অনলাইন ডেস্ক
আইফোন ১৪ প্লাসের ক্যামেরার ত্রুটি সারিয়ে একটি সার্ভিস প্রোগ্রামের ঘোষণা দিয়েছে অ্যাপল। গত ১২ মাসের মধ্যে যেসব ফোন তৈরি করা হয়েছে সেগুলোতে এই ধরনের ত্রুটি দেখা গেছে। এই ত্রুটিযুক্ত অ্যাপলের ডিভাইসগুলো অনুমোদিত অ্যাপল সার্ভিস থেকে বিনা খরচেই সারিয়ে দেওয়া হবে।
ফোনের সিরিয়াল নম্বরের মাধ্যমে জানা যাবে, ডিভাইসটিকে ত্রুটি রয়েছে কিনা।
তবে যারা ইতিমধ্যেই আইফোন ১৪ প্লাসের পেছনের ক্যামেরা মেরামতে অর্থ দিয়েছেন তারা সেই অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন।
অ্যাপলের সাপোর্ট পেজে বলা হয়, আইফোন ১৪ প্লাসের ‘অত্যন্ত ছোট’ ইউনিটে এই ত্রুটি রয়েছে। যেখানে পেছনের ক্যামেরাতে ছবি তোলার সময় প্রিভিউ দেখা যায় না। অ্যাপলের মতে, ২০২৩ সালের ১০ এপ্রিল থেকে ২০২৪ সালের ২৮ এপ্রিলের মধ্যে উৎপাদিত আইফোন ১৪ প্লাস ইউনিটগুলোয় এই ত্রুটি দেখা দিতে হতে পারে।
আইফোন ১৪ প্লাসের ক্রেতারা সাপোর্ট পেজে ফোনের সিরিয়াল নম্বর দিয়ে দেখতে পারবেন যে, তাদের স্মার্টফোনটিতে এই ত্রুটি রয়েছে কিনা এবং বিনা মূল্যে ফোনটি সার্ভিসিংয়ের যোগ্য কিনা। অ্যাপল জানিয়েছে, সার্ভিস প্রোগ্রামটি প্রভাবিত ফোনগুলোর ক্রয়ের সময় থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
সিরিয়াল নম্বর জানতে ফোনের সেটিংস অ্যাপ থেকে অ্যাবাউট অপশনে প্রবেশ করুন। এরপর সিরিয়াল নম্বর সেকশনের নিচে নম্বরটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে নম্বরটির কপির অপশন দেখাবে। এরপর কোনো ব্রাউজার থেকে অ্যাপল সাপোর্ট পেজে গিয়ে নম্বরটি পেস্ট করতে হবে। এর মাধ্যমে আপনার ডিভাইসটি সার্ভিস প্রোগ্রামের যোগ্য কিরা তা জানা যাবে।
অ্যাপল বলছে, ক্যামেরা গ্লাস যদি ভাঙা থাকে গ্রাহকদের প্রথমে সেই সমস্যার সমাধান করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আইফোন ১৪ প্লাসের ক্যামেরার ত্রুটি সারিয়ে একটি সার্ভিস প্রোগ্রামের ঘোষণা দিয়েছে অ্যাপল। গত ১২ মাসের মধ্যে যেসব ফোন তৈরি করা হয়েছে সেগুলোতে এই ধরনের ত্রুটি দেখা গেছে। এই ত্রুটিযুক্ত অ্যাপলের ডিভাইসগুলো অনুমোদিত অ্যাপল সার্ভিস থেকে বিনা খরচেই সারিয়ে দেওয়া হবে।
ফোনের সিরিয়াল নম্বরের মাধ্যমে জানা যাবে, ডিভাইসটিকে ত্রুটি রয়েছে কিনা।
তবে যারা ইতিমধ্যেই আইফোন ১৪ প্লাসের পেছনের ক্যামেরা মেরামতে অর্থ দিয়েছেন তারা সেই অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন।
অ্যাপলের সাপোর্ট পেজে বলা হয়, আইফোন ১৪ প্লাসের ‘অত্যন্ত ছোট’ ইউনিটে এই ত্রুটি রয়েছে। যেখানে পেছনের ক্যামেরাতে ছবি তোলার সময় প্রিভিউ দেখা যায় না। অ্যাপলের মতে, ২০২৩ সালের ১০ এপ্রিল থেকে ২০২৪ সালের ২৮ এপ্রিলের মধ্যে উৎপাদিত আইফোন ১৪ প্লাস ইউনিটগুলোয় এই ত্রুটি দেখা দিতে হতে পারে।
আইফোন ১৪ প্লাসের ক্রেতারা সাপোর্ট পেজে ফোনের সিরিয়াল নম্বর দিয়ে দেখতে পারবেন যে, তাদের স্মার্টফোনটিতে এই ত্রুটি রয়েছে কিনা এবং বিনা মূল্যে ফোনটি সার্ভিসিংয়ের যোগ্য কিনা। অ্যাপল জানিয়েছে, সার্ভিস প্রোগ্রামটি প্রভাবিত ফোনগুলোর ক্রয়ের সময় থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
সিরিয়াল নম্বর জানতে ফোনের সেটিংস অ্যাপ থেকে অ্যাবাউট অপশনে প্রবেশ করুন। এরপর সিরিয়াল নম্বর সেকশনের নিচে নম্বরটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে নম্বরটির কপির অপশন দেখাবে। এরপর কোনো ব্রাউজার থেকে অ্যাপল সাপোর্ট পেজে গিয়ে নম্বরটি পেস্ট করতে হবে। এর মাধ্যমে আপনার ডিভাইসটি সার্ভিস প্রোগ্রামের যোগ্য কিরা তা জানা যাবে।
অ্যাপল বলছে, ক্যামেরা গ্লাস যদি ভাঙা থাকে গ্রাহকদের প্রথমে সেই সমস্যার সমাধান করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে