প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইউটিকা শহরের একটি স্কুলের ভেতরেই ছুরিকাঘাতের শিকার হয় এক ছাত্র। আক্রমণ করে একই স্কুলের আরেক ছাত্র। এই ঘটনার ফলে স্কুলের এআই প্রযুক্তির অস্ত্র স্ক্যানারের কার্যক্ষমতা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। যে নিরাপত্তা সংস্থাটি স্কুলটিতে স্ক্যানারটি সরবরাহ করেছিল, সেটি আরও বেশ কয়েকটি স্কুলে একই স্ক্যানার সরবরাহ করেছে। ফলে স্কুলগুলোর নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পুরো এআই স্ক্যানিং ব্যবস্থাটির দাম ৩৭ কোটি ডলার।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের হ্যালোউইনে নিউইয়র্কের ইউটিকা শহরের প্রোক্টর হাই স্কুলের করিডরে হাঁটছিল ছাত্র এহনি লার হটু। এমন সময় অন্য একজন ছাত্র তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে।
বিবিসিকে ভুক্তভোগীর আইনজীবী বলেন, ‘১৮ বছর বয়সী ছাত্রটির মাথায়, ঘাড়ে, মুখে, কাঁধে, পিঠে এবং হাতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।’
ইভলভ টেকনোলজি নামের নিরাপত্তা প্রতিষ্ঠান এই ৩৭ কোটি ডলারের অস্ত্র শনাক্তকরণ সিস্টেম সরবরাহ করছে। প্রতিষ্ঠানটি গতানুগতিক মেটাল ডিটেক্টরের বদলে এআই প্রযুক্তির অস্ত্র স্ক্যানার নিয়ে এসেছে।
ইভলভ টেকনোলজির মতে, শুধু মেটাল বা ধাতু শনাক্তের পরিবর্তে স্ক্যানারটি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে শক্তিশালী সেন্সর প্রযুক্তিকে একত্রিত করে অস্ত্র শনাক্ত করে। যখন সিস্টেমটি ছুরি, বোমা বা বন্দুকের মতো গোপন অস্ত্র শনাক্ত করে, তখন এটি সতর্ক বার্তা দেয়।’ প্রতিষ্ঠানটি প্রকাশ্যে জানিয়েছে, তাদের সিস্টেমটি অত্যন্ত নির্ভুল।
ইভলভ টেকনোলজির প্রধান নির্বাহী পিটার জর্জ বলেছেন, ‘সিস্টেমটিতে সমস্ত অস্ত্রের স্বাক্ষর রয়েছে।’ প্রতিষ্ঠানটির পূর্ববর্তী প্রেস রিলিজগুলোতে বলা হয়েছে, সিস্টেমটি যে অস্ত্রগুলো শনাক্ত করতে পারে এর মধ্যে রয়েছে— আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ডিভাইস ও ছুরি।
গত বছর করা বিবিসির তদন্তে অনুযায়ী, এক পরীক্ষায় দেখা গেছে, সিস্টেমটি নির্ভরযোগ্যভাবে বড় ছুরি শনাক্ত করতে পারেনি। ইভলভ টেকনোলজির স্ক্যানারটি ২৪ বারের ৪২ শতাংশ সময়ে বড় ছুরি শনাক্ত করতে পারেনি।
সিস্টেমটি যুক্তরাষ্ট্রের প্রধান স্টেডিয়ামগুলোতে ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় ব্যবহার করা হয়েছে। পরীক্ষকেরা বলেছেন, ইভলভ টেকনোলজির উচিত এটির সম্ভাব্য গ্রাহকদের এই ব্যাপারে জানানো। প্রতিষ্ঠানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একশটিরও বেশি স্কুলে এআই স্ক্যানারটি সরবরাহ করেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইউটিকা শহরের একটি স্কুলের ভেতরেই ছুরিকাঘাতের শিকার হয় এক ছাত্র। আক্রমণ করে একই স্কুলের আরেক ছাত্র। এই ঘটনার ফলে স্কুলের এআই প্রযুক্তির অস্ত্র স্ক্যানারের কার্যক্ষমতা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। যে নিরাপত্তা সংস্থাটি স্কুলটিতে স্ক্যানারটি সরবরাহ করেছিল, সেটি আরও বেশ কয়েকটি স্কুলে একই স্ক্যানার সরবরাহ করেছে। ফলে স্কুলগুলোর নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পুরো এআই স্ক্যানিং ব্যবস্থাটির দাম ৩৭ কোটি ডলার।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের হ্যালোউইনে নিউইয়র্কের ইউটিকা শহরের প্রোক্টর হাই স্কুলের করিডরে হাঁটছিল ছাত্র এহনি লার হটু। এমন সময় অন্য একজন ছাত্র তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে।
বিবিসিকে ভুক্তভোগীর আইনজীবী বলেন, ‘১৮ বছর বয়সী ছাত্রটির মাথায়, ঘাড়ে, মুখে, কাঁধে, পিঠে এবং হাতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।’
ইভলভ টেকনোলজি নামের নিরাপত্তা প্রতিষ্ঠান এই ৩৭ কোটি ডলারের অস্ত্র শনাক্তকরণ সিস্টেম সরবরাহ করছে। প্রতিষ্ঠানটি গতানুগতিক মেটাল ডিটেক্টরের বদলে এআই প্রযুক্তির অস্ত্র স্ক্যানার নিয়ে এসেছে।
ইভলভ টেকনোলজির মতে, শুধু মেটাল বা ধাতু শনাক্তের পরিবর্তে স্ক্যানারটি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে শক্তিশালী সেন্সর প্রযুক্তিকে একত্রিত করে অস্ত্র শনাক্ত করে। যখন সিস্টেমটি ছুরি, বোমা বা বন্দুকের মতো গোপন অস্ত্র শনাক্ত করে, তখন এটি সতর্ক বার্তা দেয়।’ প্রতিষ্ঠানটি প্রকাশ্যে জানিয়েছে, তাদের সিস্টেমটি অত্যন্ত নির্ভুল।
ইভলভ টেকনোলজির প্রধান নির্বাহী পিটার জর্জ বলেছেন, ‘সিস্টেমটিতে সমস্ত অস্ত্রের স্বাক্ষর রয়েছে।’ প্রতিষ্ঠানটির পূর্ববর্তী প্রেস রিলিজগুলোতে বলা হয়েছে, সিস্টেমটি যে অস্ত্রগুলো শনাক্ত করতে পারে এর মধ্যে রয়েছে— আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ডিভাইস ও ছুরি।
গত বছর করা বিবিসির তদন্তে অনুযায়ী, এক পরীক্ষায় দেখা গেছে, সিস্টেমটি নির্ভরযোগ্যভাবে বড় ছুরি শনাক্ত করতে পারেনি। ইভলভ টেকনোলজির স্ক্যানারটি ২৪ বারের ৪২ শতাংশ সময়ে বড় ছুরি শনাক্ত করতে পারেনি।
সিস্টেমটি যুক্তরাষ্ট্রের প্রধান স্টেডিয়ামগুলোতে ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় ব্যবহার করা হয়েছে। পরীক্ষকেরা বলেছেন, ইভলভ টেকনোলজির উচিত এটির সম্ভাব্য গ্রাহকদের এই ব্যাপারে জানানো। প্রতিষ্ঠানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একশটিরও বেশি স্কুলে এআই স্ক্যানারটি সরবরাহ করেছে।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
১ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
৩ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
৮ ঘণ্টা আগে