অনলাইন ডেস্ক
প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২৫ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে