অনলাইন ডেস্ক
অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে