অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয় ছবি ও ভিডিও সংরক্ষনের অ্যাপ গুগল ফটোজ। এর মাধ্যমে ছবি ও ভিডিও এডিটও করা যায়। সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কয়েকটি টুল যুক্ত করেছে গুগল। যার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো চমৎকারভাবে এডিট করা যাবে। টুলটি ভিডিও এডিটিংয়ের বিষয়টি আরও সহজ করবে।
গুগল ফটোজের কোনো ভিডিওতে এখন ‘এডিট’ বাটনে ট্যাপ করলে টুলগুলো সহজেই দেখা যাবে। এতে ‘অটো ইনহ্যানস’ বাটন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ফুটেজের রং ও মান আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে অ্যাপটি।
নতুন স্পিড টুলও যুক্ত করেছে গুগল যা দিয়ে ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায়। অ্যাপটির ট্রিম টুলটি আপডেট করা হয়েছে, যাতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিডিওর ফুটেজ সঠিকভাবে কাটা যায়।
গুগল ফটোজের ভিডিও এডিটের টুলে কতগুলো ভিডিও ‘প্রিসেট’ থাকবে। প্রিসেটগুলো স্বয়ংক্রিভাবে ভিডিও ফুটেজ কাটতে, আলো সামঞ্জস্যপূর্ণ করতে, গতি বাড়াতে–কমাতে এবং গতিশীল মোশন ট্র্যাকিং বা জুমের মতো ইফেক্ট প্রয়োগ করতে সাহায্য করবে।
গুগল ফটোজ ছবি সম্পাদনার জন্য নতুন ফিচার যোগ করলেও অ্যাপে উন্নতমানের ভিডিও এডিটের ফিচারের অভাব ছিল। এ কারণে অনেক ব্যবহারকারী ভিডিও এডিট করতে টিকটক ও ইনস্টাগ্রামের মতো তৃতীয় পক্ষের অ্যাপের দিকে ঝুঁকেছিলেন। তবে নতুন এআই ফিচারগুলো অ্যাপটিকে আরও অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় করে তুলবে।
ভিডিও এডিটের ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে টুলগুলো ছাড়া হবে।
গত এপ্রিল মাসে ‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ এআই টুল গুগল ফটোজে যুক্ত করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্খিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা ও ছবির আলোর উৎসও পরিবর্তন করা সম্ভব। এর আগে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররাই শুধু এসব টুল ব্যবহার করতে পারতেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস
অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয় ছবি ও ভিডিও সংরক্ষনের অ্যাপ গুগল ফটোজ। এর মাধ্যমে ছবি ও ভিডিও এডিটও করা যায়। সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কয়েকটি টুল যুক্ত করেছে গুগল। যার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো চমৎকারভাবে এডিট করা যাবে। টুলটি ভিডিও এডিটিংয়ের বিষয়টি আরও সহজ করবে।
গুগল ফটোজের কোনো ভিডিওতে এখন ‘এডিট’ বাটনে ট্যাপ করলে টুলগুলো সহজেই দেখা যাবে। এতে ‘অটো ইনহ্যানস’ বাটন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ফুটেজের রং ও মান আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে অ্যাপটি।
নতুন স্পিড টুলও যুক্ত করেছে গুগল যা দিয়ে ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায়। অ্যাপটির ট্রিম টুলটি আপডেট করা হয়েছে, যাতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিডিওর ফুটেজ সঠিকভাবে কাটা যায়।
গুগল ফটোজের ভিডিও এডিটের টুলে কতগুলো ভিডিও ‘প্রিসেট’ থাকবে। প্রিসেটগুলো স্বয়ংক্রিভাবে ভিডিও ফুটেজ কাটতে, আলো সামঞ্জস্যপূর্ণ করতে, গতি বাড়াতে–কমাতে এবং গতিশীল মোশন ট্র্যাকিং বা জুমের মতো ইফেক্ট প্রয়োগ করতে সাহায্য করবে।
গুগল ফটোজ ছবি সম্পাদনার জন্য নতুন ফিচার যোগ করলেও অ্যাপে উন্নতমানের ভিডিও এডিটের ফিচারের অভাব ছিল। এ কারণে অনেক ব্যবহারকারী ভিডিও এডিট করতে টিকটক ও ইনস্টাগ্রামের মতো তৃতীয় পক্ষের অ্যাপের দিকে ঝুঁকেছিলেন। তবে নতুন এআই ফিচারগুলো অ্যাপটিকে আরও অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় করে তুলবে।
ভিডিও এডিটের ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে টুলগুলো ছাড়া হবে।
গত এপ্রিল মাসে ‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ এআই টুল গুগল ফটোজে যুক্ত করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্খিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা ও ছবির আলোর উৎসও পরিবর্তন করা সম্ভব। এর আগে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররাই শুধু এসব টুল ব্যবহার করতে পারতেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে