অনলাইন ডেস্ক
ড্রাইভের হারানো ফাইল উদ্ধারের জন্য নতুন আপডেট ও রিকভারি টুল নিয়ে এল গুগল। গত নভেম্বরে গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল ও ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অনেক গ্রাহক অভিযোগ তোলেন। পরবর্তীতে গুগল তদন্ত করে বলেছে, প্ল্যাটফর্মটির একটি ত্রুটির জন্য এই সমস্যা তৈরি হয়েছে।
গুগলের ওয়েবসাইটে ফাইল পুনরুদ্ধারের নির্দেশনাবলি দেওয়া হয়েছে। উইন্ডোজ এবং ম্যাকওএসে অ্যাপটির সর্বশেষ ভার্সন ৮৫.০. ১৩.০ বা তার পরের ভার্সনে আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল।
ডেস্কটপে অ্যাপের সর্বশেষ ভার্সনে আপডেট করার পর রিকভারি টুলটি ব্যবহার করা যাবে। গুগল বলছে, এর মাধ্যমে নিশ্চিতভাবে ফাইলগুলো খুঁজে পাওয়া যাবে। রিকভারি টুলটি যদি ফাইলগুলোর ব্যাকআপ খুঁজে পায়, তবেই এগুলো ড্রাইভে রিস্টোর করা যাবে। এছাড়া ডেস্কটপের কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করেও ড্রাইভের হারানো ফাইল খুঁজে পাওয়া যাবে। দুইটি পদ্ধতি কীভাবে কাজ করবে তা নিচে জানানো হল–
রিকভারি টুল ব্যবহার করে হারানো ফাইল পুনরুদ্ধার
১. গুগল ড্রাইভের ৮৫.০. ১৩.০ বা এর পরের ভার্সন ডেস্কটপে ডাউনলোড করুন।
২. ড্রাইভের মেনু বার বা সিস্টেম ট্রে থেকে ডেস্কটপ আইকোনে ক্লিক করুন।
৩. কিবোর্ডের শিফট কী প্রেস করে হোল্ড করে রাখুন ও এরপর সেটিংসে ক্লিক করুন।
৪. ড্রাইভের ব্যাকআপ থেকে রিকভারি অপশনে ক্লিক করুন।
রিকভারি প্রক্রিয়াটি শুরু হলে ‘recovery has started’ (রিকভার শুরু হয়েছে) –এই নোটিফিকেশন দেখা যাবে। আর ফাইলগুলো না পাওয়া গেলে ‘No backups found’ (কোনো ব্যাকআপ ফাইল খুঁজে পাওয়া যায়নি) এমন নোটিফিকেশন দেখা যাবে। তবে এই প্রক্রিয়া বিফল হলে ডিস্কের কিছু জায়গা খালি করে রিকভারি টুল আবার চালু করতে হবে।
এই পদ্ধতির মাধ্যমে ফাইল খুঁজে না পেলে কমান্ড লাইন টুল ব্যবহার করতে হবে। গুগলে ড্রাইভ হেল্প সেন্টারে এই কমান্ডগুলো বিস্তারিতভাবে জানানো হয়েছে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ড্রাইভের হারানো ফাইল উদ্ধারের জন্য নতুন আপডেট ও রিকভারি টুল নিয়ে এল গুগল। গত নভেম্বরে গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল ও ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অনেক গ্রাহক অভিযোগ তোলেন। পরবর্তীতে গুগল তদন্ত করে বলেছে, প্ল্যাটফর্মটির একটি ত্রুটির জন্য এই সমস্যা তৈরি হয়েছে।
গুগলের ওয়েবসাইটে ফাইল পুনরুদ্ধারের নির্দেশনাবলি দেওয়া হয়েছে। উইন্ডোজ এবং ম্যাকওএসে অ্যাপটির সর্বশেষ ভার্সন ৮৫.০. ১৩.০ বা তার পরের ভার্সনে আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল।
ডেস্কটপে অ্যাপের সর্বশেষ ভার্সনে আপডেট করার পর রিকভারি টুলটি ব্যবহার করা যাবে। গুগল বলছে, এর মাধ্যমে নিশ্চিতভাবে ফাইলগুলো খুঁজে পাওয়া যাবে। রিকভারি টুলটি যদি ফাইলগুলোর ব্যাকআপ খুঁজে পায়, তবেই এগুলো ড্রাইভে রিস্টোর করা যাবে। এছাড়া ডেস্কটপের কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করেও ড্রাইভের হারানো ফাইল খুঁজে পাওয়া যাবে। দুইটি পদ্ধতি কীভাবে কাজ করবে তা নিচে জানানো হল–
রিকভারি টুল ব্যবহার করে হারানো ফাইল পুনরুদ্ধার
১. গুগল ড্রাইভের ৮৫.০. ১৩.০ বা এর পরের ভার্সন ডেস্কটপে ডাউনলোড করুন।
২. ড্রাইভের মেনু বার বা সিস্টেম ট্রে থেকে ডেস্কটপ আইকোনে ক্লিক করুন।
৩. কিবোর্ডের শিফট কী প্রেস করে হোল্ড করে রাখুন ও এরপর সেটিংসে ক্লিক করুন।
৪. ড্রাইভের ব্যাকআপ থেকে রিকভারি অপশনে ক্লিক করুন।
রিকভারি প্রক্রিয়াটি শুরু হলে ‘recovery has started’ (রিকভার শুরু হয়েছে) –এই নোটিফিকেশন দেখা যাবে। আর ফাইলগুলো না পাওয়া গেলে ‘No backups found’ (কোনো ব্যাকআপ ফাইল খুঁজে পাওয়া যায়নি) এমন নোটিফিকেশন দেখা যাবে। তবে এই প্রক্রিয়া বিফল হলে ডিস্কের কিছু জায়গা খালি করে রিকভারি টুল আবার চালু করতে হবে।
এই পদ্ধতির মাধ্যমে ফাইল খুঁজে না পেলে কমান্ড লাইন টুল ব্যবহার করতে হবে। গুগলে ড্রাইভ হেল্প সেন্টারে এই কমান্ডগুলো বিস্তারিতভাবে জানানো হয়েছে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে