অনলাইন ডেস্ক
যোগাযোগের জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়েই এবার আরও আকর্ষণীয়ভাবে ছবি তোলা যাবে। কারণ প্ল্যাটফর্মটির ক্যামেরার সঙ্গে বিভিন্ন ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট (ফিল্টার) যুক্ত করা হচ্ছে। এর আগে ফিচারগুলো শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যেত। এখন হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সময় এসব ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই সুবিধার ফলে ছবি ও ভিডিও আর্কষনীয় করতে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
নতুন ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ও ফিল্টারগুলো অ্যাপটির ক্যামেরা ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এরপর ভিডিও নাকি ছবি তুলবেন তা নির্বাচন করুন। এরপর বামপাশে থাকা ‘কাঠির’ মতো আইকোনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে বিভিন্ন ফিল্টার বা ব্যকগ্রাউন্ড দেখা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ডের জন্য আলাদা দুটি ট্যাব থাকবে। ট্যাব থেকে পছন্দমতো অপশনটি নির্বাচন করা যায়।
ফিল্টার হিসেবে রয়েছে—ওয়ার্ম, কুল . ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট।
ফিল্টার ও ব্যকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। এছাড়া নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে। এছাড়া ‘টাচ আপ’ মোডের মাধ্যমে চেহারা আরও মসৃণ দেখাবে ও মুখের দাগগুলো হালকা করে দেবে।
নতুন ক্যামেরা ফিল্টার ও ব্যকগ্রাউন্ডগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.২০ সংস্করণের এসব ফিচার দেখা গেছে। পর্যায়ক্রমে মূল সংস্করণে ফিচারগুলো নিয়ে আসা হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস
যোগাযোগের জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়েই এবার আরও আকর্ষণীয়ভাবে ছবি তোলা যাবে। কারণ প্ল্যাটফর্মটির ক্যামেরার সঙ্গে বিভিন্ন ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট (ফিল্টার) যুক্ত করা হচ্ছে। এর আগে ফিচারগুলো শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যেত। এখন হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সময় এসব ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই সুবিধার ফলে ছবি ও ভিডিও আর্কষনীয় করতে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
নতুন ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ও ফিল্টারগুলো অ্যাপটির ক্যামেরা ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এরপর ভিডিও নাকি ছবি তুলবেন তা নির্বাচন করুন। এরপর বামপাশে থাকা ‘কাঠির’ মতো আইকোনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে বিভিন্ন ফিল্টার বা ব্যকগ্রাউন্ড দেখা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ডের জন্য আলাদা দুটি ট্যাব থাকবে। ট্যাব থেকে পছন্দমতো অপশনটি নির্বাচন করা যায়।
ফিল্টার হিসেবে রয়েছে—ওয়ার্ম, কুল . ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট।
ফিল্টার ও ব্যকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। এছাড়া নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে। এছাড়া ‘টাচ আপ’ মোডের মাধ্যমে চেহারা আরও মসৃণ দেখাবে ও মুখের দাগগুলো হালকা করে দেবে।
নতুন ক্যামেরা ফিল্টার ও ব্যকগ্রাউন্ডগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.২০ সংস্করণের এসব ফিচার দেখা গেছে। পর্যায়ক্রমে মূল সংস্করণে ফিচারগুলো নিয়ে আসা হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে