অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম স্টোরি অনেক সৃজনশীলভাবে পোস্ট করা যায়। স্টোরিতে ছবি, লিংক, স্টিকার এমনকি মিউজিকও যোগ করার সুযোগ রয়েছে। তবে স্টোরি কনটেন্টের জন্য একটি খালি ক্যানভাসের প্রয়োজন হলে কীভাবে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, তা জানতে হবে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন কেন করবেন
ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় দেখাতে চাইলে ব্যাকগ্রাউন্ডের রং বদলাতে পারেন। ব্র্যান্ডের থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রং দিয়ে স্টোরি প্রকাশের মাধ্যমে ছবিগুলো আরও দৃষ্টিনন্দন হয়। অনুসারীদের বেশি নজর কাড়ে এ ধরনের স্টোরি। ফলে অ্যাকাউন্টে এনগেজমেন্টও বাড়ে।
এ ছাড়া একই ধরনের স্টোরির প্যাটার্ন দেখতে ফোয়ারা বিরক্ত হতে পারে। তাই দ্রুত সোয়াইপ করতে পারে। নিত্যনতুন ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের মাধ্যমে স্টোরি দেখতে সবাই আগ্রহী হবে। সেই ব্যাকগ্রাউন্ড কোনো একটি রং বা একাধিক রঙের মিশ্রণেই হোক না কেন। তবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি খুলুন।
২. স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন অথবা স্ক্রিনটি ডান দিক থেকে সোয়াইপ করুন বা টানুন।
৩. এখন কোনো ছবি নির্বাচন করুন বা নতুন ছবি তুলুন।
৪. এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে কতগুলো রঙের অপশন দেখাবে। সেখান থেকে পছন্দমতো রং নির্বাচন করুন।
অথবা ছবির কোনো রং নির্বাচন করতে নিচের ড্রপার আইকোনে ট্যাপ করুন এবং ছবির যেকোনো অংশের ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৭. রং নির্বাচন হওয়ার পর ছবির ওপরে ট্যাপ করলে পুরো ব্যাকগ্রাউন্ডে সেই রং দেখা যাবে।
৮. এরপর ওপরের ডান পাশে থাকা টিক চিহ্নতে ট্যাপ করুন। এরপর পছন্দের মতো স্টিকার ও টেক্সট যুক্ত করুন। যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো ছবি যুক্ত করতে চান তাহলে স্টিকার আইকোনে ট্যাপ করুন ও ফটো অপশন খুঁজে বের করুন। এই অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে পারবেন।
স্টোরি এডিট শেষ হলে নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন ও শেয়ার করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ইনস্টাগ্রাম স্টোরি অনেক সৃজনশীলভাবে পোস্ট করা যায়। স্টোরিতে ছবি, লিংক, স্টিকার এমনকি মিউজিকও যোগ করার সুযোগ রয়েছে। তবে স্টোরি কনটেন্টের জন্য একটি খালি ক্যানভাসের প্রয়োজন হলে কীভাবে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, তা জানতে হবে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন কেন করবেন
ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় দেখাতে চাইলে ব্যাকগ্রাউন্ডের রং বদলাতে পারেন। ব্র্যান্ডের থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রং দিয়ে স্টোরি প্রকাশের মাধ্যমে ছবিগুলো আরও দৃষ্টিনন্দন হয়। অনুসারীদের বেশি নজর কাড়ে এ ধরনের স্টোরি। ফলে অ্যাকাউন্টে এনগেজমেন্টও বাড়ে।
এ ছাড়া একই ধরনের স্টোরির প্যাটার্ন দেখতে ফোয়ারা বিরক্ত হতে পারে। তাই দ্রুত সোয়াইপ করতে পারে। নিত্যনতুন ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের মাধ্যমে স্টোরি দেখতে সবাই আগ্রহী হবে। সেই ব্যাকগ্রাউন্ড কোনো একটি রং বা একাধিক রঙের মিশ্রণেই হোক না কেন। তবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি খুলুন।
২. স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন অথবা স্ক্রিনটি ডান দিক থেকে সোয়াইপ করুন বা টানুন।
৩. এখন কোনো ছবি নির্বাচন করুন বা নতুন ছবি তুলুন।
৪. এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে কতগুলো রঙের অপশন দেখাবে। সেখান থেকে পছন্দমতো রং নির্বাচন করুন।
অথবা ছবির কোনো রং নির্বাচন করতে নিচের ড্রপার আইকোনে ট্যাপ করুন এবং ছবির যেকোনো অংশের ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৭. রং নির্বাচন হওয়ার পর ছবির ওপরে ট্যাপ করলে পুরো ব্যাকগ্রাউন্ডে সেই রং দেখা যাবে।
৮. এরপর ওপরের ডান পাশে থাকা টিক চিহ্নতে ট্যাপ করুন। এরপর পছন্দের মতো স্টিকার ও টেক্সট যুক্ত করুন। যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো ছবি যুক্ত করতে চান তাহলে স্টিকার আইকোনে ট্যাপ করুন ও ফটো অপশন খুঁজে বের করুন। এই অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে পারবেন।
স্টোরি এডিট শেষ হলে নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন ও শেয়ার করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২৩ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে