অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। তবে গ্রোক মডেলটি শুধু এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারেন।
এক ব্লগ পোস্টে এক্সআই বলেছে, বর্তমানে গ্রোক–২ ও গ্রোক–২ মিনি উভয় মডেলই এক্সের বেটা সংস্করণে পাওয়া যাবে।
ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘গ্রোক–২ এর একটি প্রারম্ভিক সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। কোম্পানির পূর্ববর্তী মডেল গ্রোক ১.৫ মডেল থেকে এটি আরও উল্লেখযোগ্য পদক্ষেপ। এবারের সংস্করণে চ্যাট, কোডিং এবং যুক্তি দেওয়ার ক্ষমতা আরও উন্নত করা হয়েছে। সেই সঙ্গে গ্রোক–২ এর চেয়ে ছোট গ্রোক–২ মিনি সংস্করণ চালু করছি। গ্রোক ২-এর একটি প্রাথমিক সংস্করণ এলএমএসওয়াইএস লিডারবোর্ডে (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই মডেল মূল্যায়ন করার একটি সিস্টেম) ‘সাস-কলাম-আর’ নামে পরীক্ষা করা হয়েছে।’
ডেভেলপারদের নিজস্ব অ্যাপ্লিকেশন ও সিস্টেমে ব্যবহারের জন্য উভয় মডেল এই মাসের শেষের দিকে চালু করবে এক্সএআই।
রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিতে বাধা দেয় অন্যান্য এআই মডেলগুলো। তবে এমন কোনো বাধা নেই গ্রোকে। ইতিমধ্যে এই সুবিধা ব্যবহার করে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করছেন অনেক ব্যবহারকারী। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সুবিধা দেওয়ার জন্য যচাপের সম্মুখীন হতে পারে কোম্পানিটি।
গ্রোক–২ এর প্রকৃত ক্ষমতা সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া গেছে। কোড, টেক্সট ও খবরের সারসংক্ষেপ তৈরিতে গ্রোক–২ আরও দক্ষ বলে দাবি করেছে অ্যাপ গবেষক নিমা ওজি। যদিও এটি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই। সংবাদের সারসংক্ষেপ তৈরির সময় গ্রোকের প্রথম সংস্করণটি অনেকবার ভুল তথ্য দিয়েছে বলে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছে।
এআই দিয়ে ছবি তৈরিতে কোনো বাধা না থাকায় খুব সহজেই ভুয়া তথ্য ছড়ানোর টুলে পরিণত হতে পারে গ্রোক মডেলটি। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
এক্সএআই বলেছে, এক্সের সঙ্গে গ্রোক ২ ও গ্রোক–২ মিনির এআইভিত্তিক ফিচারগুলো যুক্ত করা হবে। এর মাধ্যমে এক্সের রিপ্লাই, সার্চ, ও পোস্ট বিশ্লেষণ ক্ষমতা উন্নত করা হবে। । অর্থাৎ এআই ব্যবহার করে ফলোয়ারদের রিপ্লাই দেওয়ার সুবিধাও এক্সে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। তবে গ্রোক মডেলটি শুধু এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারেন।
এক ব্লগ পোস্টে এক্সআই বলেছে, বর্তমানে গ্রোক–২ ও গ্রোক–২ মিনি উভয় মডেলই এক্সের বেটা সংস্করণে পাওয়া যাবে।
ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘গ্রোক–২ এর একটি প্রারম্ভিক সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। কোম্পানির পূর্ববর্তী মডেল গ্রোক ১.৫ মডেল থেকে এটি আরও উল্লেখযোগ্য পদক্ষেপ। এবারের সংস্করণে চ্যাট, কোডিং এবং যুক্তি দেওয়ার ক্ষমতা আরও উন্নত করা হয়েছে। সেই সঙ্গে গ্রোক–২ এর চেয়ে ছোট গ্রোক–২ মিনি সংস্করণ চালু করছি। গ্রোক ২-এর একটি প্রাথমিক সংস্করণ এলএমএসওয়াইএস লিডারবোর্ডে (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই মডেল মূল্যায়ন করার একটি সিস্টেম) ‘সাস-কলাম-আর’ নামে পরীক্ষা করা হয়েছে।’
ডেভেলপারদের নিজস্ব অ্যাপ্লিকেশন ও সিস্টেমে ব্যবহারের জন্য উভয় মডেল এই মাসের শেষের দিকে চালু করবে এক্সএআই।
রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিতে বাধা দেয় অন্যান্য এআই মডেলগুলো। তবে এমন কোনো বাধা নেই গ্রোকে। ইতিমধ্যে এই সুবিধা ব্যবহার করে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করছেন অনেক ব্যবহারকারী। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সুবিধা দেওয়ার জন্য যচাপের সম্মুখীন হতে পারে কোম্পানিটি।
গ্রোক–২ এর প্রকৃত ক্ষমতা সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া গেছে। কোড, টেক্সট ও খবরের সারসংক্ষেপ তৈরিতে গ্রোক–২ আরও দক্ষ বলে দাবি করেছে অ্যাপ গবেষক নিমা ওজি। যদিও এটি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই। সংবাদের সারসংক্ষেপ তৈরির সময় গ্রোকের প্রথম সংস্করণটি অনেকবার ভুল তথ্য দিয়েছে বলে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছে।
এআই দিয়ে ছবি তৈরিতে কোনো বাধা না থাকায় খুব সহজেই ভুয়া তথ্য ছড়ানোর টুলে পরিণত হতে পারে গ্রোক মডেলটি। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
এক্সএআই বলেছে, এক্সের সঙ্গে গ্রোক ২ ও গ্রোক–২ মিনির এআইভিত্তিক ফিচারগুলো যুক্ত করা হবে। এর মাধ্যমে এক্সের রিপ্লাই, সার্চ, ও পোস্ট বিশ্লেষণ ক্ষমতা উন্নত করা হবে। । অর্থাৎ এআই ব্যবহার করে ফলোয়ারদের রিপ্লাই দেওয়ার সুবিধাও এক্সে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে