অনলাইন ডেস্ক
যেকোনো তথ্য অনুসন্ধানের প্রতিশব্দ হয়ে ওঠা, সবার প্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ২৫ বছরে পা দিয়েছে। দিনটি উদ্যাপনে গুগল বরাবরের মতোই তার বিশেষ ডুডল তৈরি করেছে।
এবারের ডুডলটি (G25gle) জিফ আকারে এনেছে গুগল, লোগোতে ক্লিক করলেই আপনার পুরো স্ক্রিন জুড়ে শুরু হবে কনফেত্তির ওড়াউড়ি।
হোমপেজে এক ব্লগের মাধ্যমে গুগল জানিয়েছে, ‘আজকের ডুডল গুগলের ২৫ তম বর্ষপূর্তি উদ্যাপন করছে। আমাদের দৃষ্টি ভবিষ্যতের দিকে থাকলেও, জন্মদিন হতে পারে পেছন ফিরে দেখার এক দারুণ উপলক্ষ। চলুন স্মৃতির পাতায় ঘুরে দেখা যাক, ২৫ বছর আগে কীভাবে আমাদের শুরুটা হলো।’
সেখানে আরও লেখা, ‘১৯৯৮ সালের পর অনেক কিছুই বদলেছে-এমনকি আজ ডুডলে যে লোগো দেখছেন সেটিও। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে-বিশ্বের যাবতীয় তথ্য সংগঠিত করা এবং এটিকে সর্বজনীনভাবে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া।’
‘বিগত ২৫টি বছর ধরে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের একসঙ্গে কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি।’
পোস্টটির নিচেই গত ২৫ বছরে আজকের দিনে গুগল যেসব বিশেষ ডুডল তৈরি করেছিল সেগুলো দেখা যাবে।
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগলের জন্ম। তবে ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে গুগল ইনকরপোরেশনের আনুষ্ঠানিক সূচনা হয়।
ল্যারি পেজ ও সের্গেই ব্রিন তখন পিএইচডি করছিলেন। ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সবার মাঝে আরও ছড়িয়ে দেওয়ার একক লক্ষ্য তাদের একই পথে নিয়ে আসে।
মজার বিষয় হলো, গুগল সার্চ ইঞ্জিনের নাম কিন্তু প্রথমে রাখা হয়েছিল গুগল (googol)। কিন্তু কোম্পানির নিবন্ধনের সময় এক ভুলে এর নাম গুগল (Google) হয়ে যায়!
২০১৫ সাল থেকে সার্চ ইঞ্জিনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে রয়েছেন সুন্দর পিচাই। তার আগে এ পদে ছিলেন ল্যারি পেজ। ল্যারি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেডের সিইও হিসেবে নিয়োগ পেলে তার স্থলাভিষিক্ত হন সুন্দর পিচাই। যদিও ২০১৯ সালের ৩ ডিসেম্বর সুন্দর পিচাই অ্যালফাবেটের সিইও হিসেবেও নিয়োগ পান।
অনেকের মনেই প্রশ্ন ওঠে, গুগলের সাথে ‘ডুডল’ শব্দটি কেন যোগ হলো? আসলে এটি বিশ্বের বিভিন্ন দেশ, ব্যক্তিবর্গ, বিশেষ দিন ইত্যাদি নিয়ে সার্চ বক্সের ওপরে গুগলের লোগো পরিবর্তন করার মজার একটি প্রোগ্রাম। ১৯৯৮ সালে প্রথম গুগল ডুডল প্রকাশ করা হয়েছিল, সেটি ছিল ‘বার্নিং ম্যান’ নামে যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক সিটির বার্ষিক আয়োজন নিয়ে।
বাংলাদেশেও গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে এবং বিশেষ কোনো ব্যক্তির স্মরণে প্রায়শই ডুডল প্রকাশ করে থাকে গুগল। এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, নববর্ষ, বিজয় দিবস ইত্যাদি আয়োজনে দেখা গেছে চমকপ্রদ সব গুগল ডুডল।
যেকোনো তথ্য অনুসন্ধানের প্রতিশব্দ হয়ে ওঠা, সবার প্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ২৫ বছরে পা দিয়েছে। দিনটি উদ্যাপনে গুগল বরাবরের মতোই তার বিশেষ ডুডল তৈরি করেছে।
এবারের ডুডলটি (G25gle) জিফ আকারে এনেছে গুগল, লোগোতে ক্লিক করলেই আপনার পুরো স্ক্রিন জুড়ে শুরু হবে কনফেত্তির ওড়াউড়ি।
হোমপেজে এক ব্লগের মাধ্যমে গুগল জানিয়েছে, ‘আজকের ডুডল গুগলের ২৫ তম বর্ষপূর্তি উদ্যাপন করছে। আমাদের দৃষ্টি ভবিষ্যতের দিকে থাকলেও, জন্মদিন হতে পারে পেছন ফিরে দেখার এক দারুণ উপলক্ষ। চলুন স্মৃতির পাতায় ঘুরে দেখা যাক, ২৫ বছর আগে কীভাবে আমাদের শুরুটা হলো।’
সেখানে আরও লেখা, ‘১৯৯৮ সালের পর অনেক কিছুই বদলেছে-এমনকি আজ ডুডলে যে লোগো দেখছেন সেটিও। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে-বিশ্বের যাবতীয় তথ্য সংগঠিত করা এবং এটিকে সর্বজনীনভাবে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া।’
‘বিগত ২৫টি বছর ধরে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের একসঙ্গে কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি।’
পোস্টটির নিচেই গত ২৫ বছরে আজকের দিনে গুগল যেসব বিশেষ ডুডল তৈরি করেছিল সেগুলো দেখা যাবে।
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগলের জন্ম। তবে ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে গুগল ইনকরপোরেশনের আনুষ্ঠানিক সূচনা হয়।
ল্যারি পেজ ও সের্গেই ব্রিন তখন পিএইচডি করছিলেন। ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সবার মাঝে আরও ছড়িয়ে দেওয়ার একক লক্ষ্য তাদের একই পথে নিয়ে আসে।
মজার বিষয় হলো, গুগল সার্চ ইঞ্জিনের নাম কিন্তু প্রথমে রাখা হয়েছিল গুগল (googol)। কিন্তু কোম্পানির নিবন্ধনের সময় এক ভুলে এর নাম গুগল (Google) হয়ে যায়!
২০১৫ সাল থেকে সার্চ ইঞ্জিনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে রয়েছেন সুন্দর পিচাই। তার আগে এ পদে ছিলেন ল্যারি পেজ। ল্যারি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেডের সিইও হিসেবে নিয়োগ পেলে তার স্থলাভিষিক্ত হন সুন্দর পিচাই। যদিও ২০১৯ সালের ৩ ডিসেম্বর সুন্দর পিচাই অ্যালফাবেটের সিইও হিসেবেও নিয়োগ পান।
অনেকের মনেই প্রশ্ন ওঠে, গুগলের সাথে ‘ডুডল’ শব্দটি কেন যোগ হলো? আসলে এটি বিশ্বের বিভিন্ন দেশ, ব্যক্তিবর্গ, বিশেষ দিন ইত্যাদি নিয়ে সার্চ বক্সের ওপরে গুগলের লোগো পরিবর্তন করার মজার একটি প্রোগ্রাম। ১৯৯৮ সালে প্রথম গুগল ডুডল প্রকাশ করা হয়েছিল, সেটি ছিল ‘বার্নিং ম্যান’ নামে যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক সিটির বার্ষিক আয়োজন নিয়ে।
বাংলাদেশেও গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে এবং বিশেষ কোনো ব্যক্তির স্মরণে প্রায়শই ডুডল প্রকাশ করে থাকে গুগল। এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, নববর্ষ, বিজয় দিবস ইত্যাদি আয়োজনে দেখা গেছে চমকপ্রদ সব গুগল ডুডল।
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৪২ মিনিট আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
১ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
২ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৬ ঘণ্টা আগে