প্রযুক্তি ডেস্ক
ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট ‘গ্রামারলি ’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে লিখতে সহায়তা করে। ব্যবহারকারী কোনো লেখা গ্রামারলিতে ইনপুট দিলে এটি সেই লেখার বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীকে ফিডব্যাক দেয়। এবার চ্যাটজিটিপির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে হয়েছে গ্রামারলিতে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মতো কনটেন্ট তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই জেনারেটিভ এআই টুলের নাম ‘গ্রামারলি গো’। টুলটি ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ‘গ্র্যামারলিগো’ একটি সংক্ষিপ্ত প্রম্পটের ওপর ভিত্তি করে একটি আস্ত লেখা তৈরি করতে পারবে। এআই টুলটি লেখার শৈলী এবং ধরন বুঝে যে কোনো কনটেন্ট পুনরায় লিখতে সক্ষম হবে। এ ছাড়া, কনটেন্টের শব্দ হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে এটি। আপাতত নতুন এই টুল বেটা সংস্করণে চালু হয়েছে।
এদিকে সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।
রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি— এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।
ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট ‘গ্রামারলি ’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে লিখতে সহায়তা করে। ব্যবহারকারী কোনো লেখা গ্রামারলিতে ইনপুট দিলে এটি সেই লেখার বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীকে ফিডব্যাক দেয়। এবার চ্যাটজিটিপির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে হয়েছে গ্রামারলিতে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মতো কনটেন্ট তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই জেনারেটিভ এআই টুলের নাম ‘গ্রামারলি গো’। টুলটি ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ‘গ্র্যামারলিগো’ একটি সংক্ষিপ্ত প্রম্পটের ওপর ভিত্তি করে একটি আস্ত লেখা তৈরি করতে পারবে। এআই টুলটি লেখার শৈলী এবং ধরন বুঝে যে কোনো কনটেন্ট পুনরায় লিখতে সক্ষম হবে। এ ছাড়া, কনটেন্টের শব্দ হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে এটি। আপাতত নতুন এই টুল বেটা সংস্করণে চালু হয়েছে।
এদিকে সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।
রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি— এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
৪ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
৬ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
১১ ঘণ্টা আগে