অনলাইন ডেস্ক
আইফোনের দুটি মডেলে নিজস্ব ৫জি চিপ যুক্ত করতে পারে অ্যাপল। মডেল দুটি হলো—চতুর্থ জেনারেশনের আইফোন এসই ও আইফোনের ১৭ আলট্রা স্লিম। ২০২৫ সালে ফোন দুটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও এসব তথ্য জানান।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলেন, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আইফোন এসই মডেল ও তৃতীয় ত্রৈমাসিকে নতুন আলট্রা স্লিম মডেল (অ্যাপলর সবচেয়ে চিকন আইফোন) উন্মোচন করা হবে। আর দুটি মডেলেই নিজস্ব ৫জি মডেম বা চিপ যুক্ত করবে অ্যাপল।
সেলুলার নেটওয়ার্কের জন্য আইফোনের মডেলগুলোতে কোয়ালকম মডেম ব্যবহার করা হয়। এই বছরের শুরু দিকে কোয়ালকমের সঙ্গে মডেম সরবরাহের চুক্তি বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত আইফোনের মডেলগুলোর জন্য মডেম সরবরাহ করবে কোয়ালকম। তাই পর্যায়ক্রমে আইফোনের মডেলগুলোয় অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল নিজস্ব ৫জি মডেম তৈরি করছে বলে তা ২০১৮ সাল থেকেই শোনা যাচ্ছিল। তবে প্রকল্পটি বিভিন্ন চ্যালেঞ্জ ও বাঁধার সম্মুখীন হয়।
নিজস্ব চিপের নকশা তৈরি করার জন্য ২০১৯ সালে ইন্টেলের মডেম বিভাগটি কিনে নেয় অ্যাপল। কোয়ালকমের মডেমের তুলনায় অ্যাপলের চিপ ব্যবহারে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি কোয়ালকমের ওপর অ্যাপলের নির্ভরতা কমিয়ে দেবে।
২০১৭ সালে কথিত প্রতিযোগিতামূলক অনুশীলন ও ১০০ কোটি ডলারের রয়্যালটি না দেওয়ার কারণে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ২০১৯ সালে মামলা নিষ্পত্তি করে কোম্পানি দুটি।
এ ছাড়া বিভিন্ন তথ্য সূত্র বলছে, আইফোন এসই ৪ মডেলটির নকশা ‘হুবহু’ আইফোন ১৬ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো হবে। আইফোন এসই ৪ মডেলের শুধু ক্যামেরায় পরিবর্তন দেখা যাবে। এর আগে জানা গিয়েছিল যে, এই মডেলের পেছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আইফোনের দুটি মডেলে নিজস্ব ৫জি চিপ যুক্ত করতে পারে অ্যাপল। মডেল দুটি হলো—চতুর্থ জেনারেশনের আইফোন এসই ও আইফোনের ১৭ আলট্রা স্লিম। ২০২৫ সালে ফোন দুটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও এসব তথ্য জানান।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলেন, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আইফোন এসই মডেল ও তৃতীয় ত্রৈমাসিকে নতুন আলট্রা স্লিম মডেল (অ্যাপলর সবচেয়ে চিকন আইফোন) উন্মোচন করা হবে। আর দুটি মডেলেই নিজস্ব ৫জি মডেম বা চিপ যুক্ত করবে অ্যাপল।
সেলুলার নেটওয়ার্কের জন্য আইফোনের মডেলগুলোতে কোয়ালকম মডেম ব্যবহার করা হয়। এই বছরের শুরু দিকে কোয়ালকমের সঙ্গে মডেম সরবরাহের চুক্তি বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত আইফোনের মডেলগুলোর জন্য মডেম সরবরাহ করবে কোয়ালকম। তাই পর্যায়ক্রমে আইফোনের মডেলগুলোয় অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল নিজস্ব ৫জি মডেম তৈরি করছে বলে তা ২০১৮ সাল থেকেই শোনা যাচ্ছিল। তবে প্রকল্পটি বিভিন্ন চ্যালেঞ্জ ও বাঁধার সম্মুখীন হয়।
নিজস্ব চিপের নকশা তৈরি করার জন্য ২০১৯ সালে ইন্টেলের মডেম বিভাগটি কিনে নেয় অ্যাপল। কোয়ালকমের মডেমের তুলনায় অ্যাপলের চিপ ব্যবহারে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি কোয়ালকমের ওপর অ্যাপলের নির্ভরতা কমিয়ে দেবে।
২০১৭ সালে কথিত প্রতিযোগিতামূলক অনুশীলন ও ১০০ কোটি ডলারের রয়্যালটি না দেওয়ার কারণে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ২০১৯ সালে মামলা নিষ্পত্তি করে কোম্পানি দুটি।
এ ছাড়া বিভিন্ন তথ্য সূত্র বলছে, আইফোন এসই ৪ মডেলটির নকশা ‘হুবহু’ আইফোন ১৬ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো হবে। আইফোন এসই ৪ মডেলের শুধু ক্যামেরায় পরিবর্তন দেখা যাবে। এর আগে জানা গিয়েছিল যে, এই মডেলের পেছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১ দিন আগে