অনলাইন ডেস্ক
ইউটিউবের ছোট দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘শর্টস’ এখন অনেক জনপ্রিয়। কম সময়ের মধ্যে তথ্য জানতে বা বিনোদনের জন্য ইউটিউব শর্টস খুবই চমৎকার একটি ফিচার। পুনরায় দেখার জন্য এসব ভিডিও ডাউনলোড করে রাখতে চান অনেকেই। ইউটিউবের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা খুব সহজেই তা করতে পারেন। তবে সাবস্ক্রিপশন ছাড়াও শর্টস ডাউনলোড করা যায়।
সাবস্ক্রিপশন প্ল্যান না কিনেই শর্টস ভিডিও ডাউনলোড করার জন্য থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। কম্পিউটার বা স্মার্টফোন উভয় ধরনের ডিভাইস থেকে এসব শর্টস ডাউনলোড করে নিজের পছন্দের ফোল্ডারে বা গ্যালারি সংরক্ষণ করতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউটিউব অ্যাপে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। কারণ ডিভাইসের সঙ্গে ৩০ দিন ইন্টারনেট সংযোগ না থাকলে ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে ডাউনলোড করা ভিডিওগুলো মুছে যায়।
শর্টস ডাউনলোডের জন্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘সেভটিউব’। এই ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে শর্টস ভিডিও তৈরি করা যায় তা তুলে ধরা হলো।
স্মার্টফোনের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
২. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্ক্রিনে একটি মেনু থাকবে।
৩. মেনু থেকে ‘কপি লিংক’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন অ্যাপটি থেকে বেরিয়ে গিয়ে পছন্দের মতো ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন।
৫. ‘সেভটিউব’ (ytshorts. savetube. me/ 2 hsgth) ওয়েবসাইট সার্চ করে এতে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. শর্টস ভিডিও কত রেজল্যুশনে ডাউনলোড করতে চান তা নির্বাচন করার জন্য নিচের ‘এমপি৪’ অপশনের পাশের তীর চিহ্নে ট্যাপ করুন। এখন তালিকা থেকে রেজল্যুশন নির্বাচন করুন (৭২০ পিক্সেল, ১২৮০ পিক্সেল ইত্যাদি)।
৮. এখন ‘গেট লিংক’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর ‘ডাউনলোড’ অপশন ট্যাপ করুন।
এভাবে শর্টস ভিডিওটি ডাউনলোড শুরু হবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে শর্টসটি পাওয়া যাবে।
কম্পিউটারের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
৩. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. লিংকটি কপি করুন।
৫. ব্রাউজারের নতুন ট্যাব থেকে ‘সেভটিউব’ ওয়েবসাইটে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. এখন ভিডিওর রেজল্যুশন নির্বাচন করুন।
৮. ‘গেট ভিডিও’ অপশনে ক্লিক করুন ও ‘ডাউনলোড’ অপশন নির্বাচন করুন।
শর্টস ভিডিওটি ডাউনলোড হয়ে কম্পিউটারের ডিফল্ট ‘ডাউনলোড’ ফোল্ডারে সংরক্ষিত হবে।
ইউটিউবের ছোট দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘শর্টস’ এখন অনেক জনপ্রিয়। কম সময়ের মধ্যে তথ্য জানতে বা বিনোদনের জন্য ইউটিউব শর্টস খুবই চমৎকার একটি ফিচার। পুনরায় দেখার জন্য এসব ভিডিও ডাউনলোড করে রাখতে চান অনেকেই। ইউটিউবের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা খুব সহজেই তা করতে পারেন। তবে সাবস্ক্রিপশন ছাড়াও শর্টস ডাউনলোড করা যায়।
সাবস্ক্রিপশন প্ল্যান না কিনেই শর্টস ভিডিও ডাউনলোড করার জন্য থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। কম্পিউটার বা স্মার্টফোন উভয় ধরনের ডিভাইস থেকে এসব শর্টস ডাউনলোড করে নিজের পছন্দের ফোল্ডারে বা গ্যালারি সংরক্ষণ করতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউটিউব অ্যাপে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। কারণ ডিভাইসের সঙ্গে ৩০ দিন ইন্টারনেট সংযোগ না থাকলে ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে ডাউনলোড করা ভিডিওগুলো মুছে যায়।
শর্টস ডাউনলোডের জন্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘সেভটিউব’। এই ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে শর্টস ভিডিও তৈরি করা যায় তা তুলে ধরা হলো।
স্মার্টফোনের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
২. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্ক্রিনে একটি মেনু থাকবে।
৩. মেনু থেকে ‘কপি লিংক’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন অ্যাপটি থেকে বেরিয়ে গিয়ে পছন্দের মতো ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন।
৫. ‘সেভটিউব’ (ytshorts. savetube. me/ 2 hsgth) ওয়েবসাইট সার্চ করে এতে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. শর্টস ভিডিও কত রেজল্যুশনে ডাউনলোড করতে চান তা নির্বাচন করার জন্য নিচের ‘এমপি৪’ অপশনের পাশের তীর চিহ্নে ট্যাপ করুন। এখন তালিকা থেকে রেজল্যুশন নির্বাচন করুন (৭২০ পিক্সেল, ১২৮০ পিক্সেল ইত্যাদি)।
৮. এখন ‘গেট লিংক’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর ‘ডাউনলোড’ অপশন ট্যাপ করুন।
এভাবে শর্টস ভিডিওটি ডাউনলোড শুরু হবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে শর্টসটি পাওয়া যাবে।
কম্পিউটারের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
৩. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. লিংকটি কপি করুন।
৫. ব্রাউজারের নতুন ট্যাব থেকে ‘সেভটিউব’ ওয়েবসাইটে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. এখন ভিডিওর রেজল্যুশন নির্বাচন করুন।
৮. ‘গেট ভিডিও’ অপশনে ক্লিক করুন ও ‘ডাউনলোড’ অপশন নির্বাচন করুন।
শর্টস ভিডিওটি ডাউনলোড হয়ে কম্পিউটারের ডিফল্ট ‘ডাউনলোড’ ফোল্ডারে সংরক্ষিত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে