অনলাইন ডেস্ক
বহুল প্রতীক্ষিত ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করলেন টেসলার প্রধান ইলন মাস্ক। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে এই স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির প্রোটোটাইপ দেখানো হয়েছে। ২০২৬ সালের মধ্যে গাড়িটি উৎপাদন শুরু হতে পারে এবং এর দাম ৩০ হাজার ডলারের কম হবে।
টেসলার নতুন রোবোট্যাক্সিতে মাত্র দুটি আসন থাকবে। গাড়িটির দুটি দরজা প্রজাপতির পাখার মতো খুলবে। তবে প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে এর পার্থক্য রয়েছে। ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে গাড়িটি রাস্তায় চলাচল করবে। অন্যান্য স্বচালিত গাড়িতে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়। তবে রোবোট্যাক্সি চলবে ক্যামেরা প্রযুক্তিতে।
সাইবারক্যাবে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। ফলে চালক ছাড়াই গাড়িটি চলতে পারবে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডেলের মতো সাধারণ গাড়ির ফিচারগুলো থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধাও যুক্ত করা হতে পারে এতে।
ইলন মাস্ক বলেছেন, স্বচালিত গাড়িগুলো মানবচালিত গাড়ির তুলনায় ১০-২০ গুণ বেশি নিরাপদ হবে এবং প্রতি মাইলের খরচ দশমিক ২০ ডলারে নেমে আসতে পারে, যেখানে শহরের বাসের খরচ প্রতি মাইল ১ ডলার।
মাস্ক আরও বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাড়িটি জীবন বাঁচাবে, অনেক জীবন এবং আঘাতও প্রতিরোধ করবে।’
টেসলা প্রথমে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় এই গাড়ি চালু করার পরিকল্পনা করছে এবং সাইবারক্যাবের উৎপাদন শুরু হবে ২০২৬ সালে। তবে এই সময়সীমা বেড়ে ২০২৭ সালেও উৎপাদন শুরু হতে পারে। এর পাশাপাশি ‘অপটিমাস’ রোবট তৈরি করছে টেসলা, যা ২০ থেকে ৩০ হাজার ডলারে পাওয়া যেতে পারে। এই রোবট ঘরের বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এরপরত চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু এই দিনেও নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে গতকাল রোবোট্যাক্সি উন্মোচন করেছে কোম্পানিটি।
সাইবারক্যাব বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত সাইবারক্যাব ট্যাক্সি হিসেবে ভাড়া করা যেতে পারে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য একটি বড় পদক্ষেপ হলো টেসলার রোবোট্যাক্সি।
সাইবারক্যাবের পাশাপাশি টেসলা একটি রোবোভ্যান ধারণাও তুলে ধরেছে। এটিও একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি, যা একসঙ্গে ২০ জন পর্যন্ত মানুষের পরিবহন করতে পারবে। সাইবারক্যাব এবং রোবোভ্যান উভয়ই টেসলার স্বচালিত পরিবহন বাজারে প্রবেশের প্রচেষ্টার অংশ। যারা টেসলা নেটওয়ার্কের মাধ্যমে স্বচালিত গাড়ি ব্যবহার বা ভাড়া নিতে চান, তাদের জন্য সাইবারক্যাব একটি ভালো অপশন হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স ও দ্য ভার্জ
বহুল প্রতীক্ষিত ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করলেন টেসলার প্রধান ইলন মাস্ক। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে এই স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির প্রোটোটাইপ দেখানো হয়েছে। ২০২৬ সালের মধ্যে গাড়িটি উৎপাদন শুরু হতে পারে এবং এর দাম ৩০ হাজার ডলারের কম হবে।
টেসলার নতুন রোবোট্যাক্সিতে মাত্র দুটি আসন থাকবে। গাড়িটির দুটি দরজা প্রজাপতির পাখার মতো খুলবে। তবে প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে এর পার্থক্য রয়েছে। ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে গাড়িটি রাস্তায় চলাচল করবে। অন্যান্য স্বচালিত গাড়িতে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়। তবে রোবোট্যাক্সি চলবে ক্যামেরা প্রযুক্তিতে।
সাইবারক্যাবে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। ফলে চালক ছাড়াই গাড়িটি চলতে পারবে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডেলের মতো সাধারণ গাড়ির ফিচারগুলো থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধাও যুক্ত করা হতে পারে এতে।
ইলন মাস্ক বলেছেন, স্বচালিত গাড়িগুলো মানবচালিত গাড়ির তুলনায় ১০-২০ গুণ বেশি নিরাপদ হবে এবং প্রতি মাইলের খরচ দশমিক ২০ ডলারে নেমে আসতে পারে, যেখানে শহরের বাসের খরচ প্রতি মাইল ১ ডলার।
মাস্ক আরও বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাড়িটি জীবন বাঁচাবে, অনেক জীবন এবং আঘাতও প্রতিরোধ করবে।’
টেসলা প্রথমে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় এই গাড়ি চালু করার পরিকল্পনা করছে এবং সাইবারক্যাবের উৎপাদন শুরু হবে ২০২৬ সালে। তবে এই সময়সীমা বেড়ে ২০২৭ সালেও উৎপাদন শুরু হতে পারে। এর পাশাপাশি ‘অপটিমাস’ রোবট তৈরি করছে টেসলা, যা ২০ থেকে ৩০ হাজার ডলারে পাওয়া যেতে পারে। এই রোবট ঘরের বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এরপরত চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু এই দিনেও নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে গতকাল রোবোট্যাক্সি উন্মোচন করেছে কোম্পানিটি।
সাইবারক্যাব বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত সাইবারক্যাব ট্যাক্সি হিসেবে ভাড়া করা যেতে পারে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য একটি বড় পদক্ষেপ হলো টেসলার রোবোট্যাক্সি।
সাইবারক্যাবের পাশাপাশি টেসলা একটি রোবোভ্যান ধারণাও তুলে ধরেছে। এটিও একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি, যা একসঙ্গে ২০ জন পর্যন্ত মানুষের পরিবহন করতে পারবে। সাইবারক্যাব এবং রোবোভ্যান উভয়ই টেসলার স্বচালিত পরিবহন বাজারে প্রবেশের প্রচেষ্টার অংশ। যারা টেসলা নেটওয়ার্কের মাধ্যমে স্বচালিত গাড়ি ব্যবহার বা ভাড়া নিতে চান, তাদের জন্য সাইবারক্যাব একটি ভালো অপশন হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স ও দ্য ভার্জ
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে