নওরোজ চৌধুরী
২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপ ফুটবল। কাতার বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা। ক্রীড়াপ্রেমীরা যেমন খেলা নিয়ে আলোচনায় ব্যস্ত, তেমনি প্রযুক্তিপ্রেমী ও প্রযুক্তি বিশারদদের মধ্যেও কাতার বিশ্বকাপ নিয়ে আছে বিস্তর আলোচনা। অবস্থা দেখে মনে হচ্ছে, কাতার বিশ্বকাপ প্রযুক্তিরও বিরাট প্রদর্শনী হতে যাচ্ছে।
শীতলীকরণ প্রযুক্তি
কাতার এমন এক দেশ, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। খেলোয়াড় ও দর্শকদের কথা বিবেচনায় রেখে এই প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন প্রযুক্তিবিদেরা। তাঁরা কাজ করেছেন তাপমাত্রাকে ২৬ ডিগ্রিতে রাখতে। আর সেটা করতে গিয়ে তাঁদের প্রথম চ্যালেঞ্জ হলো গরম বাতাস বের করে দেওয়া। তাই স্ট্যান্ডে ফুটবল দর্শকদের প্রত্যেকের আসনের নিচে ভেন্টিলেটর বসিয়ে সেখান দিয়ে হাওয়া চালিয়ে আসন শীতল রাখা হবে। শাওয়ারের ঝারিমুখ দিয়ে যেমন পানির ধারা পড়ে, তেমনিভাবে সূক্ষ্ম ঝারি দিয়ে ঠান্ডা বাতাস ছাড়া হবে, যা দর্শকদের চারপাশ থেকে ঘিরে রাখবে। বাতাসের এই প্রবাহ হবে খুবই মৃদু।
আজকের প্রতিটি ফুটবলার একটি ম্যাচে প্রায় ১০ কিলোমিটার দৌড়ান। ফলে তাঁদের শরীর থেকে তিন লিটার পর্যন্ত ঘাম ঝরে। কাজেই তাঁদের শরীর ঠান্ডা করার এবং শরীরে পানির প্রয়োজন হয়। তাই কাতার বিশ্বকাপের সময় মাঠে শীতল আস্তরণ তৈরিতে সাহায্য করতে বড় বড় ঝারিমুখ দিয়ে স্টেডিয়ামে ঠান্ডা বাতাস সঞ্চালন করা হবে। ভেন্টগুলো যে কোণা থেকে বসানো হয়েছে এবং তার ফলে ঠান্ডা বাতাস যেভাবে ও যেখানে গিয়ে জমা হচ্ছে, তাতে খেলোয়াড়েরা বুঝতেই পারবেন না যে বাতাস প্রবাহিত হচ্ছে।
এই শীতলীকরণ প্রযুক্তি সাধারণ শীতলীকরণ প্রযুক্তির চেয়ে ৪০ শতাংশের বেশি টেকসই ও এনার্জি-এফিসিয়েন্ট। এই ব্যবস্থা উদ্ভাবন করেছেন ড. সাউদ আবদুল গানি। আর পুরো শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থাটি চালানো হবে কাতারের রাজধানী দোহার কেন্দ্রস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সম্প্রতি তৈরি একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত জ্বালানি ব্যবহার করে।
কার্বন-নিউট্রল বিশ্বকাপ
পরিবেশের ভারসাম্য রক্ষায় কাতার বিশ্বকাপের ব্যবহার হবে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি। বিষাক্ত কার্বনের পরিমাণ কমাতে সব গাড়িই বিদ্যুৎ শক্তিতে চলবে। বিপুল পরিমাণ পর্যটক ও দর্শকদের জন্য থাকবে সোলার বিদ্যুৎ-চালিত গাড়ি। আয়োজকেরা যতটা সম্ভব খনিজ শক্তিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পাশাপাশি এই ইভেন্টের কার্বন ফুটপ্রিন্ট মুছে ফেলতে গ্রিন প্রজেক্ট গ্রহণ করা হয়েছে।
স্টেডিয়াম ৯৭৪
৯৭৪টি শিপিং কনটেইনার দিয়ে এ স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। প্রাকৃতিক ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। ফলে কোনো কুলিং টেকেরও প্রয়োজন নেই। বিশ্বকাপের পর এটি ভেঙে ফেলা হবে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্টেডিয়াম, যা তৈরিই করা হয়েছে ভেঙে ফেলার জন্য।
স্মার্ট ওয়াই-ফাই ও চার্জিং স্টেশন
অ্যাডভারটাইজিং, মিস্ট কুলিং, সার্ভেল্যান্স ক্যামেরা, লাইটিং ও স্পিকার যেমন ইআইপিএএলএমের অংশ, তেমনি এটি ওয়াই-ফাই হটস্পট হিসেবেও ব্যবহার করার সুযোগ থাকবে। ইআইপিএএলএম শেডিং ওয়াইন্ড টার্বাইন সোলার প্যানেল এবং বাইফেসিয়াল ফটোভোল্টেক প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এর ছায়ায় বসে ফোন ওয়্যারলেস বা ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।
রিয়েল-টাইম ন্যাভিগেশন
কাস্টম মেড স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ট্রাফিক, ট্যাক্সি, পার্কিং, নতুন মেট্রো সিস্টেম এবং ভেন্যুতে প্রবেশ ও বের হওয়ার তথ্য পাওয়া যাবে। দোহার আশপাশে কানেকটেড সেন্সর বসানো হয়েছে। এর দ্বারা কাতারের আশপাশে সহজে চলাচল করা যাবে। মেট্রো, টেক্সি, পার্কিং, এন্ট্রান্স ও এক্সিট পয়েন্ট ইত্যাদি তথ্য প্রদানে সাহায্য করবে এসব সেন্সর। ফলে রিয়েল টাইম তথ্য ব্যবহার করে সেরা রাউট খুঁজে বের করা যাবে।
এলইডি লাইটিং
স্টেডিয়ামে এলইডি লাইটিং নতুন কিছু নয়। কিন্তু কাতার এই সামান্য বিষয়টিকেও অনন্য মাত্রায় নিয়ে গেছে। ব্যবহৃত লাইট এনার্জি-এফিসিয়েন্ট, নন-টক্সিক এবং সাধারণ লাইটের চেয়ে ছয় গুণ বেশি সময় ধরে কাজ করবে।
ওয়েরেবল ইলেকট্রনিকস
শরীরের কাপড়ে থাকা সেন্সরের মাধ্যমে হৃৎস্পন্দন বা শরীরে পানির ভারসাম্য পরিমাপের প্রযুক্তির পাশাপাশি আরও অনেক ধরনের পরিধানযোগ্য ইলেকট্রনিকস ব্যবহারের সুযোগ পেতে পারেন কাতার বিশ্বকাপে ফ্যানরা।
ফুড টেকনোলজি
থাকছে না কোনো ধরনের অর্ডার লাইনে দাঁড়ানোর ঝামেলা কিংবা খেলার গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করার আশঙ্কা। নিজেদের সিটে বসে স্মার্টফোন অ্যাপ বা অ্যাস অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন দর্শক। অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করার পর এক্সপ্রেস কিউর মাধ্যমে খাবার সিটে পৌঁছে যাবে।
ম্যাচ বলে সেন্সর
সেমি-অটোমেটেড প্রযুক্তিতে বলের ভেতর একটি সেন্সর লাগানো থাকবে। সে সেন্সরটি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাতে পারবে। অন্যদিকে স্টেডিয়ামের ছাদের নিচে থাকবে ১২টি ক্যামেরা। ফলে কোনো খেলোয়াড় যদি অফসাইড পজিশনে থাকেন, তাহলে দ্রুত তথ্য পাঠিয়ে প্রযুক্তিটি রেফারিদের সাহায্য করবে।
রোবট রেফারি
কাতার বিশ্বকাপে আরও নিখুঁতভাবে অফসাইড ধরতে ইতিমধ্যে রোবট দিয়ে পরীক্ষা চালিয়েছে ফিফা। সবকিছু ঠিকঠাক থাকলে এ বিশ্বকাপে খেলার মাঠে দেখা মিলবে এসব রোবট লাইনসম্যানের। ফিফার টেকনোলজি ডিরেক্টর জোহান্নেস হোলজমুলার জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পে সহকারী রেফারিদের পরিবর্তে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অফসাইড সিদ্ধান্ত
দেওয়া হবে।
তথ্যসূত্র: ফিফা, গোল, আউটলুক, বিবিসি
২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপ ফুটবল। কাতার বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা। ক্রীড়াপ্রেমীরা যেমন খেলা নিয়ে আলোচনায় ব্যস্ত, তেমনি প্রযুক্তিপ্রেমী ও প্রযুক্তি বিশারদদের মধ্যেও কাতার বিশ্বকাপ নিয়ে আছে বিস্তর আলোচনা। অবস্থা দেখে মনে হচ্ছে, কাতার বিশ্বকাপ প্রযুক্তিরও বিরাট প্রদর্শনী হতে যাচ্ছে।
শীতলীকরণ প্রযুক্তি
কাতার এমন এক দেশ, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। খেলোয়াড় ও দর্শকদের কথা বিবেচনায় রেখে এই প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন প্রযুক্তিবিদেরা। তাঁরা কাজ করেছেন তাপমাত্রাকে ২৬ ডিগ্রিতে রাখতে। আর সেটা করতে গিয়ে তাঁদের প্রথম চ্যালেঞ্জ হলো গরম বাতাস বের করে দেওয়া। তাই স্ট্যান্ডে ফুটবল দর্শকদের প্রত্যেকের আসনের নিচে ভেন্টিলেটর বসিয়ে সেখান দিয়ে হাওয়া চালিয়ে আসন শীতল রাখা হবে। শাওয়ারের ঝারিমুখ দিয়ে যেমন পানির ধারা পড়ে, তেমনিভাবে সূক্ষ্ম ঝারি দিয়ে ঠান্ডা বাতাস ছাড়া হবে, যা দর্শকদের চারপাশ থেকে ঘিরে রাখবে। বাতাসের এই প্রবাহ হবে খুবই মৃদু।
আজকের প্রতিটি ফুটবলার একটি ম্যাচে প্রায় ১০ কিলোমিটার দৌড়ান। ফলে তাঁদের শরীর থেকে তিন লিটার পর্যন্ত ঘাম ঝরে। কাজেই তাঁদের শরীর ঠান্ডা করার এবং শরীরে পানির প্রয়োজন হয়। তাই কাতার বিশ্বকাপের সময় মাঠে শীতল আস্তরণ তৈরিতে সাহায্য করতে বড় বড় ঝারিমুখ দিয়ে স্টেডিয়ামে ঠান্ডা বাতাস সঞ্চালন করা হবে। ভেন্টগুলো যে কোণা থেকে বসানো হয়েছে এবং তার ফলে ঠান্ডা বাতাস যেভাবে ও যেখানে গিয়ে জমা হচ্ছে, তাতে খেলোয়াড়েরা বুঝতেই পারবেন না যে বাতাস প্রবাহিত হচ্ছে।
এই শীতলীকরণ প্রযুক্তি সাধারণ শীতলীকরণ প্রযুক্তির চেয়ে ৪০ শতাংশের বেশি টেকসই ও এনার্জি-এফিসিয়েন্ট। এই ব্যবস্থা উদ্ভাবন করেছেন ড. সাউদ আবদুল গানি। আর পুরো শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থাটি চালানো হবে কাতারের রাজধানী দোহার কেন্দ্রস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সম্প্রতি তৈরি একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত জ্বালানি ব্যবহার করে।
কার্বন-নিউট্রল বিশ্বকাপ
পরিবেশের ভারসাম্য রক্ষায় কাতার বিশ্বকাপের ব্যবহার হবে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি। বিষাক্ত কার্বনের পরিমাণ কমাতে সব গাড়িই বিদ্যুৎ শক্তিতে চলবে। বিপুল পরিমাণ পর্যটক ও দর্শকদের জন্য থাকবে সোলার বিদ্যুৎ-চালিত গাড়ি। আয়োজকেরা যতটা সম্ভব খনিজ শক্তিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পাশাপাশি এই ইভেন্টের কার্বন ফুটপ্রিন্ট মুছে ফেলতে গ্রিন প্রজেক্ট গ্রহণ করা হয়েছে।
স্টেডিয়াম ৯৭৪
৯৭৪টি শিপিং কনটেইনার দিয়ে এ স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। প্রাকৃতিক ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। ফলে কোনো কুলিং টেকেরও প্রয়োজন নেই। বিশ্বকাপের পর এটি ভেঙে ফেলা হবে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্টেডিয়াম, যা তৈরিই করা হয়েছে ভেঙে ফেলার জন্য।
স্মার্ট ওয়াই-ফাই ও চার্জিং স্টেশন
অ্যাডভারটাইজিং, মিস্ট কুলিং, সার্ভেল্যান্স ক্যামেরা, লাইটিং ও স্পিকার যেমন ইআইপিএএলএমের অংশ, তেমনি এটি ওয়াই-ফাই হটস্পট হিসেবেও ব্যবহার করার সুযোগ থাকবে। ইআইপিএএলএম শেডিং ওয়াইন্ড টার্বাইন সোলার প্যানেল এবং বাইফেসিয়াল ফটোভোল্টেক প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এর ছায়ায় বসে ফোন ওয়্যারলেস বা ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।
রিয়েল-টাইম ন্যাভিগেশন
কাস্টম মেড স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ট্রাফিক, ট্যাক্সি, পার্কিং, নতুন মেট্রো সিস্টেম এবং ভেন্যুতে প্রবেশ ও বের হওয়ার তথ্য পাওয়া যাবে। দোহার আশপাশে কানেকটেড সেন্সর বসানো হয়েছে। এর দ্বারা কাতারের আশপাশে সহজে চলাচল করা যাবে। মেট্রো, টেক্সি, পার্কিং, এন্ট্রান্স ও এক্সিট পয়েন্ট ইত্যাদি তথ্য প্রদানে সাহায্য করবে এসব সেন্সর। ফলে রিয়েল টাইম তথ্য ব্যবহার করে সেরা রাউট খুঁজে বের করা যাবে।
এলইডি লাইটিং
স্টেডিয়ামে এলইডি লাইটিং নতুন কিছু নয়। কিন্তু কাতার এই সামান্য বিষয়টিকেও অনন্য মাত্রায় নিয়ে গেছে। ব্যবহৃত লাইট এনার্জি-এফিসিয়েন্ট, নন-টক্সিক এবং সাধারণ লাইটের চেয়ে ছয় গুণ বেশি সময় ধরে কাজ করবে।
ওয়েরেবল ইলেকট্রনিকস
শরীরের কাপড়ে থাকা সেন্সরের মাধ্যমে হৃৎস্পন্দন বা শরীরে পানির ভারসাম্য পরিমাপের প্রযুক্তির পাশাপাশি আরও অনেক ধরনের পরিধানযোগ্য ইলেকট্রনিকস ব্যবহারের সুযোগ পেতে পারেন কাতার বিশ্বকাপে ফ্যানরা।
ফুড টেকনোলজি
থাকছে না কোনো ধরনের অর্ডার লাইনে দাঁড়ানোর ঝামেলা কিংবা খেলার গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করার আশঙ্কা। নিজেদের সিটে বসে স্মার্টফোন অ্যাপ বা অ্যাস অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন দর্শক। অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করার পর এক্সপ্রেস কিউর মাধ্যমে খাবার সিটে পৌঁছে যাবে।
ম্যাচ বলে সেন্সর
সেমি-অটোমেটেড প্রযুক্তিতে বলের ভেতর একটি সেন্সর লাগানো থাকবে। সে সেন্সরটি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাতে পারবে। অন্যদিকে স্টেডিয়ামের ছাদের নিচে থাকবে ১২টি ক্যামেরা। ফলে কোনো খেলোয়াড় যদি অফসাইড পজিশনে থাকেন, তাহলে দ্রুত তথ্য পাঠিয়ে প্রযুক্তিটি রেফারিদের সাহায্য করবে।
রোবট রেফারি
কাতার বিশ্বকাপে আরও নিখুঁতভাবে অফসাইড ধরতে ইতিমধ্যে রোবট দিয়ে পরীক্ষা চালিয়েছে ফিফা। সবকিছু ঠিকঠাক থাকলে এ বিশ্বকাপে খেলার মাঠে দেখা মিলবে এসব রোবট লাইনসম্যানের। ফিফার টেকনোলজি ডিরেক্টর জোহান্নেস হোলজমুলার জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পে সহকারী রেফারিদের পরিবর্তে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অফসাইড সিদ্ধান্ত
দেওয়া হবে।
তথ্যসূত্র: ফিফা, গোল, আউটলুক, বিবিসি
গুগলের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপে নতুন ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ ফিচার যুক্ত হচ্ছে। অপ্রয়োজনীয় কাজে কোনো অ্যাপে বেশি সময় না কাটাতে সাহায্য করার জন্য এই ফিচারটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের অ্যাপে বেশি সময় কাটানোর পর তাদের অ্যাপ থেকে ব্লক না করে বরং শুধু নোটিফিকেশন পাঠানো হবে।
১১ ঘণ্টা আগেছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল সংরক্ষণের জন্য এক্সটার্নাল হার্ডড্রাইভ ব্যবহার করা হয়। স্টোরেজ খালি করতে বা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার মতো বিভিন্ন কারণে এসব ডিভাইস ফরম্যাট দেওয়ার প্রয়োজনীয়তা দেখা যায়। নতুন আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ আপডেটের মাধ্যমে এখন আইফোন ও আইপ্যাড থেকেই সরাসরি এক্সটার্নাল হার্ডড্রাইভ ফরম
১২ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
১৬ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
১৭ ঘণ্টা আগে