অনলাইন ডেস্ক
২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ২০ লাখ মানুষকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিতে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে আমাজন। এজন্য ‘এআই রেডি’ নামে কোর্স তৈরি করছে এই কোম্পানি।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষতা অর্জন করলে অন্য সহকর্মীর চেয়ে ৪৭ শতাংশ বেশি উপার্জন সম্ভব বলে দাবি করছে আমাজন। এই লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি তিনটি উদ্যোগ চালু করছে কোম্পানি।
আমাজন ওয়েব সার্ভিসের ডেটা ও এআই এর ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবাসুব্রমানিয়ান বলেন, যারা এআই প্রযুক্তি সম্পর্কে জানতে ও ভবিষ্যতের অসাধারণ সুযোগ থেকে উপকার পেতে চায় তাদের সাহায্য করতে এআই রেডি কোর্স চালু করছে আমাজন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কর্মীদের এআই প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য এই কোর্সের নকশা করা হয়েছে।
আমাজনের তিনটি উদ্যোগ
এই উদ্যোগের অধীনে এআই ও জেনারেটিভ এআই বিষয়ে আটটি নতুন কোর্স চালু করছে আমাজন ৷ এই কোর্সের জন্য আমাজন কোনো অর্থ দাবি করবে না। এছাড়া জেনারেটিভ এআই সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞাল লাভের জন্য আমাজন ওয়েব সার্ভিসের (এডাব্লুএস) জেনারেটিভ এআই স্কলারশিপ ও কোড ডট ওআরজি এর সঙ্গে অংশীদারত্বে নতুন কোর্সের নকশা করেছে আমাজন।
ফাউন্ডেশনাল (সাধারণ) থেকে উন্নত প্রযুক্তিবিদদের প্রশিক্ষণের সুবিধা দিবে এই জেনারেটিভ এআই প্রশিক্ষণ কোর্স। এডাব্লুএস এর আওতায় ৮০ টিরও বেশি বিনামূল্যের ও কম খরচের এআই এবং জেনারেটিভ এআই কোর্স তৈরি করা হয়েছে।
প্রথমত, ব্যবসায়িক এবং অপ্রযুক্তিগত গ্রাহকদের জন্য জেনারেটিভ এআই এর অ্যাপ্লিকেশন ও ফাউন্ডেশন মডেলের মতো সাধারণ ধারণাগুলোর পরিচিতি কোর্স প্রদান করবে আমাজন।
দ্বিতীয়ত, ‘জেনারেটিভ এআই লার্নিং প্ল্যান ফর ডিসিশন মেকারস’–নামে একটি তিন ধাপের কোর্স সিরিজও তৈরি করা হয়েছে। কীভাবে জেনারেটিভ এআই প্রকল্পের পরিকল্পনা করা যায় এবং একটি জেনারেটিভ এআই-রেডি প্রতিষ্ঠান তৈরি করা যায় তা এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
তৃতীয়ত, ‘আমাজন কোডহুইসপারার’ নামের এআই মডেলের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে কীভাবে আমাজনের কোড জেনারেটর ব্যবহার করে কোড তৈরি করতে হয় তা শিখিয়ে দেওয়া হবে।
ডেভেলপার এবং অভিজ্ঞ প্রযুক্তিবিদদের জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এডাব্লুএস-এ লো-কোড মেশিন লার্নিং, এডাব্লুএস-এ লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএমএস) তৈরি এবং আমাজন বেডরক ব্যবহার করে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে কোর্স করার সুবিধা দেবে আমাজন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ২০ লাখ মানুষকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিতে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে আমাজন। এজন্য ‘এআই রেডি’ নামে কোর্স তৈরি করছে এই কোম্পানি।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষতা অর্জন করলে অন্য সহকর্মীর চেয়ে ৪৭ শতাংশ বেশি উপার্জন সম্ভব বলে দাবি করছে আমাজন। এই লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি তিনটি উদ্যোগ চালু করছে কোম্পানি।
আমাজন ওয়েব সার্ভিসের ডেটা ও এআই এর ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবাসুব্রমানিয়ান বলেন, যারা এআই প্রযুক্তি সম্পর্কে জানতে ও ভবিষ্যতের অসাধারণ সুযোগ থেকে উপকার পেতে চায় তাদের সাহায্য করতে এআই রেডি কোর্স চালু করছে আমাজন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কর্মীদের এআই প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য এই কোর্সের নকশা করা হয়েছে।
আমাজনের তিনটি উদ্যোগ
এই উদ্যোগের অধীনে এআই ও জেনারেটিভ এআই বিষয়ে আটটি নতুন কোর্স চালু করছে আমাজন ৷ এই কোর্সের জন্য আমাজন কোনো অর্থ দাবি করবে না। এছাড়া জেনারেটিভ এআই সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞাল লাভের জন্য আমাজন ওয়েব সার্ভিসের (এডাব্লুএস) জেনারেটিভ এআই স্কলারশিপ ও কোড ডট ওআরজি এর সঙ্গে অংশীদারত্বে নতুন কোর্সের নকশা করেছে আমাজন।
ফাউন্ডেশনাল (সাধারণ) থেকে উন্নত প্রযুক্তিবিদদের প্রশিক্ষণের সুবিধা দিবে এই জেনারেটিভ এআই প্রশিক্ষণ কোর্স। এডাব্লুএস এর আওতায় ৮০ টিরও বেশি বিনামূল্যের ও কম খরচের এআই এবং জেনারেটিভ এআই কোর্স তৈরি করা হয়েছে।
প্রথমত, ব্যবসায়িক এবং অপ্রযুক্তিগত গ্রাহকদের জন্য জেনারেটিভ এআই এর অ্যাপ্লিকেশন ও ফাউন্ডেশন মডেলের মতো সাধারণ ধারণাগুলোর পরিচিতি কোর্স প্রদান করবে আমাজন।
দ্বিতীয়ত, ‘জেনারেটিভ এআই লার্নিং প্ল্যান ফর ডিসিশন মেকারস’–নামে একটি তিন ধাপের কোর্স সিরিজও তৈরি করা হয়েছে। কীভাবে জেনারেটিভ এআই প্রকল্পের পরিকল্পনা করা যায় এবং একটি জেনারেটিভ এআই-রেডি প্রতিষ্ঠান তৈরি করা যায় তা এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
তৃতীয়ত, ‘আমাজন কোডহুইসপারার’ নামের এআই মডেলের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে কীভাবে আমাজনের কোড জেনারেটর ব্যবহার করে কোড তৈরি করতে হয় তা শিখিয়ে দেওয়া হবে।
ডেভেলপার এবং অভিজ্ঞ প্রযুক্তিবিদদের জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এডাব্লুএস-এ লো-কোড মেশিন লার্নিং, এডাব্লুএস-এ লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএমএস) তৈরি এবং আমাজন বেডরক ব্যবহার করে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে কোর্স করার সুবিধা দেবে আমাজন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে