অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী সাইবার অপরাধী এবং হ্যাকিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। ই–মেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকারদের আক্রমণ প্রতিরোধের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের সাইবার অপরাধ রিপোর্টিং সেন্টার অ্যাকশন ফ্রড। এই সতর্কতায় জিমেইল, আউটলুক, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বড় ভাষার মডেলের (এলএলএম) মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিংয়ের কৌশল আরও উন্নত করেছে সাইবার অপরাধীরা।
অ্যাকশন ফ্রড জানায়, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি ব্যবহারকারী সাইবার অপরাধের শিকার হয়েছেন এবং এই সময়ে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে ১৮ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে। এই পরিসংখ্যান শুধু যুক্তরাজ্যে রিপোর্ট করা কেসের ভিত্তিতে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের আক্রমণ কতটা ব্যাপক তা অনুমান করা খুব কঠিন নয়।
সিটি অব লন্ডন পুলিশ এবং ন্যাশনাল ফ্রড ইনটেলিজেন্স ব্যুরো যৌথভাবে অ্যাকশন ফ্রড পরিচালনা করে। এখানে সাইবার অপরাধ সম্পর্কে রিপোর্ট করে ভুক্তভোগীরা। যদিও সংস্থাটির রির্পোটিং সেবা শুধু যুক্তরাজ্যে, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ব্যবহার করা যায়। তবে তাদের দেওয়া পরামর্শ বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। যখন এই সংস্থা সতর্কতা জারি করে, তখন সেটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
অ্যাকশন ফ্রডের ডেপুটি ডিরেক্টর অ্যাডাম মার্সার বলেন, ‘সাইবার অপরাধীরা সাধারণত পরিচয়বিহীন এবং তাদের লক্ষ্য থাকে সহজ লক্ষ্যবস্তু। যেমন—যারা নিজেদের ই–মেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয় না, তাদের অ্যাকাউন্ট বেশি হ্যাক হয়।’
তিনি আরও বলেন, অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হলো টু স্টেপ ভেরিফিকেশন (২ এফএ) চালু করা। এর মাধ্যমে অ্যাকাউন্টটি দ্বিগুণ সুরক্ষা পায়। এটি অ্যাকাউন্টটিকে পুরোপুরি হ্যাকারদের কাছ থেকে নিরাপত্তা দিতে না পারলেও হ্যাকিংয়ের কাজটিকে কঠিন করে তোলে।
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্থা, সাধারণ ব্যবহারকারীদেরও নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু স্টোর ভেরিফিকেশন চালু রাখা উচিত। নিজের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
তথ্যসূত্র: ফোর্বস
বিশ্বব্যাপী সাইবার অপরাধী এবং হ্যাকিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। ই–মেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকারদের আক্রমণ প্রতিরোধের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের সাইবার অপরাধ রিপোর্টিং সেন্টার অ্যাকশন ফ্রড। এই সতর্কতায় জিমেইল, আউটলুক, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বড় ভাষার মডেলের (এলএলএম) মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিংয়ের কৌশল আরও উন্নত করেছে সাইবার অপরাধীরা।
অ্যাকশন ফ্রড জানায়, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি ব্যবহারকারী সাইবার অপরাধের শিকার হয়েছেন এবং এই সময়ে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে ১৮ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে। এই পরিসংখ্যান শুধু যুক্তরাজ্যে রিপোর্ট করা কেসের ভিত্তিতে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের আক্রমণ কতটা ব্যাপক তা অনুমান করা খুব কঠিন নয়।
সিটি অব লন্ডন পুলিশ এবং ন্যাশনাল ফ্রড ইনটেলিজেন্স ব্যুরো যৌথভাবে অ্যাকশন ফ্রড পরিচালনা করে। এখানে সাইবার অপরাধ সম্পর্কে রিপোর্ট করে ভুক্তভোগীরা। যদিও সংস্থাটির রির্পোটিং সেবা শুধু যুক্তরাজ্যে, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ব্যবহার করা যায়। তবে তাদের দেওয়া পরামর্শ বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। যখন এই সংস্থা সতর্কতা জারি করে, তখন সেটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
অ্যাকশন ফ্রডের ডেপুটি ডিরেক্টর অ্যাডাম মার্সার বলেন, ‘সাইবার অপরাধীরা সাধারণত পরিচয়বিহীন এবং তাদের লক্ষ্য থাকে সহজ লক্ষ্যবস্তু। যেমন—যারা নিজেদের ই–মেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয় না, তাদের অ্যাকাউন্ট বেশি হ্যাক হয়।’
তিনি আরও বলেন, অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হলো টু স্টেপ ভেরিফিকেশন (২ এফএ) চালু করা। এর মাধ্যমে অ্যাকাউন্টটি দ্বিগুণ সুরক্ষা পায়। এটি অ্যাকাউন্টটিকে পুরোপুরি হ্যাকারদের কাছ থেকে নিরাপত্তা দিতে না পারলেও হ্যাকিংয়ের কাজটিকে কঠিন করে তোলে।
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্থা, সাধারণ ব্যবহারকারীদেরও নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু স্টোর ভেরিফিকেশন চালু রাখা উচিত। নিজের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
তথ্যসূত্র: ফোর্বস
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২১ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে