অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে চিকন মেমোরি চিপ উন্মোচন করল স্যামসাং। চিপটির পুরুত্ব শূন্য দশমিক ৬৫ এমএম (মিলিমিটার)। অর্থাৎ এটি নখের মতো চিকন। হাই এন্ড বা দামি স্মার্টফোনে এই চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হয়।
এটি একটি এলপিডিডিআর ৫ এক্স ডিআরএএম (ডাইনামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি) চিপ। এটি সাধারণ নিউরাল প্রসেসিং ইউনিটের জন্য (এনপিইউ) ব্যবহার করা হয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসেসিংয়ের জন্য এই ইউনিট ব্যবহৃত হয়।
১২ জিবি ও ১৬ জিবি সংস্করণে চিপটি পাওয়া যাবে। চারটি স্তর দিয়ে চিপটি তৈরি করা হয়েছে। প্রতিটি স্তরে দুটি করে এলপিডিডিআর ডিআরএএম চিপ রয়েছে। চিপটি অনেক চিকন হওয়ার কারণে মোবাইল ফোনে কম জায়গা দখল করবে। ফলে আরও ভালোভাবে ডিভাইস থেকে তাপ বের হয়ে যাবে।
নতুন মেমোরি চিপটি আগের প্রজন্মের এলপিডিডিআর চিপের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেশি তাপ প্রতিরোধী বলে দাবি করেছে স্যামসাং।
চিপের উচ্চতা কমাতে স্যামসাং প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), এপোক্সি মোল্ডিং কমপাউন্ড (ইএমসি) ও ব্যাক-ল্যাপিং প্রক্রিয়াকে পরিবর্তন করেছে। শিগগির স্মার্টফোন নির্মাতাদের কাছে তার নতুন চিপ সরবরাহ শুরু করার পরিকল্পনা করছে কোম্পানিটি।
শিগগির ভবিষ্যতের মোবাইল ডিভাইসগুলোর জন্য ২৪ জিবি (৬ স্তর) ও ৩২ জিবি (৮ স্তর) এলপিডিডিআর তৈরি শুরু করবে বলে ঘোষণা দিয়েছে স্যামসাং।
স্যামসাংয়ের মেমোরি পণ্য পরিকল্পনা দলের এক্সিকিউটিভ ভিপি ইয়ংচেওল বে বলেন, ‘কোম্পানিটির এলপিডিডিআর ডিআরএএম ডিভাইসগুলোতে এআই এর উচ্চ পারফরম্যান্সের জন্য একটি নতুন মান নির্ধারণ করে। এটি শুধু উচ্চতর এলপিডিডিআর পারফরম্যান্সেই নয়, বরং উন্নত তাপ ব্যবস্থাপনাও নিশ্চিত করে।
তিনি আরও বলেন, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ক্রমাগত উদ্ভাবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানি।
তথ্যসূত্র: স্যামমোবাইল
বিশ্বের সবচেয়ে চিকন মেমোরি চিপ উন্মোচন করল স্যামসাং। চিপটির পুরুত্ব শূন্য দশমিক ৬৫ এমএম (মিলিমিটার)। অর্থাৎ এটি নখের মতো চিকন। হাই এন্ড বা দামি স্মার্টফোনে এই চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হয়।
এটি একটি এলপিডিডিআর ৫ এক্স ডিআরএএম (ডাইনামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি) চিপ। এটি সাধারণ নিউরাল প্রসেসিং ইউনিটের জন্য (এনপিইউ) ব্যবহার করা হয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসেসিংয়ের জন্য এই ইউনিট ব্যবহৃত হয়।
১২ জিবি ও ১৬ জিবি সংস্করণে চিপটি পাওয়া যাবে। চারটি স্তর দিয়ে চিপটি তৈরি করা হয়েছে। প্রতিটি স্তরে দুটি করে এলপিডিডিআর ডিআরএএম চিপ রয়েছে। চিপটি অনেক চিকন হওয়ার কারণে মোবাইল ফোনে কম জায়গা দখল করবে। ফলে আরও ভালোভাবে ডিভাইস থেকে তাপ বের হয়ে যাবে।
নতুন মেমোরি চিপটি আগের প্রজন্মের এলপিডিডিআর চিপের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেশি তাপ প্রতিরোধী বলে দাবি করেছে স্যামসাং।
চিপের উচ্চতা কমাতে স্যামসাং প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), এপোক্সি মোল্ডিং কমপাউন্ড (ইএমসি) ও ব্যাক-ল্যাপিং প্রক্রিয়াকে পরিবর্তন করেছে। শিগগির স্মার্টফোন নির্মাতাদের কাছে তার নতুন চিপ সরবরাহ শুরু করার পরিকল্পনা করছে কোম্পানিটি।
শিগগির ভবিষ্যতের মোবাইল ডিভাইসগুলোর জন্য ২৪ জিবি (৬ স্তর) ও ৩২ জিবি (৮ স্তর) এলপিডিডিআর তৈরি শুরু করবে বলে ঘোষণা দিয়েছে স্যামসাং।
স্যামসাংয়ের মেমোরি পণ্য পরিকল্পনা দলের এক্সিকিউটিভ ভিপি ইয়ংচেওল বে বলেন, ‘কোম্পানিটির এলপিডিডিআর ডিআরএএম ডিভাইসগুলোতে এআই এর উচ্চ পারফরম্যান্সের জন্য একটি নতুন মান নির্ধারণ করে। এটি শুধু উচ্চতর এলপিডিডিআর পারফরম্যান্সেই নয়, বরং উন্নত তাপ ব্যবস্থাপনাও নিশ্চিত করে।
তিনি আরও বলেন, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ক্রমাগত উদ্ভাবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানি।
তথ্যসূত্র: স্যামমোবাইল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে