অনলাইন ডেস্ক
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবার দৌড়ে ইলন মাস্ক ও জেফ বেজোসকে পেছনে ফেলে দিয়েছেন শীর্ষ ধনী মুকেশ আম্বানি। কারণ স্টারলিংক ও আমাজনের আগেই তাঁর কোম্পানি জিও প্ল্যাটফরম ভারতের মহাকাশ নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে এই সেবা দেওয়ার জন্য অনুমোদন পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমেসর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মহাকাশভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য লুক্সেমবার্গের সংস্থা এসইএসের সঙ্গে অংশীদারত্ব করেছে মুকেশ আম্বানি। এই উদ্যোগের নাম অরবিট কানেক্ট। স্থানীয় সূত্রে জানা যায়, ‘অরবিট কানেক্ট ইন্ডিয়া’কে অনুমোদনগুলো দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো সারা দেশে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা।
অনুমোদনটি এমন সময়ে এসেছে, যখন মাস্ক ও বেজোস উভয়ই ভারতের স্যাটেলাইটভিত্তিক যোগাযোগের বাজারে প্রবেশের চেষ্টা করছেন। প্রতিবেদন অনুসারে, এই সেবা প্রদানে অনুমতি দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (ইন-স্পেস)। তবে জিও রিলায়েন্স এখনো উচ্চতর অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
ইন স্পেসের চেয়ারম্যান পবন গোয়েংকার মতে, ইনমারস্যাট নামে আরেকটি কোম্পানিও ভারতে স্যাটেলাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। তিনি বলেন, ভারতে যোগযোগ সেবার মূল্য তুলনামূলক কম। তাই সেবার মূল্য কমানোর জন্য বিশ্বের অন্যান্য কোম্পানি বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে বাধ্য হবে।
বর্তমানে জিও ফাইবার ও এয়ার ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দেয় জিও। এবার স্যাটেলাইটের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেবে রিলায়েন্স। তবে আম্বানির কোম্পানির এই ছাড়পত্র পাওয়ায় চাপে পড়লেন ইলন মাস্ক। কারণ ইলন মাস্কের সংস্থা স্টারলিংকও এই সেবা দেয় আর ভারতে এই সেবার চালু করার জন্য গত বছর আবেদন করেন তিনি। কিন্তু এখনো ভারতের সরকার থেকে অনুমোদন পায়নি স্টারলিংক।
জেফ বেজোসের কোম্পানি আমাজনেরও স্যাটেলাইট ইন্টারনেট সেবা রয়েছে। এই ব্যবসার জন্য আমাজনও ভারতের ওপর নজর দিয়েছিল। তাই স্টারলিংক ও আমাজনের সঙ্গে প্রতিযোগিতা করবে জিও।
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবার দৌড়ে ইলন মাস্ক ও জেফ বেজোসকে পেছনে ফেলে দিয়েছেন শীর্ষ ধনী মুকেশ আম্বানি। কারণ স্টারলিংক ও আমাজনের আগেই তাঁর কোম্পানি জিও প্ল্যাটফরম ভারতের মহাকাশ নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে এই সেবা দেওয়ার জন্য অনুমোদন পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমেসর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মহাকাশভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য লুক্সেমবার্গের সংস্থা এসইএসের সঙ্গে অংশীদারত্ব করেছে মুকেশ আম্বানি। এই উদ্যোগের নাম অরবিট কানেক্ট। স্থানীয় সূত্রে জানা যায়, ‘অরবিট কানেক্ট ইন্ডিয়া’কে অনুমোদনগুলো দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো সারা দেশে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা।
অনুমোদনটি এমন সময়ে এসেছে, যখন মাস্ক ও বেজোস উভয়ই ভারতের স্যাটেলাইটভিত্তিক যোগাযোগের বাজারে প্রবেশের চেষ্টা করছেন। প্রতিবেদন অনুসারে, এই সেবা প্রদানে অনুমতি দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (ইন-স্পেস)। তবে জিও রিলায়েন্স এখনো উচ্চতর অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
ইন স্পেসের চেয়ারম্যান পবন গোয়েংকার মতে, ইনমারস্যাট নামে আরেকটি কোম্পানিও ভারতে স্যাটেলাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। তিনি বলেন, ভারতে যোগযোগ সেবার মূল্য তুলনামূলক কম। তাই সেবার মূল্য কমানোর জন্য বিশ্বের অন্যান্য কোম্পানি বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে বাধ্য হবে।
বর্তমানে জিও ফাইবার ও এয়ার ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দেয় জিও। এবার স্যাটেলাইটের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেবে রিলায়েন্স। তবে আম্বানির কোম্পানির এই ছাড়পত্র পাওয়ায় চাপে পড়লেন ইলন মাস্ক। কারণ ইলন মাস্কের সংস্থা স্টারলিংকও এই সেবা দেয় আর ভারতে এই সেবার চালু করার জন্য গত বছর আবেদন করেন তিনি। কিন্তু এখনো ভারতের সরকার থেকে অনুমোদন পায়নি স্টারলিংক।
জেফ বেজোসের কোম্পানি আমাজনেরও স্যাটেলাইট ইন্টারনেট সেবা রয়েছে। এই ব্যবসার জন্য আমাজনও ভারতের ওপর নজর দিয়েছিল। তাই স্টারলিংক ও আমাজনের সঙ্গে প্রতিযোগিতা করবে জিও।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ মিনিট আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে