অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে