অনলাইন ডেস্ক
গিফট কার্ড প্রতারণাবিষয়ক মামলায় বিজয়ী হয়েছে গুগল। কোম্পানিটি অবৈধভাবে গিফট কার্ড প্রতারণা থেকে লাভ করছে বলে মামলায় অভিযোগ করা হয়। কারণ ভুক্তভোগীদের অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে টেক জায়ান্টটি। তবে গুগলের পক্ষে রায় দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক বেথ ল্যাবসন ফ্রিম্যানের বলেন, মামলার বাদী জুডি মে প্রমাণ করতে পারেননি যে, গুগল তার ক্ষতি করেছে বা ইচ্ছাকৃতভাবে চুরি করা অর্থ থেকে কমিশন গ্রহণ করেছে। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে গুগল প্লে গিফট কার্ড প্রতারণায় ১ হাজার ডলার হারান মে।
আদালত জানিয়েছেন, গিফট কার্ড ব্যবহার করে কেনাকাটা করার সময় ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ স্ট্যান্ডার্ড কমিশন রাখে গুগল। এই কমিশনগুলো কোম্পানিটির সাধারণ ব্যবসায়িক নীতি, যা গিফট কার্ডের মাধ্যমে কেনাকাটার সময়ও প্রযোজ্য ছিল। এই প্রক্রিয়া মূল প্রতারণার সঙ্গে সম্পর্কিত নয়।
মামলাটি খারিজ করে দিলেও মে-কে তার মামলা পুনরায় দাখিল করার সুযোগ দিয়েছেন আদালত। তবে ক্ষতিপূরণের দাবিটি স্থায়ীভাবে খারিজ করা হয়েছে।
মামলাটি শুরু হয়েছিল ইন্ডিয়ানা রাজ্যের বাসিন্দা জুডি মে’র ১ হাজার ডলার ক্ষতির পরিপ্রেক্ষিতে। এক প্রতারক আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। ওই প্রতারক ভুক্তভোগীকে গুগল প্লে গিফট কার্ড কিনতে উদ্বুদ্ধ করে। মে গিফট কার্ডের কোডগুলো প্রতারককে দিয়ে দেয়। ফলে গিফট কার্ড দিয়ে প্রতারক কেনাকাটা করে।
মামলার অভিযোগে বলা হয়, ‘প্রায় এক দশক ধরে গিফট কার্ড প্রতারণার শিকার হওয়া লাখো মানুষের চুরি হওয়া টাকা রেখে দিয়েছে গুগল।’
মামলায় দাবি করা হয়, গুগল গ্রাহকদের গিফট কার্ডের প্রতারণা সম্পর্কে সতর্ক করা উচিত ছিল। এ ছাড়া কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে, চুরি হওয়া গিফট কার্ড দিয়ে কেনাকাটার ওপর কমিশন নিয়ে প্রতারণামূলক কার্যকলাপ থেকে লাভ করেছে গুগল।
যুক্তরাষ্ট্রে ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে গিফট কার্ড বা রিলোড কার্ড প্রতারণায় ২১ কোটি ৭০ লাখ ডলার হারিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা।
তবে প্রতারণায় হারানো অর্থের আসল পরিমাণ সম্ভবত অনেক বেশি, কারণ এই ডেটাগুলো শুধু রিপোর্ট করা মামলাগুলোর ওপর ভিত্তি করে। ২০২১ সালের এফটিসির ডেটা উদ্ধৃত করে জুডি মে বলেন, গুগল প্লে গিফট কার্ডগুলো গিফট কার্ড প্রতারণার প্রায় ২০ শতাংশের জন্য দায়ী।
তথ্যসূত্র: রয়টার্স
গিফট কার্ড প্রতারণাবিষয়ক মামলায় বিজয়ী হয়েছে গুগল। কোম্পানিটি অবৈধভাবে গিফট কার্ড প্রতারণা থেকে লাভ করছে বলে মামলায় অভিযোগ করা হয়। কারণ ভুক্তভোগীদের অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে টেক জায়ান্টটি। তবে গুগলের পক্ষে রায় দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক বেথ ল্যাবসন ফ্রিম্যানের বলেন, মামলার বাদী জুডি মে প্রমাণ করতে পারেননি যে, গুগল তার ক্ষতি করেছে বা ইচ্ছাকৃতভাবে চুরি করা অর্থ থেকে কমিশন গ্রহণ করেছে। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে গুগল প্লে গিফট কার্ড প্রতারণায় ১ হাজার ডলার হারান মে।
আদালত জানিয়েছেন, গিফট কার্ড ব্যবহার করে কেনাকাটা করার সময় ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ স্ট্যান্ডার্ড কমিশন রাখে গুগল। এই কমিশনগুলো কোম্পানিটির সাধারণ ব্যবসায়িক নীতি, যা গিফট কার্ডের মাধ্যমে কেনাকাটার সময়ও প্রযোজ্য ছিল। এই প্রক্রিয়া মূল প্রতারণার সঙ্গে সম্পর্কিত নয়।
মামলাটি খারিজ করে দিলেও মে-কে তার মামলা পুনরায় দাখিল করার সুযোগ দিয়েছেন আদালত। তবে ক্ষতিপূরণের দাবিটি স্থায়ীভাবে খারিজ করা হয়েছে।
মামলাটি শুরু হয়েছিল ইন্ডিয়ানা রাজ্যের বাসিন্দা জুডি মে’র ১ হাজার ডলার ক্ষতির পরিপ্রেক্ষিতে। এক প্রতারক আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। ওই প্রতারক ভুক্তভোগীকে গুগল প্লে গিফট কার্ড কিনতে উদ্বুদ্ধ করে। মে গিফট কার্ডের কোডগুলো প্রতারককে দিয়ে দেয়। ফলে গিফট কার্ড দিয়ে প্রতারক কেনাকাটা করে।
মামলার অভিযোগে বলা হয়, ‘প্রায় এক দশক ধরে গিফট কার্ড প্রতারণার শিকার হওয়া লাখো মানুষের চুরি হওয়া টাকা রেখে দিয়েছে গুগল।’
মামলায় দাবি করা হয়, গুগল গ্রাহকদের গিফট কার্ডের প্রতারণা সম্পর্কে সতর্ক করা উচিত ছিল। এ ছাড়া কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে, চুরি হওয়া গিফট কার্ড দিয়ে কেনাকাটার ওপর কমিশন নিয়ে প্রতারণামূলক কার্যকলাপ থেকে লাভ করেছে গুগল।
যুক্তরাষ্ট্রে ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে গিফট কার্ড বা রিলোড কার্ড প্রতারণায় ২১ কোটি ৭০ লাখ ডলার হারিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা।
তবে প্রতারণায় হারানো অর্থের আসল পরিমাণ সম্ভবত অনেক বেশি, কারণ এই ডেটাগুলো শুধু রিপোর্ট করা মামলাগুলোর ওপর ভিত্তি করে। ২০২১ সালের এফটিসির ডেটা উদ্ধৃত করে জুডি মে বলেন, গুগল প্লে গিফট কার্ডগুলো গিফট কার্ড প্রতারণার প্রায় ২০ শতাংশের জন্য দায়ী।
তথ্যসূত্র: রয়টার্স
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩৯ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে