সুপ্রিয় সিকদার, ঢাকা
২০২১ সালে ভারতে প্রথম বাজারে আসে টিভিএস কোম্পানির টিভিএস রাইডার ১২৫ সিসির বাইকটি। ভারতের বাজারে ইতিবাচক প্রভাব ফেলে এরই মধ্যে দেশের বাজারে নিজের জায়গা দখল করে নিয়েছে এই কমিউটার বাইক। বাইকপ্রেমীদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে স্পোর্টিং লুকের এই বাইক। অনেকেই বলছেন, ন্যাকেড স্পোর্টিং লুকের বাইকটি মার্কেট কাঁপাবে। টিভিএস অটোর সব শোরুমেই প্রি-বুকিংয়ের মাধ্যমে বাইকটি এখন পাওয়া যাচ্ছে।
টিভিএস রাইডার বাইকটিতে রয়েছে টিভিএস ফোর-ভির ডিজাইনের মতো সুন্দর হেডলাইট। এটি বাইকটিতে একটি এগ্রেসিভ লুক দেয়। হেডলাইটে থাকছে এলইডি ডিআরএল লাইট। পাশাপাশি এলইডি এই হেড লাইটের আলোও রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট। টেল লাইটেও আনা হয়েছে নতুনত্ব। নতুন এই বাইকে রয়েছে ইউনিক ডিজাইন, স্প্লিট সিট (টু পার্ট সিট), টায়ার সাইজ, সাইলেন্সার পাইপের ধরনেও এনেছে ব্যাপক পরিবর্তন। বাইকটির সবচেয়ে মজার বিষয় নেগেটিভ মিটার, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রয়েছে হেলমেট অ্যালার্ম, যা বাইকে বসার পর আপনাকে হেলমেট পরার কথা স্মরণ করিয়ে দেবে। রয়েছে গিয়ার ইন্ডিকেটর।
১২৫ সিসি সেগমেন্টের বাইকটিতে রয়েছে সামনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক। বাইকটিতে পুরোপুরি স্পোর্টস লুক দেওয়ার জন্য রয়েছে একটি ইঞ্জিন গার্ড। রয়েছে আই টাচ টেকনোলজি। এর ফলে শুধু সেলফ সুইচের চাপেই স্টার্ট হবে বাইকটি।
সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজির (এসবিটি) ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এটি থাকায় অনেকটা সিবিএসের মতো ব্রেকিং কাজ করে, যা ১২৫ সিসি সেগমেন্টের কমিউটার বাইকের মধ্যে অন্যতম। ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এই বাইকের সিটের উচ্চতা ৭৮০ মিলিমিটার। ফলে যেকোনো উচ্চতার মানুষ সহজে বাইকটি রাইড করতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে।
১০ লিটার তেল ধারণক্ষমতার বাইকটিতে রয়েছে সামনে ৮০/১০০ এবং পেছনে ১০০/৯০ সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে টেলিস্কোপ সাসপেনশন।
বাইকটির ইঞ্জিনেও রয়েছে বিশেষত্ব। রয়েছে এয়ার এবং ওয়েল কুলিং সিস্টেম। কার্বুরেটর ইঞ্জিনে রয়েছে ফোর-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। যেটা ১২ দশমিক ৭ বিএইচপি ৬০০০ আরপিএম ক্ষমতা তৈরি করতে পারে এবং টর্ক ১১ দশমিক ৫ এনএম। ফলে বলা যেতেই পারে বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী মোটরবাইক। রয়েছে ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন।
সিটি রাইডে এক লিটার তেলে ৪৮ থেকে ৫০ কিলোমিটার মাইলেজ পাবেন। বাইকটির পিলিয়ন (পেছনে যে বসে) বসার সিট বেশ আরামদায়ক। এর টু-পার্ট সিট এবং ফোম বেশ আরামদায়ক। ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা দামের এই বাইক বর্তমানে বাংলাদেশের বাজারে STRIKING RED, BLAZING BLUE, WICKED BLACK এবং FIERY YELLOW রঙে পাওয়া যাচ্ছে।
২০২১ সালে ভারতে প্রথম বাজারে আসে টিভিএস কোম্পানির টিভিএস রাইডার ১২৫ সিসির বাইকটি। ভারতের বাজারে ইতিবাচক প্রভাব ফেলে এরই মধ্যে দেশের বাজারে নিজের জায়গা দখল করে নিয়েছে এই কমিউটার বাইক। বাইকপ্রেমীদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে স্পোর্টিং লুকের এই বাইক। অনেকেই বলছেন, ন্যাকেড স্পোর্টিং লুকের বাইকটি মার্কেট কাঁপাবে। টিভিএস অটোর সব শোরুমেই প্রি-বুকিংয়ের মাধ্যমে বাইকটি এখন পাওয়া যাচ্ছে।
টিভিএস রাইডার বাইকটিতে রয়েছে টিভিএস ফোর-ভির ডিজাইনের মতো সুন্দর হেডলাইট। এটি বাইকটিতে একটি এগ্রেসিভ লুক দেয়। হেডলাইটে থাকছে এলইডি ডিআরএল লাইট। পাশাপাশি এলইডি এই হেড লাইটের আলোও রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট। টেল লাইটেও আনা হয়েছে নতুনত্ব। নতুন এই বাইকে রয়েছে ইউনিক ডিজাইন, স্প্লিট সিট (টু পার্ট সিট), টায়ার সাইজ, সাইলেন্সার পাইপের ধরনেও এনেছে ব্যাপক পরিবর্তন। বাইকটির সবচেয়ে মজার বিষয় নেগেটিভ মিটার, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রয়েছে হেলমেট অ্যালার্ম, যা বাইকে বসার পর আপনাকে হেলমেট পরার কথা স্মরণ করিয়ে দেবে। রয়েছে গিয়ার ইন্ডিকেটর।
১২৫ সিসি সেগমেন্টের বাইকটিতে রয়েছে সামনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক। বাইকটিতে পুরোপুরি স্পোর্টস লুক দেওয়ার জন্য রয়েছে একটি ইঞ্জিন গার্ড। রয়েছে আই টাচ টেকনোলজি। এর ফলে শুধু সেলফ সুইচের চাপেই স্টার্ট হবে বাইকটি।
সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজির (এসবিটি) ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এটি থাকায় অনেকটা সিবিএসের মতো ব্রেকিং কাজ করে, যা ১২৫ সিসি সেগমেন্টের কমিউটার বাইকের মধ্যে অন্যতম। ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এই বাইকের সিটের উচ্চতা ৭৮০ মিলিমিটার। ফলে যেকোনো উচ্চতার মানুষ সহজে বাইকটি রাইড করতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে।
১০ লিটার তেল ধারণক্ষমতার বাইকটিতে রয়েছে সামনে ৮০/১০০ এবং পেছনে ১০০/৯০ সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে টেলিস্কোপ সাসপেনশন।
বাইকটির ইঞ্জিনেও রয়েছে বিশেষত্ব। রয়েছে এয়ার এবং ওয়েল কুলিং সিস্টেম। কার্বুরেটর ইঞ্জিনে রয়েছে ফোর-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। যেটা ১২ দশমিক ৭ বিএইচপি ৬০০০ আরপিএম ক্ষমতা তৈরি করতে পারে এবং টর্ক ১১ দশমিক ৫ এনএম। ফলে বলা যেতেই পারে বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী মোটরবাইক। রয়েছে ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন।
সিটি রাইডে এক লিটার তেলে ৪৮ থেকে ৫০ কিলোমিটার মাইলেজ পাবেন। বাইকটির পিলিয়ন (পেছনে যে বসে) বসার সিট বেশ আরামদায়ক। এর টু-পার্ট সিট এবং ফোম বেশ আরামদায়ক। ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা দামের এই বাইক বর্তমানে বাংলাদেশের বাজারে STRIKING RED, BLAZING BLUE, WICKED BLACK এবং FIERY YELLOW রঙে পাওয়া যাচ্ছে।
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
২ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৩ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৩ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৭ ঘণ্টা আগে