছে যায়।
আইনস্টাইনের মতো যাঁদের আইকিউ, তাঁদের ক্ষেত্রে এই হার কিছুটা কম। স্মৃতি থেকে দ্রুত মুছে যায় ফোন নম্বর, পাসওয়ার্ড, মানুষের নামসহ অনেক তথ্য। মুছে যাওয়া বহু তথ্য কারও সঙ্গে শেয়ার করতে চান না অনেক মানুষ। সে ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে সেকেন্ড ব্রেন।
বিশেষজ্ঞদের মতে, সেকেন্ড ব্রেন ক্লাউড বেসড ডেটা স্টোরেজ সিস্টেম। এটি অ্যাপের মাধ্যমে চালু হবে। এ জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে। এখানে বিভিন্ন ছবি ও ডেটা স্টোর করা যাবে। খরচ শুরু হবে মাসে ৫৬০ টাকা থেকে। অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো একে বলছে হিউম্যান মেমোরি। তাদের দাবি, সেকেন্ড ব্রেন ডেটা স্টোর করছে বটে—আসলে এটি স্মৃতি ধরে রাখছে একেবারে মানব মস্তিষ্কের মতোই।
আপনি কোন ধরনের সেকেন্ড ব্রেন চাইছেন, তা বেছে নিতে পারবেন। এ জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে নোশন, এভারনোট, ওয়ান নোট, ওবসিডিয়ানের মতো অ্য়াপ। সব অ্যাপেই ক্লাউডে ডেটা স্টোর হবে। ওয়াকিবহাল মহলের মতে, সেকেন্ড ব্রেনের আইকিউ বেশ ভালো। নিজের বুদ্ধিতে চলতে পারে। কোন কোন তথ্য আপনার স্টোর করা উচিত, সে বিষয়েও নিয়মিত মোবাইলে আপনাকে সতর্ক করতে থাকবে এই সেকেন্ড ব্রেন।
ই-মেইল থেকে শুরু করে বিভিন্ন অ্যাপের কতগুলো পাসওয়ার্ড আছে আপনার? সবগুলো কি মনে থাকে? কিংবা প্রিয় মানুষের জন্মদিন অথবা মোবাইল ফোন নম্বর? অথবা বিবাহবার্ষিকী? প্রতিদিনের যাপনের খুঁটিনাটি মনে রাখা কি সম্ভব? অনেক সময় মস্তিষ্ক হাল ছেড়ে দেয় বলে অনেক কিছুই হারিয়ে যায়। এসব সমস্যার সমাধান দিতে এসেছে সেকেন্ড ব্রেন। এটি আপনার প্রয়োজনীয় অনেক তথ্য সেভ করে রাখবে। চাইলেই যেকোনো তথ্য জানা যাবে মুহূর্তে।
সেকেন্ড ব্রেন কোনো চিপ নয়। এটি আসলে একধরনের ডিজিটাল নথি। এটি কোনো ডকুমেন্ট বা ছবি সংরক্ষণ করে রাখত পারে অন্তত ৫০০ বছরের জন্য। সেকেন্ড ব্রেন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল ২০০৮ সালে। বিজ্ঞানীরা তখন বলেছিলেন, মনে রাখাটা মস্তিষ্কের প্রধান কাজ নয়। প্রধান কাজ নতুন নতুন চিন্তাভাবনা করা। মনে রাখার জন্য অন্য ব্যবস্থা প্রয়োজন। তারই ফল সেকেন্ড ব্রেন। সমীক্ষা বলছে, গড়ে প্রতিদিন একজন মানুষের ৩০-৫০টি তথ্য মুছে যায়।
আইনস্টাইনের মতো যাঁদের আইকিউ, তাঁদের ক্ষেত্রে এই হার কিছুটা কম। স্মৃতি থেকে দ্রুত মুছে যায় ফোন নম্বর, পাসওয়ার্ড, মানুষের নামসহ অনেক তথ্য। মুছে যাওয়া বহু তথ্য কারও সঙ্গে শেয়ার করতে চান না অনেক মানুষ। সে ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে সেকেন্ড ব্রেন।
বিশেষজ্ঞদের মতে, সেকেন্ড ব্রেন ক্লাউড বেসড ডেটা স্টোরেজ সিস্টেম। এটি অ্যাপের মাধ্যমে চালু হবে। এ জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে। এখানে বিভিন্ন ছবি ও ডেটা স্টোর করা যাবে। খরচ শুরু হবে মাসে ৫৬০ টাকা থেকে। অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো একে বলছে হিউম্যান মেমোরি। তাদের দাবি, সেকেন্ড ব্রেন ডেটা স্টোর করছে বটে—আসলে এটি স্মৃতি ধরে রাখছে একেবারে মানব মস্তিষ্কের মতোই।
আপনি কোন ধরনের সেকেন্ড ব্রেন চাইছেন, তা বেছে নিতে পারবেন। এ জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে নোশন, এভারনোট, ওয়ান নোট, ওবসিডিয়ানের মতো অ্য়াপ। সব অ্যাপেই ক্লাউডে ডেটা স্টোর হবে। ওয়াকিবহাল মহলের মতে, সেকেন্ড ব্রেনের আইকিউ বেশ ভালো। নিজের বুদ্ধিতে চলতে পারে। কোন কোন তথ্য আপনার স্টোর করা উচিত, সে বিষয়েও নিয়মিত মোবাইলে আপনাকে সতর্ক করতে থাকবে এই সেকেন্ড ব্রেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে