অনলাইন ডেস্ক
টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি ‘ভিডিও নোটস’ পাঠানোর ফিচারও রয়েছে হোয়াটসঅ্যাপে। যারা ভিডিও কনফারেন্সের ছাড়াই দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় একটি ফিচার। ব্যবহারকারীদের নতুন উপায়ে যোগাযোগের সুবিধা দেয় ফিচারটি। কোনো কিছু লিখে না প্রকাশ করতে চাইলে এই ছোট ভিডিও পাঠিয়ে আরেকজনকে কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
হোয়াটসঅ্যাপের ভিডিও নোটস ফিচার কি
হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস উভয়েই অ্যাপেই ভিডিও নোটস ফিচারটি ব্যবহার করা যায়। এর মাধ্যমে চ্যাটের মধ্যে ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের বিপরীতে ভিডিও নোট ব্যবহারকারীদের যেকোনো সময় ভিডিও রেকর্ড করে তাৎক্ষণিকভাবে পাঠানোর সুবিধা দেয়। এটি হোয়াটসঅ্যাপের ‘অডিও নোটস’ এর মতোই। তবে অডিও নোটস স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না এবং এগুলো ব্যবহারকারীর ইচ্ছামতো দীর্ঘ হতে পারে।
ভিডিও নোটগুলো ডিভাইসে সেভ হয় না। এগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপেই থাকে। ফলে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ একাধিক ক্লিপ দিয়ে ভরে যায় না। ভিডিও নোটগুলো প্রাইভেট থাকে। শুধু ক্রিয়টররাই এগুলো অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারে।
ভিডিও নোট তৈরি করে ও ভিডিও পাঠানোর একটি সহজ প্রক্রিয়া। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে চ্যাটে ভিডিও নোটটি পাঠাবেন সেটিতে ট্যাপ করুন।
২. এবার নিচের দিকে ক্যামেরা আইকোন চেপে ধরে রাখুন।
৩. এখন ক্যামেরা ভিডিও চালু হবে। এটি ৬০ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ করবে। এই পুরো সময়ে স্ক্রিনটি হাত দিয়ে ধরে না রাখতে চাইলে সঙ্গে সঙ্গে লক বাটনটি (তালার মতো আইকোন) ওপরের দিকে সোয়াইপ করুন।
৪. নির্ধারিত সময় শেষ হলে ভিডিও রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। আর পুরো ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড না করতে চাইলে প্রয়োজনমতো স্ক্রিনে থাকা লাল বাটনে ট্যাপ করুন। ফলে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে।
৫. পছন্দ মতো ভিডিও ধারণ হলে নিচের সেন্ড আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্খিত চ্যাটে ভিডিও নোটসটি শেয়ার হয়ে যাবে।
লক মোড চালু করলে যেসব সুবিধা পাওয়া যাবে
•ভিডিও নোট ফিচার ব্যবহারের সময় লকড ফিচার চালু করলে ক্যামেরাটি ঘোরানো যাবে। অর্থাৎ ভিডিও ধারণের জন্য সেলফি ক্যামেরা নাকি পেছনের ক্যামেরা চালু থাকবে তা নির্ধারণের সুযোগ মিলবে এর মাধ্যমে।
•এছাড়া ভিডিও ধারণ বন্ধ করা যাবে এর মাধ্যমে।
•লকড মোড চালু রেখে ক্যামেরা হাতের কাছ থেকে একটু দূরে রেখেও ভিডিও ধারণ করা যাবে।
টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি ‘ভিডিও নোটস’ পাঠানোর ফিচারও রয়েছে হোয়াটসঅ্যাপে। যারা ভিডিও কনফারেন্সের ছাড়াই দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় একটি ফিচার। ব্যবহারকারীদের নতুন উপায়ে যোগাযোগের সুবিধা দেয় ফিচারটি। কোনো কিছু লিখে না প্রকাশ করতে চাইলে এই ছোট ভিডিও পাঠিয়ে আরেকজনকে কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
হোয়াটসঅ্যাপের ভিডিও নোটস ফিচার কি
হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস উভয়েই অ্যাপেই ভিডিও নোটস ফিচারটি ব্যবহার করা যায়। এর মাধ্যমে চ্যাটের মধ্যে ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের বিপরীতে ভিডিও নোট ব্যবহারকারীদের যেকোনো সময় ভিডিও রেকর্ড করে তাৎক্ষণিকভাবে পাঠানোর সুবিধা দেয়। এটি হোয়াটসঅ্যাপের ‘অডিও নোটস’ এর মতোই। তবে অডিও নোটস স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না এবং এগুলো ব্যবহারকারীর ইচ্ছামতো দীর্ঘ হতে পারে।
ভিডিও নোটগুলো ডিভাইসে সেভ হয় না। এগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপেই থাকে। ফলে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ একাধিক ক্লিপ দিয়ে ভরে যায় না। ভিডিও নোটগুলো প্রাইভেট থাকে। শুধু ক্রিয়টররাই এগুলো অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারে।
ভিডিও নোট তৈরি করে ও ভিডিও পাঠানোর একটি সহজ প্রক্রিয়া। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে চ্যাটে ভিডিও নোটটি পাঠাবেন সেটিতে ট্যাপ করুন।
২. এবার নিচের দিকে ক্যামেরা আইকোন চেপে ধরে রাখুন।
৩. এখন ক্যামেরা ভিডিও চালু হবে। এটি ৬০ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ করবে। এই পুরো সময়ে স্ক্রিনটি হাত দিয়ে ধরে না রাখতে চাইলে সঙ্গে সঙ্গে লক বাটনটি (তালার মতো আইকোন) ওপরের দিকে সোয়াইপ করুন।
৪. নির্ধারিত সময় শেষ হলে ভিডিও রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। আর পুরো ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড না করতে চাইলে প্রয়োজনমতো স্ক্রিনে থাকা লাল বাটনে ট্যাপ করুন। ফলে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে।
৫. পছন্দ মতো ভিডিও ধারণ হলে নিচের সেন্ড আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্খিত চ্যাটে ভিডিও নোটসটি শেয়ার হয়ে যাবে।
লক মোড চালু করলে যেসব সুবিধা পাওয়া যাবে
•ভিডিও নোট ফিচার ব্যবহারের সময় লকড ফিচার চালু করলে ক্যামেরাটি ঘোরানো যাবে। অর্থাৎ ভিডিও ধারণের জন্য সেলফি ক্যামেরা নাকি পেছনের ক্যামেরা চালু থাকবে তা নির্ধারণের সুযোগ মিলবে এর মাধ্যমে।
•এছাড়া ভিডিও ধারণ বন্ধ করা যাবে এর মাধ্যমে।
•লকড মোড চালু রেখে ক্যামেরা হাতের কাছ থেকে একটু দূরে রেখেও ভিডিও ধারণ করা যাবে।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে