কুহেলী রহমান
বর্তমান সময়ে বাইকপ্রেমীদের মূল আকর্ষণ হলো স্পোর্টস বাইক। এতে মেলে সর্বোচ্চ পারফরম্যান্স, ফাস্ট এক্সিলারেশন এবং একটি আকর্ষণীয় লুক।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডলাইট ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে। ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০তে নতুন ডিটিএস প্রযুক্তির ১৬০ দশমিক ৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
বর্তমান সময়ে বাইকপ্রেমীদের মূল আকর্ষণ হলো স্পোর্টস বাইক। এতে মেলে সর্বোচ্চ পারফরম্যান্স, ফাস্ট এক্সিলারেশন এবং একটি আকর্ষণীয় লুক।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডলাইট ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে। ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০তে নতুন ডিটিএস প্রযুক্তির ১৬০ দশমিক ৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
১২ মিনিট আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৬ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৭ ঘণ্টা আগে