নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সারা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে আগামী সপ্তাহে। আর আজ রাতেই দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, গতকাল মঙ্গলবার বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও গণমাধ্যমে মঙ্গলবার রাত থেকে চালু হওয়ার পর আজ দুপুর পর্যন্ত দেড় টেরাবাইট ব্যান্ডউইথ ব্যবহার হয়েছে। আজ রাত থেকে দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বিটিআরসি।
আগামী শুক্র ও শনিবার পর্যবেক্ষণ করে অ্যামটবের সঙ্গে বৈঠকের পর রোববার থেকে মোবাইলের ৪জি নেটওয়ার্ক সংযোগ চালু করার আভাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ইন্টারনেট ব্যবহারে সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, মোবাইল ফোনে প্রতিনিয়ত সাইবার হামলার ঘটনা ঘটছে। সে জন্য সবাইকে ইন্টারনেট ব্যবহারে যেমন সতর্ক হতে হবে, একই সঙ্গে এ জন্য বিজিডি ই-গভঃ সার্টকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এ সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া প্রকাশের বিষয়ে আবেগপ্রবণ না হওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সত্য–মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে। তা না হলে ব্যক্তি, পরিবার ও দেশ সবাই ক্ষতির শিকার হবেন।’
এফ কমার্স খাতের উদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন, ‘এখন ডট বিডি, ডট জিওভি ডোমেইনগুলো সুলভ ও সহজ করে দিয়েছে সরকার।’ এফ কমার্স খাতের উদ্যোক্তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ই–কমার্স খাতের উদ্যোক্তারা যেন নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন। এ জন্য আমরা দেশীয় ডোমেইন সহজ করেছি।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, আইআইজিবি সভাপতি আমিনুল হাকিম উপস্থিত ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সারা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে আগামী সপ্তাহে। আর আজ রাতেই দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, গতকাল মঙ্গলবার বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও গণমাধ্যমে মঙ্গলবার রাত থেকে চালু হওয়ার পর আজ দুপুর পর্যন্ত দেড় টেরাবাইট ব্যান্ডউইথ ব্যবহার হয়েছে। আজ রাত থেকে দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বিটিআরসি।
আগামী শুক্র ও শনিবার পর্যবেক্ষণ করে অ্যামটবের সঙ্গে বৈঠকের পর রোববার থেকে মোবাইলের ৪জি নেটওয়ার্ক সংযোগ চালু করার আভাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ইন্টারনেট ব্যবহারে সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, মোবাইল ফোনে প্রতিনিয়ত সাইবার হামলার ঘটনা ঘটছে। সে জন্য সবাইকে ইন্টারনেট ব্যবহারে যেমন সতর্ক হতে হবে, একই সঙ্গে এ জন্য বিজিডি ই-গভঃ সার্টকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এ সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া প্রকাশের বিষয়ে আবেগপ্রবণ না হওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সত্য–মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে। তা না হলে ব্যক্তি, পরিবার ও দেশ সবাই ক্ষতির শিকার হবেন।’
এফ কমার্স খাতের উদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন, ‘এখন ডট বিডি, ডট জিওভি ডোমেইনগুলো সুলভ ও সহজ করে দিয়েছে সরকার।’ এফ কমার্স খাতের উদ্যোক্তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ই–কমার্স খাতের উদ্যোক্তারা যেন নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন। এ জন্য আমরা দেশীয় ডোমেইন সহজ করেছি।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, আইআইজিবি সভাপতি আমিনুল হাকিম উপস্থিত ছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে