অনলাইন ডেস্ক
একাধিক প্রক্রিয়ায় উইন্ডোজ কম্পিউটারের বিভিন্ন ওয়েবপেজের পেজের স্ক্রিনশট নেওয়া যায়। তবে এর মধ্যে বেশির ভাগ প্রক্রিয়াই স্ক্রিনে যতটুকু দেখা যায়, ততটুকু অংশেরই স্ক্রিনশট নেয়। তবে কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ওয়েবপেজে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বিভিন্ন ওয়েব ব্রাউজারের ফিচার বা অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারবেন।
উইন্ডোজ কম্পিউটারে পছন্দের মতো ওয়েব ব্রাউজার ও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারেন। জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করে কীভাবে এ ধরনের স্ক্রিনশট তোলা হয় তা তুলে ধরা হলো—
মাইক্রোসফট এজ মাধ্যমে
উইন্ডোজ কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার মাইক্রোসফট এজ। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এই ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. এজ ব্রাউজারে ডান পাশে থাকা তিন ডট আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘ওয়েব ক্যাপচার’ অপশনে ট্যাপ করুন।
২. একটি স্বচ্ছ মেনু অপশনে কতগুলো স্ক্রিনশট নেওয়ার অপশন দেখা যাবে। এর মধ্য থেকে ‘ক্যাপচার ফুল পেজ’ অপশনে ক্লিক করুন।
৩. নতুন একটি স্ক্রলিং উইন্ডো চালু হবে। এর মধ্যে সম্পূর্ণ পেজে কনটেন্ট দেখা যাবে। কারসর দিয়ে টেনে স্ক্রিনশট নিতে হবে। এরপর এটি এডিট, সেভ, কপি বা সঙ্গে সঙ্গে অনলাইনে শেয়ার করা যাবে।
৪. ‘সেভ’ আইকোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটি ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে
কোনো এক্সটেনশন ছাড়া ফায়ারফক্স ব্রাউজারে স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ব্রাউজার থেকে যে পেজটির সম্পূর্ণ স্ক্রিনশট নেবেন, সেই পেজে প্রবেশ করুন। ডান পাশের ওপরে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন। মেনু চালু হলে এর থেকে ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর কাস্টমাইজ টুলবার অপশনে ট্যাপ করুন।
২. এরপর ‘স্ক্রিনশট’ আইকোন (কাঁচির মতো আইকোন) খুঁজে বের করুন এবং মাউসের কারসর দিয়ে ক্লিক করে টেনে টুলবার মেনুতে নিয়ে আসুন। আর টুলবার মেনুতে না রাখতে চাইলে ‘ওভারফ্লো মেনু’তে টেনে আনুন।
৩. এরপর ‘ডান’ বাটনে ক্লিক করুন। ফলে টুলবার থেকে থেকে স্ক্রিনশট বাটনটি সুবিধামতো সময়ে ব্যবহার করতে পারবেন।
৪. এখন যে পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিতে চান, সেই পেজে প্রবেশ করুন। এরপর স্ক্রিনশট আইকোনে ক্লিক করুন। এরপর ডান পাশে ওপরে থাকা ‘সেভ ফুল পে’তে ক্লিক করুন।
গুগল ক্রোমের মাধ্যমে
গুগল ক্রোমের ‘ডেভেলপার টুলস’ ব্যবহার করে সহজেই পুরো স্ক্রিনের স্ক্রিনশট তোলা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডান পাশের নিচের দিকে থাকা ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। এরপর ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর ‘ডেভেলপার টুলস’-এ ক্লিক করুন।
২. এরপর একটি মেনু চালু হবে। এর থেকে ডান পাশের ওপরের দিকে থাকার সেটিংস আইকোনের পাশে ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। এরপর ‘Run command’ অপশনে ক্লিক করুন।
৩. ‘Run > Screenshot’ টাইপ করুন। এরপর ফলাফলগুলো থেকে ‘Capture full size screenshot’ অপশনটি বাছাই করুন।
৪. ওয়েবপেজটি স্ক্রিনশট ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
ব্রাউজারগুলোতে ‘GoFullPage’-এর মতো এক্সটেনশন ডাউনলোড করেও স্ক্রিনশট নেওয়া যায়। এ ছাড়া থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেও সম্পূর্ণ পেজে স্ক্রিনশট নেওয়া হবে। তবে এই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে হবে।
একাধিক প্রক্রিয়ায় উইন্ডোজ কম্পিউটারের বিভিন্ন ওয়েবপেজের পেজের স্ক্রিনশট নেওয়া যায়। তবে এর মধ্যে বেশির ভাগ প্রক্রিয়াই স্ক্রিনে যতটুকু দেখা যায়, ততটুকু অংশেরই স্ক্রিনশট নেয়। তবে কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ওয়েবপেজে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বিভিন্ন ওয়েব ব্রাউজারের ফিচার বা অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারবেন।
উইন্ডোজ কম্পিউটারে পছন্দের মতো ওয়েব ব্রাউজার ও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারেন। জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করে কীভাবে এ ধরনের স্ক্রিনশট তোলা হয় তা তুলে ধরা হলো—
মাইক্রোসফট এজ মাধ্যমে
উইন্ডোজ কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার মাইক্রোসফট এজ। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এই ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. এজ ব্রাউজারে ডান পাশে থাকা তিন ডট আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘ওয়েব ক্যাপচার’ অপশনে ট্যাপ করুন।
২. একটি স্বচ্ছ মেনু অপশনে কতগুলো স্ক্রিনশট নেওয়ার অপশন দেখা যাবে। এর মধ্য থেকে ‘ক্যাপচার ফুল পেজ’ অপশনে ক্লিক করুন।
৩. নতুন একটি স্ক্রলিং উইন্ডো চালু হবে। এর মধ্যে সম্পূর্ণ পেজে কনটেন্ট দেখা যাবে। কারসর দিয়ে টেনে স্ক্রিনশট নিতে হবে। এরপর এটি এডিট, সেভ, কপি বা সঙ্গে সঙ্গে অনলাইনে শেয়ার করা যাবে।
৪. ‘সেভ’ আইকোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটি ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে
কোনো এক্সটেনশন ছাড়া ফায়ারফক্স ব্রাউজারে স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ব্রাউজার থেকে যে পেজটির সম্পূর্ণ স্ক্রিনশট নেবেন, সেই পেজে প্রবেশ করুন। ডান পাশের ওপরে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন। মেনু চালু হলে এর থেকে ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর কাস্টমাইজ টুলবার অপশনে ট্যাপ করুন।
২. এরপর ‘স্ক্রিনশট’ আইকোন (কাঁচির মতো আইকোন) খুঁজে বের করুন এবং মাউসের কারসর দিয়ে ক্লিক করে টেনে টুলবার মেনুতে নিয়ে আসুন। আর টুলবার মেনুতে না রাখতে চাইলে ‘ওভারফ্লো মেনু’তে টেনে আনুন।
৩. এরপর ‘ডান’ বাটনে ক্লিক করুন। ফলে টুলবার থেকে থেকে স্ক্রিনশট বাটনটি সুবিধামতো সময়ে ব্যবহার করতে পারবেন।
৪. এখন যে পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিতে চান, সেই পেজে প্রবেশ করুন। এরপর স্ক্রিনশট আইকোনে ক্লিক করুন। এরপর ডান পাশে ওপরে থাকা ‘সেভ ফুল পে’তে ক্লিক করুন।
গুগল ক্রোমের মাধ্যমে
গুগল ক্রোমের ‘ডেভেলপার টুলস’ ব্যবহার করে সহজেই পুরো স্ক্রিনের স্ক্রিনশট তোলা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডান পাশের নিচের দিকে থাকা ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। এরপর ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর ‘ডেভেলপার টুলস’-এ ক্লিক করুন।
২. এরপর একটি মেনু চালু হবে। এর থেকে ডান পাশের ওপরের দিকে থাকার সেটিংস আইকোনের পাশে ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। এরপর ‘Run command’ অপশনে ক্লিক করুন।
৩. ‘Run > Screenshot’ টাইপ করুন। এরপর ফলাফলগুলো থেকে ‘Capture full size screenshot’ অপশনটি বাছাই করুন।
৪. ওয়েবপেজটি স্ক্রিনশট ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
ব্রাউজারগুলোতে ‘GoFullPage’-এর মতো এক্সটেনশন ডাউনলোড করেও স্ক্রিনশট নেওয়া যায়। এ ছাড়া থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেও সম্পূর্ণ পেজে স্ক্রিনশট নেওয়া হবে। তবে এই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে হবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১৯ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে