অনলাইন ডেস্ক
এক্সের (সাবেক টুইটার) প্রিমিয়াম গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক নিয়ে এল ইলন মাস্ক। গত মঙ্গলবার মাস্ক নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেয়। তবে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এই বিলিনিয়র। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইলন মাস্কের স্টার্টআপ কোম্পানি এক্সএআই–এর একটি পণ্য হলো গ্রোক। ২০২৩ সালে ডিসেম্বরে শুধু এক্স প্রিমিয়ার প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যাটবট নিয়ে আসা হয়। চ্যাটজিপিটি ও গুগল বার্ড চ্যাটবটের মতো গ্রোকও একটি এআই চ্যাটবট। গ্রোককে প্রশিক্ষণের জন্য লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে।
টুইটার অধিগ্রহণের পরেই মাস্কের বিভিন্ন আচরণ ও সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্মটিকে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। সেসসময় থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছেন বিজ্ঞাপনদাতারা। এরপর বিজ্ঞাপনের ওপর কোম্পানির নির্ভরশীলতা কমানো ওপর জোর দেয় মাস্ক। তাই তিনি আকর্ষণীয় সাবস্ক্রিপশন প্ল্যানের দিকে মনোনিবেশ করেছেন। গ্রাহকদের আর্কষণ করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন নতুন ফিচার যুক্ত করছে এক্স। এসব ফিচারের সর্বশেষ সংস্করণই হলো এই চ্যাটবট।
এই মাসের শুরুর দিকে মাস্ক বলেন, এক্সএআই গ্রোককে ওপেন সোর্স হিসেবে পরিবর্তন করবেন। একই সময় চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন ইলন মাস্ক। চুক্তি অনুযায়ী মানবতার সুবিধার জন্য ওই কোম্পানি কাজ করার কথা। কিন্তু মামলার অভিযোগে মাস্ক বলেন, মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে ওপেনএআই শুধু মুনাফার দিকে ঝুঁকছে।
যদি গ্রোককে ওপেস সোর্স হিসেবে উন্মুক্ত করা হয় তাহলে জনসাধারণ বিনামূল্যে এই প্রযুক্তির কোডগুলো ব্যবহার করতে পারবে। ফরাসি কোম্পানি মিস্ট্রাল এআই ও মেটারও এররকম ওপেন সোর্স এআই মডেল রয়েছে। গত বছরে ডিসেম্বরে মেটা, আইবিএমসহ বিভিন্ন কোম্পানি ও গবেষকেরা এআইকে আরও উন্মুক্ত প্রযুক্তি হিসেবে গড়ে তুলতে জোটবদ্ধ হয়।
এক্সের (সাবেক টুইটার) প্রিমিয়াম গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক নিয়ে এল ইলন মাস্ক। গত মঙ্গলবার মাস্ক নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেয়। তবে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এই বিলিনিয়র। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইলন মাস্কের স্টার্টআপ কোম্পানি এক্সএআই–এর একটি পণ্য হলো গ্রোক। ২০২৩ সালে ডিসেম্বরে শুধু এক্স প্রিমিয়ার প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যাটবট নিয়ে আসা হয়। চ্যাটজিপিটি ও গুগল বার্ড চ্যাটবটের মতো গ্রোকও একটি এআই চ্যাটবট। গ্রোককে প্রশিক্ষণের জন্য লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে।
টুইটার অধিগ্রহণের পরেই মাস্কের বিভিন্ন আচরণ ও সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্মটিকে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। সেসসময় থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছেন বিজ্ঞাপনদাতারা। এরপর বিজ্ঞাপনের ওপর কোম্পানির নির্ভরশীলতা কমানো ওপর জোর দেয় মাস্ক। তাই তিনি আকর্ষণীয় সাবস্ক্রিপশন প্ল্যানের দিকে মনোনিবেশ করেছেন। গ্রাহকদের আর্কষণ করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন নতুন ফিচার যুক্ত করছে এক্স। এসব ফিচারের সর্বশেষ সংস্করণই হলো এই চ্যাটবট।
এই মাসের শুরুর দিকে মাস্ক বলেন, এক্সএআই গ্রোককে ওপেন সোর্স হিসেবে পরিবর্তন করবেন। একই সময় চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন ইলন মাস্ক। চুক্তি অনুযায়ী মানবতার সুবিধার জন্য ওই কোম্পানি কাজ করার কথা। কিন্তু মামলার অভিযোগে মাস্ক বলেন, মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে ওপেনএআই শুধু মুনাফার দিকে ঝুঁকছে।
যদি গ্রোককে ওপেস সোর্স হিসেবে উন্মুক্ত করা হয় তাহলে জনসাধারণ বিনামূল্যে এই প্রযুক্তির কোডগুলো ব্যবহার করতে পারবে। ফরাসি কোম্পানি মিস্ট্রাল এআই ও মেটারও এররকম ওপেন সোর্স এআই মডেল রয়েছে। গত বছরে ডিসেম্বরে মেটা, আইবিএমসহ বিভিন্ন কোম্পানি ও গবেষকেরা এআইকে আরও উন্মুক্ত প্রযুক্তি হিসেবে গড়ে তুলতে জোটবদ্ধ হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে