প্রযুক্তি ডেস্ক
এআইভিত্তিক একটি নতুন সার্চ ইঞ্জিন নিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী মাসেই আনা হতে পারে এটি। নতুন এই সার্চ ইঞ্জিন শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বাধিক ১০ লাখ ব্যবহারকারীরা পাবেন। নতুন এই সার্চ ইঞ্জিনে কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গুগলের পরীক্ষামূলক বার্ড চ্যাটবটের মতো সংলাপের সুবিধা থাকবে এতে। সার্চ ইঞ্জিনটি ‘ম্যাগি’ কোডনেমের অধীনে তৈরি করা হচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বলা হচ্ছে, নতুন এই পরিকল্পনাগুলো মাইক্রোসফটের বিং চ্যাটবট ও ওপেনএআই— এর চ্যাটজিপিটি মোকাবিলায় গুগলের প্রচেষ্টার অংশ। ধারণা করা হচ্ছে, এই চ্যাটবটগুলো একদিন সার্চ ইঞ্জিনগুলোর জায়গা দখল করবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুগলের অবস্থান এখন এতটাই হুমকির মধ্যে রয়েছে যে স্যামসাং তার মোবাইল ফোনগুলোতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের বদলে ‘বিং’ রাখার কথা বিবেচনা করছে। স্যামসাংয়ের সঙ্গে গুগলের এই চুক্তিটি ৩০০ কোটি ডলারের। অ্যাপলের সঙ্গেও গুগলের ২০ হাজার কোটি ডলারের অনুরূপ চুক্তি রয়েছে। যদিও স্যামসাং কতটা গুরুত্ব সহকারে ডিফল্ট সার্চ ইঞ্জিন বদলানোর বিষয়টি বিবেচনা করছে, তা এখনো স্পষ্ট নয়।
‘ম্যাগি’ প্রকল্পের অংশ হিসেবে নতুন টুল তৈরি ছাড়াও গুগল তার বিদ্যমান সার্চ ইঞ্জিনেও কিছু আমূল পরিবর্তন নিয়ে আসছে। টাইমস জানিয়েছে, গুগল কবে নতুন এই সার্চ ইঞ্জিন আনবে তার কোনও স্পষ্ট সময়সূচি নেই। যদিও নিউইয়র্ক টাইমস আগামী মাসেই আসার ইঙ্গিত দিয়েছে।
অন্যান্য এআই টুলগুলোর সঙ্গে একটি ইমেজ জেনারেটর তৈরিতেও কাজ করছে গুগল। যার নাম জিআইএফআই (গিফি)। এ ছাড়া, টিভলি টিউটর নামের একটি ভাষা শেখার সিস্টেম নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।
এআইভিত্তিক একটি নতুন সার্চ ইঞ্জিন নিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী মাসেই আনা হতে পারে এটি। নতুন এই সার্চ ইঞ্জিন শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বাধিক ১০ লাখ ব্যবহারকারীরা পাবেন। নতুন এই সার্চ ইঞ্জিনে কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গুগলের পরীক্ষামূলক বার্ড চ্যাটবটের মতো সংলাপের সুবিধা থাকবে এতে। সার্চ ইঞ্জিনটি ‘ম্যাগি’ কোডনেমের অধীনে তৈরি করা হচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বলা হচ্ছে, নতুন এই পরিকল্পনাগুলো মাইক্রোসফটের বিং চ্যাটবট ও ওপেনএআই— এর চ্যাটজিপিটি মোকাবিলায় গুগলের প্রচেষ্টার অংশ। ধারণা করা হচ্ছে, এই চ্যাটবটগুলো একদিন সার্চ ইঞ্জিনগুলোর জায়গা দখল করবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুগলের অবস্থান এখন এতটাই হুমকির মধ্যে রয়েছে যে স্যামসাং তার মোবাইল ফোনগুলোতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের বদলে ‘বিং’ রাখার কথা বিবেচনা করছে। স্যামসাংয়ের সঙ্গে গুগলের এই চুক্তিটি ৩০০ কোটি ডলারের। অ্যাপলের সঙ্গেও গুগলের ২০ হাজার কোটি ডলারের অনুরূপ চুক্তি রয়েছে। যদিও স্যামসাং কতটা গুরুত্ব সহকারে ডিফল্ট সার্চ ইঞ্জিন বদলানোর বিষয়টি বিবেচনা করছে, তা এখনো স্পষ্ট নয়।
‘ম্যাগি’ প্রকল্পের অংশ হিসেবে নতুন টুল তৈরি ছাড়াও গুগল তার বিদ্যমান সার্চ ইঞ্জিনেও কিছু আমূল পরিবর্তন নিয়ে আসছে। টাইমস জানিয়েছে, গুগল কবে নতুন এই সার্চ ইঞ্জিন আনবে তার কোনও স্পষ্ট সময়সূচি নেই। যদিও নিউইয়র্ক টাইমস আগামী মাসেই আসার ইঙ্গিত দিয়েছে।
অন্যান্য এআই টুলগুলোর সঙ্গে একটি ইমেজ জেনারেটর তৈরিতেও কাজ করছে গুগল। যার নাম জিআইএফআই (গিফি)। এ ছাড়া, টিভলি টিউটর নামের একটি ভাষা শেখার সিস্টেম নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
৯ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
১১ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
১৪ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
১৬ ঘণ্টা আগে