মুহাম্মদ শফিকুর রহমান
ছাত্র-জনতার আন্দোলনে অন্যান্য পেশার মানুষের মতো ফ্রিল্যান্সাররাও আর্থিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইন্টারনেট বন্ধ থাকায় অনেকের আয়ের পথ প্রায় বন্ধ। হাতছাড়া হয়ে যাওয়া কাজ আবার ফিরবে কি না, তা নিয়ে আছে অনিশ্চয়তা। তারপরও পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা আশার আলো দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন। তাঁদের বেশির ভাগ মনে করছেন, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন রেখে সারা দেশে উচ্চ গতির ইন্টারনেট সেবা বাড়ানো হবে। এ ছাড়া আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোকে দেশে আনতে হবে। তাঁরা বলছেন, দেশের ভেতরে লাইসেন্স কিংবা রেমিট্যান্স আনার ক্ষেত্রকে আরও সুবিধাজনক পর্যায়ে নিয়ে যেতে হবে।
এসব বিষয় জানার জন্য আমরা কথা বলেছিলাম দুজন ফ্রিল্যান্সারের সঙ্গে।
ডলার বিনিময়ের সঠিক হার নিশ্চিত করতে হবে
তানজিম শাহ কবির,সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং তরুণ উদ্যোক্তা প্রতিষ্ঠাতা, কোয়ান্টাফোর্স ল্যাবস।
বাংলাদেশের সাইবার আইন পরিমার্জন করা: বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সাইবার আইন পরিমার্জন করা জরুরি; যাতে সাইবার অপরাধ দমন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত হয়।
স্ট্রিপ এবং পেপ্যাল সংযোগ: ফ্রিল্যান্সার এবং ই-কমার্স ব্যবসায়ীদের সুবিধার্থে স্ট্রিপ ও পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে দেশে আনতে হবে। এতে আন্তর্জাতিক লেনদেন সহজ হবে।
ডলার বিনিময়ের সঠিক হার নিশ্চিত করা: ডলার বিনিময় হারের সঠিকতা নিশ্চিত করতে হবে। এতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
সরকারি ওয়েবসাইটে বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করা: সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জন্য সরকারি ওয়েবসাইটে বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করতে হবে। এতে তারা আয় করতে পারবে। হল অব ফেমে জায়গা পেতে পারে এমন ব্যবস্থা নেওয়া। এতে দেশের সাইবার নিরাপত্তা জোরদার হবে।
আমাজন এবং ই-বের কার্যক্রম চালু করা: দেশে আমাজন এবং ই-বের মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করতে হবে। এতে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির সুযোগ বাড়বে।
স্টারলিংক আনার ক্ষেত্র তৈরি করা: বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার প্রয়োজনীয় আইন ও নিয়মকানুন তৈরি করতে হবে। এতে সারা দেশে উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে।
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ পুনরায় চালু করা: তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তোলার জন্য বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ পুনরায় চালু করতে হবে। তারা দেশের রেমিট্যান্স এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারবে।
সাইবার সিকিউরিটি ও প্রোগ্রামিং-সম্পর্কিত সেমিনার আয়োজন করা: শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি এবং প্রোগ্রামিং-সম্পর্কিত সেমিনার ও কর্মশালার আয়োজন করতে হবে। এতে তারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারবে।
ইন্টারনেটকে মৌলিক সেবা হিসেবে নিতে হবে
আশরাফুজ্জামান পলাশ, ফ্রিল্যান্সার, বেড়া, পাবনা।
আপওয়ার্কে এ পর্যন্ত আশরাফুজ্জামান পলাশ ৭০৬টি প্রজেক্ট সম্পন্ন করেছেন। আপওয়ার্ক থেকে তাঁর মোট আয় প্রায় দুই লাখ ডলার। সেখানে তিনি টপ রেটেড প্লাস ব্যাজধারী ফ্রিল্যান্সার। একজন ফ্রিল্যান্সার হিসেবে তাঁর চাওয়া, ইন্টারনেটকে মৌলিক সেবা হিসেবে রেখে এর গতি বাড়ানো ও সহজলভ্য করা।
ছাত্র-জনতার আন্দোলনে অন্যান্য পেশার মানুষের মতো ফ্রিল্যান্সাররাও আর্থিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইন্টারনেট বন্ধ থাকায় অনেকের আয়ের পথ প্রায় বন্ধ। হাতছাড়া হয়ে যাওয়া কাজ আবার ফিরবে কি না, তা নিয়ে আছে অনিশ্চয়তা। তারপরও পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা আশার আলো দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন। তাঁদের বেশির ভাগ মনে করছেন, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন রেখে সারা দেশে উচ্চ গতির ইন্টারনেট সেবা বাড়ানো হবে। এ ছাড়া আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোকে দেশে আনতে হবে। তাঁরা বলছেন, দেশের ভেতরে লাইসেন্স কিংবা রেমিট্যান্স আনার ক্ষেত্রকে আরও সুবিধাজনক পর্যায়ে নিয়ে যেতে হবে।
এসব বিষয় জানার জন্য আমরা কথা বলেছিলাম দুজন ফ্রিল্যান্সারের সঙ্গে।
ডলার বিনিময়ের সঠিক হার নিশ্চিত করতে হবে
তানজিম শাহ কবির,সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং তরুণ উদ্যোক্তা প্রতিষ্ঠাতা, কোয়ান্টাফোর্স ল্যাবস।
বাংলাদেশের সাইবার আইন পরিমার্জন করা: বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সাইবার আইন পরিমার্জন করা জরুরি; যাতে সাইবার অপরাধ দমন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত হয়।
স্ট্রিপ এবং পেপ্যাল সংযোগ: ফ্রিল্যান্সার এবং ই-কমার্স ব্যবসায়ীদের সুবিধার্থে স্ট্রিপ ও পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে দেশে আনতে হবে। এতে আন্তর্জাতিক লেনদেন সহজ হবে।
ডলার বিনিময়ের সঠিক হার নিশ্চিত করা: ডলার বিনিময় হারের সঠিকতা নিশ্চিত করতে হবে। এতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
সরকারি ওয়েবসাইটে বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করা: সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জন্য সরকারি ওয়েবসাইটে বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করতে হবে। এতে তারা আয় করতে পারবে। হল অব ফেমে জায়গা পেতে পারে এমন ব্যবস্থা নেওয়া। এতে দেশের সাইবার নিরাপত্তা জোরদার হবে।
আমাজন এবং ই-বের কার্যক্রম চালু করা: দেশে আমাজন এবং ই-বের মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করতে হবে। এতে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির সুযোগ বাড়বে।
স্টারলিংক আনার ক্ষেত্র তৈরি করা: বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার প্রয়োজনীয় আইন ও নিয়মকানুন তৈরি করতে হবে। এতে সারা দেশে উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে।
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ পুনরায় চালু করা: তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তোলার জন্য বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ পুনরায় চালু করতে হবে। তারা দেশের রেমিট্যান্স এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারবে।
সাইবার সিকিউরিটি ও প্রোগ্রামিং-সম্পর্কিত সেমিনার আয়োজন করা: শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি এবং প্রোগ্রামিং-সম্পর্কিত সেমিনার ও কর্মশালার আয়োজন করতে হবে। এতে তারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারবে।
ইন্টারনেটকে মৌলিক সেবা হিসেবে নিতে হবে
আশরাফুজ্জামান পলাশ, ফ্রিল্যান্সার, বেড়া, পাবনা।
আপওয়ার্কে এ পর্যন্ত আশরাফুজ্জামান পলাশ ৭০৬টি প্রজেক্ট সম্পন্ন করেছেন। আপওয়ার্ক থেকে তাঁর মোট আয় প্রায় দুই লাখ ডলার। সেখানে তিনি টপ রেটেড প্লাস ব্যাজধারী ফ্রিল্যান্সার। একজন ফ্রিল্যান্সার হিসেবে তাঁর চাওয়া, ইন্টারনেটকে মৌলিক সেবা হিসেবে রেখে এর গতি বাড়ানো ও সহজলভ্য করা।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২৬ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে