অনলাইন ডেস্ক
কোনো পূর্বপরিকল্পনা ছাড়া ইউটিউব চ্যানেল খুলে থাকেন অনেকেই। তবে ব্যস্ততার মধ্যে সবার পক্ষে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না। তাই জীবনের অন্যান্য দিকে মনোযোগ দিতে ইউটিউব চ্যানেল ডিলিট বা মুছে ফেলতে চান অনেকেই। খুব অল্প সময় ব্যয় করেই এই কাজ করা যায়।
ইউটিউব চ্যানেল ডিলিটের প্রক্রিয়া কোনো কঠিন কাজ নয়। ইউটিউব স্টুডিও, গুগল অ্যাকাউন্ট ও স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই চ্যানেলটি ডিলিট করতে পারবেন।
ইউটিউব চ্যানেল ডিলিট করবেন যেভাবে
ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য প্রথমেই আপনার ডেটাগুলো ডাউনলোড করে অন্য কোনো জায়গায় সেভ করে রাখতে হবে। কারণ একবার চ্যানেল ডিলিট করে ফেললে চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোও মুছে যাবে।
সহজে ও দ্রুত ইউটিউব চ্যানেলের ডেটা ব্যাকআপ করার জন্য গুগলের অপশন রয়েছে। গুগলের টেকআউট ওয়েবসাইট থেকে চ্যানেলের ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউব চ্যানেল ডাউনলোড করার তিনটি পদ্ধতি তুলে ধরা হলো—
পদ্ধতি ১: ইউটিউব স্টুডিও ব্যবহার করে
১. যে কোনো ব্রাউজার থেকে studio.youtube.com এ প্রবেশ করুন।
২. যে চ্যানেল ডিলিট করতে চান, সেই চ্যানেল সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
৩. বামপাশের সাইডবার থেকে নিচের দিকে সেটিংস অপশনটি খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৪. এর ফলে একটি উইন্ডো চালু হবে। উইন্ডোর বাম পাশের মেনু থেকে ‘চ্যানেল’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ডানপাশের ‘Advanced settings’ অপশনটি নির্বাচন করুন।
৬. নিচের দিকে স্ক্রল করে ‘Remove YouTube content’ অপশনে ক্লিক করুন। এর ফলে নতুন ট্যাব চালু হবে।
৭. ট্যাব থেকে নিজের গুগলের ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে।
৮. ‘I want to permanently delete my content’ অপশনের নিচে দুটি চেক বক্সে টিক দিন।
৯. এরপর ডানপাশের নিচের ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি চিরতরে ডিলিট হয়ে যাবে।
পদ্ধতি ২: গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে
১. ব্রাউজার থেকে myaccount.google.com—এ প্রবেশ করুন।
২. ডেটা ও প্রাইভেসি ট্যাবে ক্লিক করুন। এরপর ‘Your data & privacy options’–এর নিচে থাকা ‘Data from apps and services you use’ অপশনে ক্লিক করুন।
৩. ‘Download or delete your data’ এর নিচে ‘ডিলিট’ অপশনে ক্লিক করুন ও এরপর গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পাসকি দিন।
৪. নতুন স্ক্রিন চালু হলে ইউটিউব অপশন খুঁজে বের করুন ও এর পাশে থাকা ট্র্যাশ আইকোনে ক্লিক করুন।
৫. এরপর ‘I want to permanently delete my content’ সেকশনের নিচে থাকা চেক বক্সগুলোতে টিক দিন ও ‘Delete my Content’-এ ক্লিক করুন।
এর মাধ্যমে ইউটিউব চ্যানেলটি ডিলিট হলেও গুগল অ্যাকাউন্ট মুছে যাবে না।
প্রক্রিয়া ৩: স্মার্টফোন ব্যবহার করে
১. স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশে নিচের দিকে থাকা ‘You’ ট্যাবে ট্যাপ করুন।
২. গুগল অ্যাকাউন্টে ট্যাপ করুন ও ‘Data and privacy’ ট্যাবে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করুন ও ‘Delete a Google service’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পাসকোড দিন।
৫. নতুন স্ক্রিন চালু হলে ‘ইউটিউব’ অপশন খুঁজে বের করুন ও এর পাশে থাকা ট্র্যাশ আইকোনে ক্লিক করুন।
৬. নিচের দিকে স্ক্রল করে ‘I want to permanently delete my content’ এর নিচের ড্রপডাউন (নিচের দিকে তীরচিহ্ন) আইকোনে ট্যাপ করুন।
৭. দুটি চেকবক্স দেখা যাবে। চেক বক্সের পাশে ট্যাপ করে এতে টিক দিন।
৮. ‘Delete my content’ অপশনে ট্যাপ করুন।
এভাবে ফোন থেকে সহজেই ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন।
কোনো পূর্বপরিকল্পনা ছাড়া ইউটিউব চ্যানেল খুলে থাকেন অনেকেই। তবে ব্যস্ততার মধ্যে সবার পক্ষে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না। তাই জীবনের অন্যান্য দিকে মনোযোগ দিতে ইউটিউব চ্যানেল ডিলিট বা মুছে ফেলতে চান অনেকেই। খুব অল্প সময় ব্যয় করেই এই কাজ করা যায়।
ইউটিউব চ্যানেল ডিলিটের প্রক্রিয়া কোনো কঠিন কাজ নয়। ইউটিউব স্টুডিও, গুগল অ্যাকাউন্ট ও স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই চ্যানেলটি ডিলিট করতে পারবেন।
ইউটিউব চ্যানেল ডিলিট করবেন যেভাবে
ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য প্রথমেই আপনার ডেটাগুলো ডাউনলোড করে অন্য কোনো জায়গায় সেভ করে রাখতে হবে। কারণ একবার চ্যানেল ডিলিট করে ফেললে চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোও মুছে যাবে।
সহজে ও দ্রুত ইউটিউব চ্যানেলের ডেটা ব্যাকআপ করার জন্য গুগলের অপশন রয়েছে। গুগলের টেকআউট ওয়েবসাইট থেকে চ্যানেলের ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউব চ্যানেল ডাউনলোড করার তিনটি পদ্ধতি তুলে ধরা হলো—
পদ্ধতি ১: ইউটিউব স্টুডিও ব্যবহার করে
১. যে কোনো ব্রাউজার থেকে studio.youtube.com এ প্রবেশ করুন।
২. যে চ্যানেল ডিলিট করতে চান, সেই চ্যানেল সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
৩. বামপাশের সাইডবার থেকে নিচের দিকে সেটিংস অপশনটি খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৪. এর ফলে একটি উইন্ডো চালু হবে। উইন্ডোর বাম পাশের মেনু থেকে ‘চ্যানেল’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ডানপাশের ‘Advanced settings’ অপশনটি নির্বাচন করুন।
৬. নিচের দিকে স্ক্রল করে ‘Remove YouTube content’ অপশনে ক্লিক করুন। এর ফলে নতুন ট্যাব চালু হবে।
৭. ট্যাব থেকে নিজের গুগলের ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে।
৮. ‘I want to permanently delete my content’ অপশনের নিচে দুটি চেক বক্সে টিক দিন।
৯. এরপর ডানপাশের নিচের ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি চিরতরে ডিলিট হয়ে যাবে।
পদ্ধতি ২: গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে
১. ব্রাউজার থেকে myaccount.google.com—এ প্রবেশ করুন।
২. ডেটা ও প্রাইভেসি ট্যাবে ক্লিক করুন। এরপর ‘Your data & privacy options’–এর নিচে থাকা ‘Data from apps and services you use’ অপশনে ক্লিক করুন।
৩. ‘Download or delete your data’ এর নিচে ‘ডিলিট’ অপশনে ক্লিক করুন ও এরপর গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পাসকি দিন।
৪. নতুন স্ক্রিন চালু হলে ইউটিউব অপশন খুঁজে বের করুন ও এর পাশে থাকা ট্র্যাশ আইকোনে ক্লিক করুন।
৫. এরপর ‘I want to permanently delete my content’ সেকশনের নিচে থাকা চেক বক্সগুলোতে টিক দিন ও ‘Delete my Content’-এ ক্লিক করুন।
এর মাধ্যমে ইউটিউব চ্যানেলটি ডিলিট হলেও গুগল অ্যাকাউন্ট মুছে যাবে না।
প্রক্রিয়া ৩: স্মার্টফোন ব্যবহার করে
১. স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশে নিচের দিকে থাকা ‘You’ ট্যাবে ট্যাপ করুন।
২. গুগল অ্যাকাউন্টে ট্যাপ করুন ও ‘Data and privacy’ ট্যাবে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করুন ও ‘Delete a Google service’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পাসকোড দিন।
৫. নতুন স্ক্রিন চালু হলে ‘ইউটিউব’ অপশন খুঁজে বের করুন ও এর পাশে থাকা ট্র্যাশ আইকোনে ক্লিক করুন।
৬. নিচের দিকে স্ক্রল করে ‘I want to permanently delete my content’ এর নিচের ড্রপডাউন (নিচের দিকে তীরচিহ্ন) আইকোনে ট্যাপ করুন।
৭. দুটি চেকবক্স দেখা যাবে। চেক বক্সের পাশে ট্যাপ করে এতে টিক দিন।
৮. ‘Delete my content’ অপশনে ট্যাপ করুন।
এভাবে ফোন থেকে সহজেই ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে