প্রযুক্তি ডেস্ক
কর্মীদের জন্য চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবট ব্যবহার নিষিদ্ধ করেছে টেক জায়ান্ট স্যামসাং। তবে শুধু মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এআই পরিষেবার মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা ও সুযোগ-সুবিধা কীভাবে উন্নত করা সেই উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। যথাযথ পদক্ষেপ নেওয়ার আগে সাময়িকভাবে কোম্পানির সংশ্লিষ্ট কম্পিউটার বা ডিভাইসে জেনারেটিভ এআই পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
গত মাসে স্যামসাংয়ের কয়েকজন কর্মী তাঁদের কাজ সহজ করে নিতে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। ফলে, স্যামসাংয়ের বেশ কয়েকজন কর্মীর কারণে কোম্পানির স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল।
প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি দিয়ে নানাবিধ কাজ করানো সম্ভব। তবে এটিকে কোনো গুরুত্বপূর্ণ নথি সংক্ষেপ করতে দেওয়ারে আগে বা ত্রুটি যাচাইয়ের বেলায় মাথায় রাখা উচিত এতে ব্যবহৃত ডেটা এই ল্যাংগুয়েজ মডেলটিকে প্রশিক্ষণ দিতে বা অন্যান্য ব্যবহারকারীর প্রশ্নের জবাব হিসেবে দেখা যেতে পারে। ফলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থেকে যায়।
‘দ্য ইকোনমিস্ট কোরিয়া’র প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগ কোম্পানির প্রকৌশলীদের চ্যাটজিপিটি ব্যবহারের অনুমোদনের পর অন্তত তিন বার কোম্পানির কর্মীরা এতে বিভিন্ন কাজ করিয়ে নিতে গিয়ে গোপন তথ্য ফাঁস করেন। এক কর্মী বিভিন্ন ত্রুটির জন্য ডেটাবেইজ সোর্স কোড যাচাইয়ের জন্য চ্যাটজিপিটির সাহায্য নেন, আরেকজন বিভিন্ন কোড অপটিমাইজেশন ও তৃতীয় এক কর্মী মিটিংয়ের বিবরণী তৈরি করেন।
চ্যাটজিপিটির বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানার পর কর্মীদের চ্যাটজিপিটি প্রম্পটের দৈর্ঘ্য এক কিলোবাইট বা ১ হাজার ২৪ অক্ষরের মধ্যে টেক্সট সীমিত করেছে স্যামসাং। ভবিষ্যতে এমন ভুল কমিয়ে আনারও চেষ্টা করার পাশাপাশি ওই তিন কর্মীর বিরুদ্ধে তদন্তের কথাও জানিয়েছে স্যামসাং। এমন ভুল প্রতিরোধে নিজস্ব চ্যাটবট বানানোর কথা ভাবছে কোম্পানিটি।
এর আগে, চ্যাটজিপিটিতে নতুন একটি ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে অন্য ব্যবহারকারীদের কথোপকথনের শিরোনাম দেখতে পেয়েছেন কিছু ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া সাইট রেডিট এবং টুইটারে কিছু ব্যবহারকারী তাঁদের চ্যাটজিপিটিতে চ্যাটের ইতিহাসের কিছু স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে দেখা যায় চ্যাটের তথ্যগুলো তাঁদের নয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমরা বিব্রত বোধ করছি, তবে এই ত্রুটি সংশোধন করা হয়েছে।’ অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটির গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। গত নভেম্বরে এটি চালু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ বার্তা খসড়া করতে, গান লিখতে, এমনকি কোড করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।
চ্যাটজিপিটিতে প্রতিটি চ্যাটের হিস্ট্রি সংরক্ষণ করা হয়, যা পরে আবার দেখা যায়। তবে গত ২০ মার্চ থেকে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট হিস্ট্রিতে যে চ্যাটগুলো দেখতে পাচ্ছিলেন, সেগুলো তাঁদের নয়। রেডিটে একজন ব্যবহারকারী তাঁর চ্যাটের ইতিহাসের একটি ছবি শেয়ার করেছেন, যার শিরোনাম—চীনের সমাজতন্ত্র উন্নয়ন। পুরো কথোপকথনটি মান্দারিন ভাষায় করা হয়েছে। পরবর্তীকালে চ্যাটজিপিটি ত্রুটি ঠিক করার কথা জানায়। এ ছাড়া, ব্যবহারকারীরা শুধু অন্যের চ্যাটের টাইটেল দেখতে পেয়েছিলেন। চ্যাট পড়তে পারেননি।
কর্মীদের জন্য চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবট ব্যবহার নিষিদ্ধ করেছে টেক জায়ান্ট স্যামসাং। তবে শুধু মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এআই পরিষেবার মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা ও সুযোগ-সুবিধা কীভাবে উন্নত করা সেই উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। যথাযথ পদক্ষেপ নেওয়ার আগে সাময়িকভাবে কোম্পানির সংশ্লিষ্ট কম্পিউটার বা ডিভাইসে জেনারেটিভ এআই পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
গত মাসে স্যামসাংয়ের কয়েকজন কর্মী তাঁদের কাজ সহজ করে নিতে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। ফলে, স্যামসাংয়ের বেশ কয়েকজন কর্মীর কারণে কোম্পানির স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল।
প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি দিয়ে নানাবিধ কাজ করানো সম্ভব। তবে এটিকে কোনো গুরুত্বপূর্ণ নথি সংক্ষেপ করতে দেওয়ারে আগে বা ত্রুটি যাচাইয়ের বেলায় মাথায় রাখা উচিত এতে ব্যবহৃত ডেটা এই ল্যাংগুয়েজ মডেলটিকে প্রশিক্ষণ দিতে বা অন্যান্য ব্যবহারকারীর প্রশ্নের জবাব হিসেবে দেখা যেতে পারে। ফলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থেকে যায়।
‘দ্য ইকোনমিস্ট কোরিয়া’র প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগ কোম্পানির প্রকৌশলীদের চ্যাটজিপিটি ব্যবহারের অনুমোদনের পর অন্তত তিন বার কোম্পানির কর্মীরা এতে বিভিন্ন কাজ করিয়ে নিতে গিয়ে গোপন তথ্য ফাঁস করেন। এক কর্মী বিভিন্ন ত্রুটির জন্য ডেটাবেইজ সোর্স কোড যাচাইয়ের জন্য চ্যাটজিপিটির সাহায্য নেন, আরেকজন বিভিন্ন কোড অপটিমাইজেশন ও তৃতীয় এক কর্মী মিটিংয়ের বিবরণী তৈরি করেন।
চ্যাটজিপিটির বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানার পর কর্মীদের চ্যাটজিপিটি প্রম্পটের দৈর্ঘ্য এক কিলোবাইট বা ১ হাজার ২৪ অক্ষরের মধ্যে টেক্সট সীমিত করেছে স্যামসাং। ভবিষ্যতে এমন ভুল কমিয়ে আনারও চেষ্টা করার পাশাপাশি ওই তিন কর্মীর বিরুদ্ধে তদন্তের কথাও জানিয়েছে স্যামসাং। এমন ভুল প্রতিরোধে নিজস্ব চ্যাটবট বানানোর কথা ভাবছে কোম্পানিটি।
এর আগে, চ্যাটজিপিটিতে নতুন একটি ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে অন্য ব্যবহারকারীদের কথোপকথনের শিরোনাম দেখতে পেয়েছেন কিছু ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া সাইট রেডিট এবং টুইটারে কিছু ব্যবহারকারী তাঁদের চ্যাটজিপিটিতে চ্যাটের ইতিহাসের কিছু স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে দেখা যায় চ্যাটের তথ্যগুলো তাঁদের নয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমরা বিব্রত বোধ করছি, তবে এই ত্রুটি সংশোধন করা হয়েছে।’ অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটির গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। গত নভেম্বরে এটি চালু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ বার্তা খসড়া করতে, গান লিখতে, এমনকি কোড করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।
চ্যাটজিপিটিতে প্রতিটি চ্যাটের হিস্ট্রি সংরক্ষণ করা হয়, যা পরে আবার দেখা যায়। তবে গত ২০ মার্চ থেকে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট হিস্ট্রিতে যে চ্যাটগুলো দেখতে পাচ্ছিলেন, সেগুলো তাঁদের নয়। রেডিটে একজন ব্যবহারকারী তাঁর চ্যাটের ইতিহাসের একটি ছবি শেয়ার করেছেন, যার শিরোনাম—চীনের সমাজতন্ত্র উন্নয়ন। পুরো কথোপকথনটি মান্দারিন ভাষায় করা হয়েছে। পরবর্তীকালে চ্যাটজিপিটি ত্রুটি ঠিক করার কথা জানায়। এ ছাড়া, ব্যবহারকারীরা শুধু অন্যের চ্যাটের টাইটেল দেখতে পেয়েছিলেন। চ্যাট পড়তে পারেননি।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
৪ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
৬ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
১১ ঘণ্টা আগে