টি এইচ মাহির
দৈনন্দিন কাজে আমরা প্রায় সময় ই-মেইল ব্যবহার করি। বিভিন্ন কাজে মেইল পাঠাতে হয়। সেসব মেইল প্রাপক পড়েছে কি না, তা জানতে পারি না। তবে বিভিন্ন উপায় ব্যবহার করে মেইল ট্র্যাক করা যায়।
প্রথমে আমাদের ব্রাউজারে এক্সটেনশন অপশনে যেতে হবে। ক্রোম ব্রাউজারের ডানে থ্রি ডট আইকনে ক্লিক করে অথবা ইউআরএল বারের পাশে এক্সটেনশন আইকনে ক্লিক করতে হবে। এরপর ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে। আবার গুগলে সার্চ দিলে ক্রোম ওয়েব স্টোর পেতে পারেন।
ক্রোম ওয়েব স্টোরে প্রবেশ করে এক্সটেনশন সিলেক্ট করে নিন। অসংখ্য এক্সটেনশন সামনে আসবে। সেখান থেকে মেইল ট্র্যাক নামের এক্সটেনশনটি বেছে নিন। সেখানে গিয়ে এড ক্রোমে ক্লিক করলে এক্সটেনশনটি ব্রাউজারে যুক্ত হয়ে যাবে।
এবার মেইল ট্র্যাক এক্সটেনশনে প্রবেশ করে যে জিমেইলের জন্য সেটি ব্যবহার করবেন, সেটিকে সাইন ইন করে নিন। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফেলুন। মেইল ট্র্যাক তিন ধরনের প্যাকেজ অফার করে। এগুলোর মধ্যে একটি ফ্রি ব্যবহার করা যাবে।
যেকোনো প্যাকেজ বাছাই করে সাইন ইন করতে হবে জিমেইল দিয়ে। এরপর জিমেইল রিফ্রেশ করলে ডান দিকে মেইল ট্র্যাকের চিহ্ন আসবে। অর্থাৎ এক্সটেনশনটি চালু হয়ে গেছে।
এই চিহ্নতে পাঠানো মেইল কেউ পড়লে বা সিন করলে নোটিফিকেশন আসবে। মেইল পাঠানোর সময় মেইল বক্সে একটি মেইল ট্র্যাকের সিগনেচার আসবে, যা দেখলে প্রাপক বুঝতে পারবে, এই মেইলটি পড়া ট্র্যাক করা হবে। তবে এই সিগনেচার চাইলে মুছে ফেলা যাবে।
তারপর মেইল করা যাবে। মেইল পাঠানোর পর জিমেইলের সেন্ড বক্সে পাঠানো মেইলের পাশে দুটো করে টিক মার্ক দেখাবে। দুটো টিক মার্ক যদি একসঙ্গে সবুজ হয়ে থাকে, তাহলে বুঝতে হবে প্রাপক মেইলটি পড়েছে। আর যদি একটি সবুজ হয়, তাহলে বুঝতে হবে, মেইল প্রাপক এখনো সেটি খুলে দেখেননি। ঠিক মার্কগুলোয় ক্লিক করে দেখা যাবে, প্রাপক কতক্ষণ আগে মেইলটি পড়েছেন।
মেইল ট্র্যাকের এই সার্ভিস ব্যবহার করা যাবে স্মার্টফোনেও। শুধু জিমেইল নয়, আউটলুক মেইলের জন্যও এটি ব্যবহার করা যাবে।মাইক্রোসফটের অ্যাপস্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। এরপর ই-মেইল দিয়ে সাইন ইন করে ব্যবহার করতে হবে।
এভাবে থার্ড পার্টি ছাড়াও জিমেইলে সরাসরি রিড রিসিপ্টের মাধ্যমে ই-মেইল ট্র্যাক করা যাবে। তবে তা শুধু গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য। ফ্রি জিমেইল ব্যবহারকারীদের জন্য নয়।
মেইল ট্র্যাক করার আরেকটি উপায় হলো এইচটিএমএলে ইমেজ ট্যাগ ব্যবহার করা। মেইল বডিতে এইচটিএমএল কোডে ছবি জুড়ে দিয়ে প্রাপক মেইল পড়ল কি না, তা ট্র্যাক করা যায়। তবে তা অনেক ক্ষেত্রে নির্ভুল হয় না। আবার অনেক ব্রাউজারে কাজ করে না। তবে ইয়াহু মেইলে ছবি না হলেও মেইলের সঙ্গে লিংক জুড়ে দিয়ে মেইল ট্র্যাক করা যায় মেইলস্প্রিং সফটওয়্যারের মাধ্যমে।
দৈনন্দিন কাজে আমরা প্রায় সময় ই-মেইল ব্যবহার করি। বিভিন্ন কাজে মেইল পাঠাতে হয়। সেসব মেইল প্রাপক পড়েছে কি না, তা জানতে পারি না। তবে বিভিন্ন উপায় ব্যবহার করে মেইল ট্র্যাক করা যায়।
প্রথমে আমাদের ব্রাউজারে এক্সটেনশন অপশনে যেতে হবে। ক্রোম ব্রাউজারের ডানে থ্রি ডট আইকনে ক্লিক করে অথবা ইউআরএল বারের পাশে এক্সটেনশন আইকনে ক্লিক করতে হবে। এরপর ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে। আবার গুগলে সার্চ দিলে ক্রোম ওয়েব স্টোর পেতে পারেন।
ক্রোম ওয়েব স্টোরে প্রবেশ করে এক্সটেনশন সিলেক্ট করে নিন। অসংখ্য এক্সটেনশন সামনে আসবে। সেখান থেকে মেইল ট্র্যাক নামের এক্সটেনশনটি বেছে নিন। সেখানে গিয়ে এড ক্রোমে ক্লিক করলে এক্সটেনশনটি ব্রাউজারে যুক্ত হয়ে যাবে।
এবার মেইল ট্র্যাক এক্সটেনশনে প্রবেশ করে যে জিমেইলের জন্য সেটি ব্যবহার করবেন, সেটিকে সাইন ইন করে নিন। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফেলুন। মেইল ট্র্যাক তিন ধরনের প্যাকেজ অফার করে। এগুলোর মধ্যে একটি ফ্রি ব্যবহার করা যাবে।
যেকোনো প্যাকেজ বাছাই করে সাইন ইন করতে হবে জিমেইল দিয়ে। এরপর জিমেইল রিফ্রেশ করলে ডান দিকে মেইল ট্র্যাকের চিহ্ন আসবে। অর্থাৎ এক্সটেনশনটি চালু হয়ে গেছে।
এই চিহ্নতে পাঠানো মেইল কেউ পড়লে বা সিন করলে নোটিফিকেশন আসবে। মেইল পাঠানোর সময় মেইল বক্সে একটি মেইল ট্র্যাকের সিগনেচার আসবে, যা দেখলে প্রাপক বুঝতে পারবে, এই মেইলটি পড়া ট্র্যাক করা হবে। তবে এই সিগনেচার চাইলে মুছে ফেলা যাবে।
তারপর মেইল করা যাবে। মেইল পাঠানোর পর জিমেইলের সেন্ড বক্সে পাঠানো মেইলের পাশে দুটো করে টিক মার্ক দেখাবে। দুটো টিক মার্ক যদি একসঙ্গে সবুজ হয়ে থাকে, তাহলে বুঝতে হবে প্রাপক মেইলটি পড়েছে। আর যদি একটি সবুজ হয়, তাহলে বুঝতে হবে, মেইল প্রাপক এখনো সেটি খুলে দেখেননি। ঠিক মার্কগুলোয় ক্লিক করে দেখা যাবে, প্রাপক কতক্ষণ আগে মেইলটি পড়েছেন।
মেইল ট্র্যাকের এই সার্ভিস ব্যবহার করা যাবে স্মার্টফোনেও। শুধু জিমেইল নয়, আউটলুক মেইলের জন্যও এটি ব্যবহার করা যাবে।মাইক্রোসফটের অ্যাপস্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। এরপর ই-মেইল দিয়ে সাইন ইন করে ব্যবহার করতে হবে।
এভাবে থার্ড পার্টি ছাড়াও জিমেইলে সরাসরি রিড রিসিপ্টের মাধ্যমে ই-মেইল ট্র্যাক করা যাবে। তবে তা শুধু গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য। ফ্রি জিমেইল ব্যবহারকারীদের জন্য নয়।
মেইল ট্র্যাক করার আরেকটি উপায় হলো এইচটিএমএলে ইমেজ ট্যাগ ব্যবহার করা। মেইল বডিতে এইচটিএমএল কোডে ছবি জুড়ে দিয়ে প্রাপক মেইল পড়ল কি না, তা ট্র্যাক করা যায়। তবে তা অনেক ক্ষেত্রে নির্ভুল হয় না। আবার অনেক ব্রাউজারে কাজ করে না। তবে ইয়াহু মেইলে ছবি না হলেও মেইলের সঙ্গে লিংক জুড়ে দিয়ে মেইল ট্র্যাক করা যায় মেইলস্প্রিং সফটওয়্যারের মাধ্যমে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১৩ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে