আবির আহসান রুদ্র, ঢাকা
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২২ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে