অনলাইন ডেস্ক
আইফোনের অপারেটিং সিস্টেমের (আইওএস) ১৭.৪ বেটা সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। এর মধ্যে নতুন সব ইমোজিসহ অ্যাপল পডকাস্ট, গেমিং, সিরিসহ ডিভাইসের নিরাপত্তায় নতুন ফিচার যুক্ত হয়েছে।
আগামী বসন্তে আইওএস ১৭.৪ মূল সংস্করণ আসবে বলে ধারণা করা হচ্ছে। বেটা সংস্করণে সাধারণত ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে এই সংস্করণ থেকেই বোঝা যায়, মূল আপডেটে কোন কোন নতুন ফিচার যুক্ত বা বাদ হবে।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) কার্যকর হওয়ার কারণে অ্যাপলের কিছু কিছু ফিচার শুধু ইউরোপের গ্রাহকদের জন্য নিয়ে আসা হতে পারে।
১. নতুন ইমোজি
আইওএস ১৭ দশমিক ৪ আপডেটে ১১৮টি নতুন ইমোজি যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে ফিনিক্স (রূপকথার একধরনের পাখি), কাটা লেবু, মাশরুম ও ভাঙা চেইনের মতো বিভিন্ন মজাদার ইমোজি।
২. অ্যাপল পডকাস্টে অটো জেনারেটেড ট্র্যান্সক্রিপ্ট
অ্যাপল পডকাস্টে নতুন ‘অটো জেনারেটেড ট্র্যান্সক্রিপ্ট’ ফিচার নিয়ে আসা হচ্ছে। এর মাধ্যমে পডকাস্টটির একটি লিখিত প্রতিলিপি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। ফলে পডকাস্টগুলো শোনার পাশাপাশি স্ক্রিন থেকে পড়ে নিতেও পারবে গ্রাহকেরা।
ফিচারটি সম্পর্কে এক প্রেস বিজ্ঞপ্তিতে টেক জায়ান্টটি বলছে, ‘যখন কোনো এপিসোড চালু হবে, তার সঙ্গে সঙ্গে প্রতিটি শব্দ হাইলাইট করা হবে। ফলে পছন্দের পডকাস্টারদের কথা বলার সঙ্গে সঙ্গে নিজেও লেখাগুলো পড়তে পারবেন।’
৩. অ্যাপল অ্যাপ স্টোরে গেম স্ট্রিমিং
গেম স্ট্রিম করার জন্য এনভিডিয়ার জিফোর্স নাও ও এক্সবক্সের ক্লাউড গেমিংয়ের মতো নির্দিষ্ট কিছু অ্যাপ থাকবে অ্যাপল অ্যাপ স্টোরে। এরফলে যারা আইফোন ও আইপ্যাডের মাধ্যমে গেম খেলে, তাদের আর গেমিংয়ের জন্য ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে না। ফিচারটি যুক্ত করা ফলে আইফোন ও আইপ্যাডে গেম খেলা আরও সুবিধাজনক হবে।
৪. স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচার
হারিয়ে যাওয়া ডিভাইসের সুরক্ষার জন্য নতুন প্রতিরক্ষামূলক ফিচার নিয়ে এসেছে অ্যাপল। এই স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচারে আরেকটি অপশন যুক্ত করবে কোম্পানিটি। এই অপশন চালু করলে কোনো পরিচিত পরিবেশে না থাকলে (যেমন—ঘর বা অফিস), ডিভাইসটি একটি ভিন্ন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে চালু করে। এর ফলে ফোনটি একটি অতিরিক্ত সুবিধা পাবে।
৫. বিভিন্ন ভাষায় মেসেজ পড়বে সিরি
আইওএস ১৭ দশমিক ৪ বেটা সংস্করণে বিভিন্ন ভাষায় মেসেজ পড়ে শোনাতে পারবে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি। এর ফলে নির্দিষ্ট ভাষায় মেসেজ পড়ার জন্য সিরির সেটিংসকে গ্রাহকেরা পরিবর্তন করতে পারবে। ফরাসি, স্প্যানিশ, জার্মান, চায়নিজসহ বিভিন্ন ভাষায় মেসেজ পড়তে পারবে সিরি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, মেসেজের ক্ষেত্রে এই সেটিংস পরিবর্তন করলেও সিরি যে প্রধান ভাষায় গ্রাহকের কথার জবাব দেয় তার পরিবর্তন হবে না।
এসব ছাড়া ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের জন্য ফিচারযুক্ত করবে অ্যাপল। যেমন— আইফোনে অ্যাপল ছাড়াও অন্য অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা আনা হবে নতুন আপডেটে।
তথ্যসূত্র: ম্যাশাবল
আইফোনের অপারেটিং সিস্টেমের (আইওএস) ১৭.৪ বেটা সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। এর মধ্যে নতুন সব ইমোজিসহ অ্যাপল পডকাস্ট, গেমিং, সিরিসহ ডিভাইসের নিরাপত্তায় নতুন ফিচার যুক্ত হয়েছে।
আগামী বসন্তে আইওএস ১৭.৪ মূল সংস্করণ আসবে বলে ধারণা করা হচ্ছে। বেটা সংস্করণে সাধারণত ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে এই সংস্করণ থেকেই বোঝা যায়, মূল আপডেটে কোন কোন নতুন ফিচার যুক্ত বা বাদ হবে।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) কার্যকর হওয়ার কারণে অ্যাপলের কিছু কিছু ফিচার শুধু ইউরোপের গ্রাহকদের জন্য নিয়ে আসা হতে পারে।
১. নতুন ইমোজি
আইওএস ১৭ দশমিক ৪ আপডেটে ১১৮টি নতুন ইমোজি যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে ফিনিক্স (রূপকথার একধরনের পাখি), কাটা লেবু, মাশরুম ও ভাঙা চেইনের মতো বিভিন্ন মজাদার ইমোজি।
২. অ্যাপল পডকাস্টে অটো জেনারেটেড ট্র্যান্সক্রিপ্ট
অ্যাপল পডকাস্টে নতুন ‘অটো জেনারেটেড ট্র্যান্সক্রিপ্ট’ ফিচার নিয়ে আসা হচ্ছে। এর মাধ্যমে পডকাস্টটির একটি লিখিত প্রতিলিপি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। ফলে পডকাস্টগুলো শোনার পাশাপাশি স্ক্রিন থেকে পড়ে নিতেও পারবে গ্রাহকেরা।
ফিচারটি সম্পর্কে এক প্রেস বিজ্ঞপ্তিতে টেক জায়ান্টটি বলছে, ‘যখন কোনো এপিসোড চালু হবে, তার সঙ্গে সঙ্গে প্রতিটি শব্দ হাইলাইট করা হবে। ফলে পছন্দের পডকাস্টারদের কথা বলার সঙ্গে সঙ্গে নিজেও লেখাগুলো পড়তে পারবেন।’
৩. অ্যাপল অ্যাপ স্টোরে গেম স্ট্রিমিং
গেম স্ট্রিম করার জন্য এনভিডিয়ার জিফোর্স নাও ও এক্সবক্সের ক্লাউড গেমিংয়ের মতো নির্দিষ্ট কিছু অ্যাপ থাকবে অ্যাপল অ্যাপ স্টোরে। এরফলে যারা আইফোন ও আইপ্যাডের মাধ্যমে গেম খেলে, তাদের আর গেমিংয়ের জন্য ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে না। ফিচারটি যুক্ত করা ফলে আইফোন ও আইপ্যাডে গেম খেলা আরও সুবিধাজনক হবে।
৪. স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচার
হারিয়ে যাওয়া ডিভাইসের সুরক্ষার জন্য নতুন প্রতিরক্ষামূলক ফিচার নিয়ে এসেছে অ্যাপল। এই স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচারে আরেকটি অপশন যুক্ত করবে কোম্পানিটি। এই অপশন চালু করলে কোনো পরিচিত পরিবেশে না থাকলে (যেমন—ঘর বা অফিস), ডিভাইসটি একটি ভিন্ন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে চালু করে। এর ফলে ফোনটি একটি অতিরিক্ত সুবিধা পাবে।
৫. বিভিন্ন ভাষায় মেসেজ পড়বে সিরি
আইওএস ১৭ দশমিক ৪ বেটা সংস্করণে বিভিন্ন ভাষায় মেসেজ পড়ে শোনাতে পারবে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি। এর ফলে নির্দিষ্ট ভাষায় মেসেজ পড়ার জন্য সিরির সেটিংসকে গ্রাহকেরা পরিবর্তন করতে পারবে। ফরাসি, স্প্যানিশ, জার্মান, চায়নিজসহ বিভিন্ন ভাষায় মেসেজ পড়তে পারবে সিরি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, মেসেজের ক্ষেত্রে এই সেটিংস পরিবর্তন করলেও সিরি যে প্রধান ভাষায় গ্রাহকের কথার জবাব দেয় তার পরিবর্তন হবে না।
এসব ছাড়া ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের জন্য ফিচারযুক্ত করবে অ্যাপল। যেমন— আইফোনে অ্যাপল ছাড়াও অন্য অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা আনা হবে নতুন আপডেটে।
তথ্যসূত্র: ম্যাশাবল
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৫ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৫ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৯ ঘণ্টা আগে