অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টিকটকে থার্ড পার্টি প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই টুল দিয়ে তৈরি কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এসব ছবি ও ভিডিও অডিয়েন্সের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য অন্য কোনো প্ল্যাটফর্মের এআই জেনারটেড কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করবে টিকটক।
এক বছরের বেশি সময় ধরে নিজস্ব এআই টুল দিয়ে কনটেন্ট লেবেল করছে টিকটক। একই কাজ অন্যরাও করছে। তবে থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এআই কনটেন্টকে স্বয়ংক্রিয়ভাবে লেবেল করার কাজটি সামাজিক নেটওয়ার্ক হিসেবে টিকটকই প্রথম শুরু করছে।
প্ল্যাটফর্মটির এক ঘোষণায় বলা হয়, এই লেবেলিংয়ের কাজের জন্য কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভিন্যান্স অ্যান্ড অথেনসিটি (সি ২ পিএ) এর কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে। এর কাজ হলো- এআই কনটেন্টে মেটাডেটা অর্থাৎ কনটেন্ট কোন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কবে এডিট করা হয়েছে ও ফাইলের সাইজ কতটুকু ইত্যাদি তথ্য যুক্ত করা। ফলে টিকটক সহজেই থার্ড পার্টি এআই কনটেন্ট চিহ্নিত করে লেবেল যুক্ত করতে পারবে। এই প্রক্রিয়ায় ওপেনএআইয়ের ডাল–ই ৩ এর মতো এআইভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কনটেন্টও চিহ্নিত করা হবে।
থার্ড পার্টি অ্যাপের এআই টুল দিয়ে তৈরি ভিডিও ও ছবিতে ইতিমধ্যেই লেবেল যুক্ত শুরু করছে টিকটক। শিগগিরই অডিও কনটেন্টেও এই লেবেল যুক্ত করবে প্ল্যাটফর্মটি। এআই দিয়ে তৈরি কনটেন্টের ইউজারনেমের নিচে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত হবে।
তবে লেবেল ধীরে ধীরে যুক্ত হবে। কারণ কনটেন্ট ক্রেডেনশিয়ালের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করতে সময় লাগবে। অন্যান্য প্ল্যাটফর্মও এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে।
টিকটকের ছবি ও ভিডিওতেও কনটেন্ট ক্রেডেনশিয়াল যুক্ত হবে। ফলে এগুলো ডাউনলোড করার পরও মেটাডেটা যুক্ত থাকবে। টিকটকের ভিডিও ও ছবি অন্য প্ল্যাটফর্মে আপলোড করা হলে সেই প্ল্যাটফর্ম সি২ পিএ টুল ব্যবহার করে এআই কনটেন্ট ভ্যারিফাই করতে পারবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টিকটকে থার্ড পার্টি প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই টুল দিয়ে তৈরি কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এসব ছবি ও ভিডিও অডিয়েন্সের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য অন্য কোনো প্ল্যাটফর্মের এআই জেনারটেড কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করবে টিকটক।
এক বছরের বেশি সময় ধরে নিজস্ব এআই টুল দিয়ে কনটেন্ট লেবেল করছে টিকটক। একই কাজ অন্যরাও করছে। তবে থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এআই কনটেন্টকে স্বয়ংক্রিয়ভাবে লেবেল করার কাজটি সামাজিক নেটওয়ার্ক হিসেবে টিকটকই প্রথম শুরু করছে।
প্ল্যাটফর্মটির এক ঘোষণায় বলা হয়, এই লেবেলিংয়ের কাজের জন্য কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভিন্যান্স অ্যান্ড অথেনসিটি (সি ২ পিএ) এর কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে। এর কাজ হলো- এআই কনটেন্টে মেটাডেটা অর্থাৎ কনটেন্ট কোন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কবে এডিট করা হয়েছে ও ফাইলের সাইজ কতটুকু ইত্যাদি তথ্য যুক্ত করা। ফলে টিকটক সহজেই থার্ড পার্টি এআই কনটেন্ট চিহ্নিত করে লেবেল যুক্ত করতে পারবে। এই প্রক্রিয়ায় ওপেনএআইয়ের ডাল–ই ৩ এর মতো এআইভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কনটেন্টও চিহ্নিত করা হবে।
থার্ড পার্টি অ্যাপের এআই টুল দিয়ে তৈরি ভিডিও ও ছবিতে ইতিমধ্যেই লেবেল যুক্ত শুরু করছে টিকটক। শিগগিরই অডিও কনটেন্টেও এই লেবেল যুক্ত করবে প্ল্যাটফর্মটি। এআই দিয়ে তৈরি কনটেন্টের ইউজারনেমের নিচে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত হবে।
তবে লেবেল ধীরে ধীরে যুক্ত হবে। কারণ কনটেন্ট ক্রেডেনশিয়ালের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করতে সময় লাগবে। অন্যান্য প্ল্যাটফর্মও এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে।
টিকটকের ছবি ও ভিডিওতেও কনটেন্ট ক্রেডেনশিয়াল যুক্ত হবে। ফলে এগুলো ডাউনলোড করার পরও মেটাডেটা যুক্ত থাকবে। টিকটকের ভিডিও ও ছবি অন্য প্ল্যাটফর্মে আপলোড করা হলে সেই প্ল্যাটফর্ম সি২ পিএ টুল ব্যবহার করে এআই কনটেন্ট ভ্যারিফাই করতে পারবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে