টি এইচ মাহির
পাখির কিচিরমিচির শুনতে সবার ভালো লাগে। কিন্তু এখন সব জায়গায়, বিশেষ করে শহরে পাখির বিচরণ খুব কম। আবার দেখা গেলেও অনেক পাখি সম্পর্কে আমরা বিশদ কিছু জানি না। তবে এখন হাতে একটি স্মার্টফোন থাকলে পাখি শনাক্ত করা কোনো সমস্যাই নয়। স্মার্টফোনের একটি অ্যাপ শনাক্ত করে দেবে পাখি। জানাবে তার নাম-পরিচয়সহ নানা তথ্য।
পাখির সুরেলা ডাক থেকে পরিচয় শনাক্ত করবে মার্লিন বার্ড আইডি অ্যাপ। এই অ্যাপ পাখির শব্দ শুনেই বলে দিতে পারে তার পরিচয়। এ ছাড়া তিনটি প্রশ্নের উত্তর দিয়ে এবং ছবি আপলোড দিয়ে শনাক্ত করা যাবে অচেনা পাখি।
মার্লিন বার্ড আইডি অ্যাপে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যের অনুমতি দিতে হবে। অ্যাপটি যেহেতু শব্দ থেকে পাখি শনাক্ত করবে, তাই একে ফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে এবং অঞ্চলভিত্তিক পাখির তথ্য পেতে লোকেশন অ্যাকসেস পারমিশন দিতে হবে। অ্যাপে প্রবেশ করলেই দেখা যাবে সাউন্ড আইডি এবং ফটো আইডি নামের দুটো অপশন। সাউন্ড আইডিতে ক্লিক করে অচেনা পাখির ডাক রেকর্ড করতে হবে। তারপর সেই ডাক বা শব্দের স্পেকট্রোগ্রাম থেকে পাখির পরিচয় বলে দেবে এই অ্যাপ। আবার ফটো আইডি নামের অপশনে ক্লিক করে পাখির ছবি আপলোড করা যাবে। ছবি দেখেও শনাক্ত করা যাবে তাদের পরিচয়। এ দুই পদ্ধতি ছাড়াও তিন ধাপে পাখির পরিচয় জানা যাবে। আকৃতি, রং এবং পাখিটি কী করছিল—তিনটি প্রশ্নের উত্তর দিলেই সম্ভাব্য পাখির তথ্য দেখাবে অ্যাপটি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাখির পরিচয় জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপে নেওয়া লোকেশন পারমিশন থেকে লোকেশন অনুযায়ী আরও নিখুঁতভাবে পাখির পরিচয় শনাক্ত করা যাবে। এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা আফ্রিকার বিভিন্ন দেশের পাখির ডেটা সংরক্ষণ করা আছে এই অ্যাপে। লোকেশন অনুযায়ী, পাখির তথ্য দেখা যাবে এতে। ইন্টারনেট ছাড়াও এই অ্যাপ ব্যবহার করা যাবে।
কর্নেল ল্যাব অব অর্নিথোলজি নামের একটি প্রতিষ্ঠান মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি তৈরি করেছে। সারা বিশ্বের পাখিপ্রেমী মানুষ ও গবেষকদের জন্য এটি তৈরি করা হয়েছে। কর্নেল ল্যাব নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একটি প্রতিষ্ঠান। তারা পাখিদের নিয়ে ইবার্ড নামেও একটি অ্যাপ তৈরি করেছে। যেখানে সারা বিশ্বের লাখ লাখ পাখির তথ্য পাওয়া যাবে।
মার্লিন বার্ড আইডি অ্যাপটি তৈরিতে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পাখির ডাক সংগ্রহ করেছে। তাদের ৫ হাজারের বেশি কর্মী প্রায় ৩০ মিলিয়ন পাখির তথ্য সংগ্রহ এবং শব্দ ধারণ করেছেন। শুধু কর্মীরা নন, উইকিএভিস, এভোকেটের মতো পাখিবিষয়ক ওয়েবসাইটগুলো থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব শব্দ ও তথ্য স্টোর করা হয়েছে মার্লিন বার্ড আইডিতে। যখন কেউ এই অ্যাপে পাখির শব্দ বা ডাক আপলোড দেয়, তখন সেই অডিওর স্পেকট্রোগ্রামের সঙ্গে মিলে যাওয়া তথ্য উপস্থাপন করে মার্লিন বার্ড আইডি।
অ্যাপটি পাওয়া যাবে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে। প্রায় ৫ মিলিয়ন মানুষ ইতিমধ্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি। বর্তমানে অ্যাপ স্টোরে ৪ দশমিক ৯ এবং প্লে স্টোরে এর রেটিং
৪ দশমিক ১।
পাখির কিচিরমিচির শুনতে সবার ভালো লাগে। কিন্তু এখন সব জায়গায়, বিশেষ করে শহরে পাখির বিচরণ খুব কম। আবার দেখা গেলেও অনেক পাখি সম্পর্কে আমরা বিশদ কিছু জানি না। তবে এখন হাতে একটি স্মার্টফোন থাকলে পাখি শনাক্ত করা কোনো সমস্যাই নয়। স্মার্টফোনের একটি অ্যাপ শনাক্ত করে দেবে পাখি। জানাবে তার নাম-পরিচয়সহ নানা তথ্য।
পাখির সুরেলা ডাক থেকে পরিচয় শনাক্ত করবে মার্লিন বার্ড আইডি অ্যাপ। এই অ্যাপ পাখির শব্দ শুনেই বলে দিতে পারে তার পরিচয়। এ ছাড়া তিনটি প্রশ্নের উত্তর দিয়ে এবং ছবি আপলোড দিয়ে শনাক্ত করা যাবে অচেনা পাখি।
মার্লিন বার্ড আইডি অ্যাপে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যের অনুমতি দিতে হবে। অ্যাপটি যেহেতু শব্দ থেকে পাখি শনাক্ত করবে, তাই একে ফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে এবং অঞ্চলভিত্তিক পাখির তথ্য পেতে লোকেশন অ্যাকসেস পারমিশন দিতে হবে। অ্যাপে প্রবেশ করলেই দেখা যাবে সাউন্ড আইডি এবং ফটো আইডি নামের দুটো অপশন। সাউন্ড আইডিতে ক্লিক করে অচেনা পাখির ডাক রেকর্ড করতে হবে। তারপর সেই ডাক বা শব্দের স্পেকট্রোগ্রাম থেকে পাখির পরিচয় বলে দেবে এই অ্যাপ। আবার ফটো আইডি নামের অপশনে ক্লিক করে পাখির ছবি আপলোড করা যাবে। ছবি দেখেও শনাক্ত করা যাবে তাদের পরিচয়। এ দুই পদ্ধতি ছাড়াও তিন ধাপে পাখির পরিচয় জানা যাবে। আকৃতি, রং এবং পাখিটি কী করছিল—তিনটি প্রশ্নের উত্তর দিলেই সম্ভাব্য পাখির তথ্য দেখাবে অ্যাপটি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাখির পরিচয় জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপে নেওয়া লোকেশন পারমিশন থেকে লোকেশন অনুযায়ী আরও নিখুঁতভাবে পাখির পরিচয় শনাক্ত করা যাবে। এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা আফ্রিকার বিভিন্ন দেশের পাখির ডেটা সংরক্ষণ করা আছে এই অ্যাপে। লোকেশন অনুযায়ী, পাখির তথ্য দেখা যাবে এতে। ইন্টারনেট ছাড়াও এই অ্যাপ ব্যবহার করা যাবে।
কর্নেল ল্যাব অব অর্নিথোলজি নামের একটি প্রতিষ্ঠান মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি তৈরি করেছে। সারা বিশ্বের পাখিপ্রেমী মানুষ ও গবেষকদের জন্য এটি তৈরি করা হয়েছে। কর্নেল ল্যাব নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একটি প্রতিষ্ঠান। তারা পাখিদের নিয়ে ইবার্ড নামেও একটি অ্যাপ তৈরি করেছে। যেখানে সারা বিশ্বের লাখ লাখ পাখির তথ্য পাওয়া যাবে।
মার্লিন বার্ড আইডি অ্যাপটি তৈরিতে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পাখির ডাক সংগ্রহ করেছে। তাদের ৫ হাজারের বেশি কর্মী প্রায় ৩০ মিলিয়ন পাখির তথ্য সংগ্রহ এবং শব্দ ধারণ করেছেন। শুধু কর্মীরা নন, উইকিএভিস, এভোকেটের মতো পাখিবিষয়ক ওয়েবসাইটগুলো থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব শব্দ ও তথ্য স্টোর করা হয়েছে মার্লিন বার্ড আইডিতে। যখন কেউ এই অ্যাপে পাখির শব্দ বা ডাক আপলোড দেয়, তখন সেই অডিওর স্পেকট্রোগ্রামের সঙ্গে মিলে যাওয়া তথ্য উপস্থাপন করে মার্লিন বার্ড আইডি।
অ্যাপটি পাওয়া যাবে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে। প্রায় ৫ মিলিয়ন মানুষ ইতিমধ্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি। বর্তমানে অ্যাপ স্টোরে ৪ দশমিক ৯ এবং প্লে স্টোরে এর রেটিং
৪ দশমিক ১।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে