অনলাইন ডেস্ক
যৌথভাবে অত্যাধুনিক এআরএমভিত্তিক সিপিইউ তৈরি করছে এনভিডিয়া ও মিডিয়াটেক। উইন্ডোজ–এআরএম ইকোসিস্টেমকে উন্নত করার উদ্দেশ্যে এই সিপিইউ তৈরি করা হবে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এটি বাজারে আসতে পারে। মাইক্রোসফট, কোয়ালকম, এএমডি ও ইন্টেলের কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করবে নতুম কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রসেসরটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস বলছে, এআই পিসি প্রসেসর খাতে প্রবেশ করার পরিকল্পনা করছে এনভিডিয়া এবং এর অংশীদারিগুলোর বিশাল ইকোসিস্টেম ব্যবহার করে এআরএমভিত্তিক প্রসেসরগুলোর জন্য নিয়মিত অ্যাপ্লিকেশন এবং গেম ডিজাইন করবে ও সরবরাহ করবে।
শুধু তাই নয়, এনভিডিয়া তাদের নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের ‘ব্ল্যাকওয়েল’ ডেস্কটপ গ্রাফিক্স কার্ড এবং নতুন জিফোর্স আরটিএক্স ৫০ ল্যাপটপ সিরিজের ‘ব্ল্যাকওয়েল’ মোবাইল জিপিইউগুলোও তৈরি করছে। এগুলো নতুন এআই পিসিগুলোতে অন্তর্ভুক্ত করা হবে। এই পিসিগুলোতে এআরএম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এনভিডিয়া ও মিডিয়াটেকের সিপিইউ থাকবে।
এআরএমভিত্তিক এআই পিসি প্রসেসরগুলো এখন পর্যন্ত কোয়ালকম এবং তার নতুন স্ন্যাপড্রাগন প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ। এগুলো বেশিরভাগই খুব একটা ভালো প্যারফর্মম্যান্স দেখায় না। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এনভিডিয়া ও মিডিয়াটেকের মতো আরও বেশি হার্ডওয়্যার কোম্পানি এই প্রতিযোগিতায় যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তাই ভবিষ্যতে আরও ভালো ফলাফল দেখা যাবে।
এর আগের এনভিডিয়া বলেছে, আরটিএক্স হল ‘প্রিমিয়াম’ এআই পিসি প্ল্যাটফর্ম এবং ‘বেসিক’ এআই পিসিগুলোর জন্য নতুন এনপিইউ–সহ (নিউরাল প্রসেসিং ইউনিটস) সিপিইউ ও চিপ উন্মোচন হবে।
একটি ভালো জিফোর্স আরটিএক্স জিপিইউ এখনো যে কোনও সিপিইউ এর ভিতরে থাকা এনপিইউ কে অনেক পিছনে ফেলে দিতে পারে এবং আগামী কয়েক বছরেও পারফরম্যান্সের এই পার্থক্য থাকবে।
নতুন চিপটি উন্নত প্রযুক্তিগুলো সমর্থন করবে, এবং টিএসএমসি এর নতুন ৩ এনএম প্রসেস নোডে ব্যাপক পরিমাণে উৎপাদিত হবে। এটি অ্যাপলের এর নতুন এম ৪ চিপ এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্সের প্রসেসরের সঙ্গে প্রতিযোগিতা করবে।
যৌথভাবে অত্যাধুনিক এআরএমভিত্তিক সিপিইউ তৈরি করছে এনভিডিয়া ও মিডিয়াটেক। উইন্ডোজ–এআরএম ইকোসিস্টেমকে উন্নত করার উদ্দেশ্যে এই সিপিইউ তৈরি করা হবে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এটি বাজারে আসতে পারে। মাইক্রোসফট, কোয়ালকম, এএমডি ও ইন্টেলের কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করবে নতুম কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রসেসরটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস বলছে, এআই পিসি প্রসেসর খাতে প্রবেশ করার পরিকল্পনা করছে এনভিডিয়া এবং এর অংশীদারিগুলোর বিশাল ইকোসিস্টেম ব্যবহার করে এআরএমভিত্তিক প্রসেসরগুলোর জন্য নিয়মিত অ্যাপ্লিকেশন এবং গেম ডিজাইন করবে ও সরবরাহ করবে।
শুধু তাই নয়, এনভিডিয়া তাদের নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের ‘ব্ল্যাকওয়েল’ ডেস্কটপ গ্রাফিক্স কার্ড এবং নতুন জিফোর্স আরটিএক্স ৫০ ল্যাপটপ সিরিজের ‘ব্ল্যাকওয়েল’ মোবাইল জিপিইউগুলোও তৈরি করছে। এগুলো নতুন এআই পিসিগুলোতে অন্তর্ভুক্ত করা হবে। এই পিসিগুলোতে এআরএম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এনভিডিয়া ও মিডিয়াটেকের সিপিইউ থাকবে।
এআরএমভিত্তিক এআই পিসি প্রসেসরগুলো এখন পর্যন্ত কোয়ালকম এবং তার নতুন স্ন্যাপড্রাগন প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ। এগুলো বেশিরভাগই খুব একটা ভালো প্যারফর্মম্যান্স দেখায় না। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এনভিডিয়া ও মিডিয়াটেকের মতো আরও বেশি হার্ডওয়্যার কোম্পানি এই প্রতিযোগিতায় যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তাই ভবিষ্যতে আরও ভালো ফলাফল দেখা যাবে।
এর আগের এনভিডিয়া বলেছে, আরটিএক্স হল ‘প্রিমিয়াম’ এআই পিসি প্ল্যাটফর্ম এবং ‘বেসিক’ এআই পিসিগুলোর জন্য নতুন এনপিইউ–সহ (নিউরাল প্রসেসিং ইউনিটস) সিপিইউ ও চিপ উন্মোচন হবে।
একটি ভালো জিফোর্স আরটিএক্স জিপিইউ এখনো যে কোনও সিপিইউ এর ভিতরে থাকা এনপিইউ কে অনেক পিছনে ফেলে দিতে পারে এবং আগামী কয়েক বছরেও পারফরম্যান্সের এই পার্থক্য থাকবে।
নতুন চিপটি উন্নত প্রযুক্তিগুলো সমর্থন করবে, এবং টিএসএমসি এর নতুন ৩ এনএম প্রসেস নোডে ব্যাপক পরিমাণে উৎপাদিত হবে। এটি অ্যাপলের এর নতুন এম ৪ চিপ এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্সের প্রসেসরের সঙ্গে প্রতিযোগিতা করবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১৮ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে