অনলাইন ডেস্ক
ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে হোয়াটসঅ্যাপে প্রতিদিন অনেক মেসেজ আদান প্রদান করা হয়। এত মেসেজের ভিড়ে কাজের সময় দ্রুত মেসেজ পাওয়া কঠিন। ব্যবহারকারীর এই অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ‘কাস্টম লিস্ট’ তৈরির ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। ফিচারটি নিজের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী চ্যাটগুলো বিভিন্ন গ্রুপে শ্রেণিবদ্ধ করার সুযোগ দেয়। ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো সহজে নির্ধারণ করা যাবে।
এটি মূলত চ্যাট ফিল্টার বৈশিষ্ট্যের উন্নত সংস্করণ। ফিচারটি সম্পর্কে কোম্পানিটি এক ব্লগ পোস্টে বলেন, নতুন নতুন তালিকা তৈরি করে চ্যাটগুলো পছন্দের ক্যাটাগরিতে সাজিয়ে রাখতে পারবেন ব্যবহারকারী। পরিবার, অফিস বা প্রতিবেশী নামে তালিকাগুলো তৈরি করা যেতে পারে। তালিকাগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে সাহায্য করবে।
কাস্টম লিস্ট তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ। কাস্টম তালিকা তৈরি করতে হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে যেতে হবে। এরপর ওপরের ফিল্টারের বারে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করতে হবে। এখন তালিকার জন্য পছন্দ অনুযায়ী নাম টাইপ করতে হবে। ফেবারিট ফিচারের মতো ব্যবহারকারীরা গ্রুপ ও একক চ্যাট এই তালিকায় রাখতে পারবেন। পরবর্তীতে এই তালিকা পছন্দমতো এডিট করা যাবে।
তালিকা তৈরি হলে এটি ওপরের ফিল্টার বারে থাকবে। একেকটি তালিকার নামের ওপর ট্যাপ করলেই সেই তালিকায় থাকা চ্যাট থ্রেডগুলো দেখা যাবে।
এ ছাড়া ফোন নম্বর ব্যবস্থাপনার জন্য ‘ম্যানেজ কন্টাক্ট’ ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপের মধ্যেই কন্টাক্ট বা ফোন নম্বর সংরক্ষণ করতে দেবে এই ফিচার। ফলে ফোন হারিয়ে গেলেও ফলে প্রয়োজনীয় কন্টাক্ট হারিয়ে যাবে না।
যেকোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপের কন্টাক্টগুলো ডিলিট বা সেভ করা যাবে। হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ও উইন্ডোজ অ্যাপ ব্যবহার করে কন্টাক্টগুলো গুছিয়ে রাখা যাবে। এখন কন্টাক্টগুলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা ডিভাইসের কন্টাক্ট তালিকা থেকে আলাদা হবে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ১০ কোটি অতিক্রম করেছে। আর বিশ্বব্যাপী এই সংখ্যা প্রায় ২০০ কোটি।
তথ্যসূত্র: এনগেজেট
ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে হোয়াটসঅ্যাপে প্রতিদিন অনেক মেসেজ আদান প্রদান করা হয়। এত মেসেজের ভিড়ে কাজের সময় দ্রুত মেসেজ পাওয়া কঠিন। ব্যবহারকারীর এই অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ‘কাস্টম লিস্ট’ তৈরির ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। ফিচারটি নিজের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী চ্যাটগুলো বিভিন্ন গ্রুপে শ্রেণিবদ্ধ করার সুযোগ দেয়। ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো সহজে নির্ধারণ করা যাবে।
এটি মূলত চ্যাট ফিল্টার বৈশিষ্ট্যের উন্নত সংস্করণ। ফিচারটি সম্পর্কে কোম্পানিটি এক ব্লগ পোস্টে বলেন, নতুন নতুন তালিকা তৈরি করে চ্যাটগুলো পছন্দের ক্যাটাগরিতে সাজিয়ে রাখতে পারবেন ব্যবহারকারী। পরিবার, অফিস বা প্রতিবেশী নামে তালিকাগুলো তৈরি করা যেতে পারে। তালিকাগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে সাহায্য করবে।
কাস্টম লিস্ট তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ। কাস্টম তালিকা তৈরি করতে হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে যেতে হবে। এরপর ওপরের ফিল্টারের বারে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করতে হবে। এখন তালিকার জন্য পছন্দ অনুযায়ী নাম টাইপ করতে হবে। ফেবারিট ফিচারের মতো ব্যবহারকারীরা গ্রুপ ও একক চ্যাট এই তালিকায় রাখতে পারবেন। পরবর্তীতে এই তালিকা পছন্দমতো এডিট করা যাবে।
তালিকা তৈরি হলে এটি ওপরের ফিল্টার বারে থাকবে। একেকটি তালিকার নামের ওপর ট্যাপ করলেই সেই তালিকায় থাকা চ্যাট থ্রেডগুলো দেখা যাবে।
এ ছাড়া ফোন নম্বর ব্যবস্থাপনার জন্য ‘ম্যানেজ কন্টাক্ট’ ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপের মধ্যেই কন্টাক্ট বা ফোন নম্বর সংরক্ষণ করতে দেবে এই ফিচার। ফলে ফোন হারিয়ে গেলেও ফলে প্রয়োজনীয় কন্টাক্ট হারিয়ে যাবে না।
যেকোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপের কন্টাক্টগুলো ডিলিট বা সেভ করা যাবে। হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ও উইন্ডোজ অ্যাপ ব্যবহার করে কন্টাক্টগুলো গুছিয়ে রাখা যাবে। এখন কন্টাক্টগুলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা ডিভাইসের কন্টাক্ট তালিকা থেকে আলাদা হবে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ১০ কোটি অতিক্রম করেছে। আর বিশ্বব্যাপী এই সংখ্যা প্রায় ২০০ কোটি।
তথ্যসূত্র: এনগেজেট
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে