প্রযুক্তি ডেস্ক
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন করে বিধিনিষেধ আরোপের আইন করছে অস্ট্রেলিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সী কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলে লাগবে তাদের মা-বাবার অনুমতি। এই বিধিনিষেধ বাস্তবায়নে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগত তাগিদ দিয়ে যাচ্ছে তারা। না হলে প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে জরিমানা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকার শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম আসক্তি মোকাবিলায় নতুন এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই নীতিমালা বাস্তবায়নে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ব্যবহারকারীদের বয়স নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। তাই বয়স নির্ধারণে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, রেডিটসহ বিভিন্ন অ্যাপের প্রয়োজন তার ব্যবহারকারীদের তথ্য। এই বিধিনিষেধ অস্ট্রেলিয়ার বিগ টেকের লাগাম টেনে ধরার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
শুধু তাই নয়, এই পদক্ষেপ কার্যকর হলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারাই হবে সবচেয়ে এগিয়ে থাকা দেশ। দেশটির সরকার এরই মধ্যে মিডিয়া আউটলেটের জন্য বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করেছে। একই সঙ্গে ভুল ও মানহানিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে মামলা করার মতো কঠোর পরিকল্পনাও করছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল মাইকেলিয়া ক্যাশ এক বিবৃতিতে বলেন, তথ্যের গোপনীয়তা রাখতেই আমাদের এই প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ফেসবুকের এক সাবেক কর্মচারী কোম্পানিটির কিছু গোপন নথি ফাঁস করেন। সেখানে বলা হয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা করার চেয়ে কোম্পানিটি তার আর্থিক লাভের দিকেই বেশি গুরুত্ব দেয়। বিষয়টি নিয়ে এখনো মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভের মুখে রয়েছে ফেসবুক।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধবিষয়ক সহকারী মন্ত্রী ডেভিড কোলম্যান বলেছেন, ফেসবুকের নিজেদের গবেষণাতেই ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড তরুণদের জন্য কতটা ভয়াবহ। এ থেকে আমাদের তরুণদের রক্ষা করতেই আমাদের এই পদক্ষেপ।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফেসবুকের পাবলিক পলিসির পরিচালক মিয়া গার্লিক জানান, অস্ট্রেলিয়ার এই আইন বর্তমান উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে যুগোপযোগী।
এই আইন ভঙ্গ করলে যেকোনো সোশ্যাল মিডিয়াকে গুনতে হবে তাদের বার্ষিক টার্নওভারের ১০ শতাংশ অথবা ১ কোটি (১০ মিলিয়ন) ডলার। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করা হয়েছে ২১ লাখ (২ দশমিক ১ মিলিয়ন) ডলার।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন করে বিধিনিষেধ আরোপের আইন করছে অস্ট্রেলিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সী কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলে লাগবে তাদের মা-বাবার অনুমতি। এই বিধিনিষেধ বাস্তবায়নে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগত তাগিদ দিয়ে যাচ্ছে তারা। না হলে প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে জরিমানা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকার শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম আসক্তি মোকাবিলায় নতুন এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই নীতিমালা বাস্তবায়নে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ব্যবহারকারীদের বয়স নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। তাই বয়স নির্ধারণে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, রেডিটসহ বিভিন্ন অ্যাপের প্রয়োজন তার ব্যবহারকারীদের তথ্য। এই বিধিনিষেধ অস্ট্রেলিয়ার বিগ টেকের লাগাম টেনে ধরার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
শুধু তাই নয়, এই পদক্ষেপ কার্যকর হলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারাই হবে সবচেয়ে এগিয়ে থাকা দেশ। দেশটির সরকার এরই মধ্যে মিডিয়া আউটলেটের জন্য বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করেছে। একই সঙ্গে ভুল ও মানহানিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে মামলা করার মতো কঠোর পরিকল্পনাও করছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল মাইকেলিয়া ক্যাশ এক বিবৃতিতে বলেন, তথ্যের গোপনীয়তা রাখতেই আমাদের এই প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ফেসবুকের এক সাবেক কর্মচারী কোম্পানিটির কিছু গোপন নথি ফাঁস করেন। সেখানে বলা হয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা করার চেয়ে কোম্পানিটি তার আর্থিক লাভের দিকেই বেশি গুরুত্ব দেয়। বিষয়টি নিয়ে এখনো মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভের মুখে রয়েছে ফেসবুক।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধবিষয়ক সহকারী মন্ত্রী ডেভিড কোলম্যান বলেছেন, ফেসবুকের নিজেদের গবেষণাতেই ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড তরুণদের জন্য কতটা ভয়াবহ। এ থেকে আমাদের তরুণদের রক্ষা করতেই আমাদের এই পদক্ষেপ।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফেসবুকের পাবলিক পলিসির পরিচালক মিয়া গার্লিক জানান, অস্ট্রেলিয়ার এই আইন বর্তমান উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে যুগোপযোগী।
এই আইন ভঙ্গ করলে যেকোনো সোশ্যাল মিডিয়াকে গুনতে হবে তাদের বার্ষিক টার্নওভারের ১০ শতাংশ অথবা ১ কোটি (১০ মিলিয়ন) ডলার। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করা হয়েছে ২১ লাখ (২ দশমিক ১ মিলিয়ন) ডলার।
সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ‘ব্লুস্কাই’ শব্দটি বেশ চোখে পড়ছে। তাই এই সম্পর্কে আগ্রহ জন্মেছে অনেকের। ব্লুস্কাই মূলত একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম, যা ইলন মাস্কের ‘এক্স’ (সাবেক টুইটার) এর বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে চলতি বছরের মার্কিন নির্বাচনের পর এটি আরও
১১ মিনিট আগেষড়যন্ত্র তত্ত্ববিদ প্রচারক অ্যালেক্স জোন্সের প্ল্যাটফর্ম ইনফোওয়ার্স কিনতে যাচ্ছে প্যারোডি নিউজ ওয়েবসাইট দ্য অনিয়ন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য অনিয়ন জানিয়েছে, তারা ‘তুলনামূলক কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের’ মাধ্যমে ইনফোওয়ার্সের ‘বিভ্রান্তিকর তথ্যের লাগাতার স্রোত’ প্রতিস্থাপন করতে চায়।
১২ ঘণ্টা আগেদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
১৬ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
১৭ ঘণ্টা আগে