অনলাইন ডেস্ক
এক্সের (সাবেক টুইটার) পোস্টে বা কমেন্টে কোনো অ্যাকাউন্টকে উল্লেখ বা ট্যাগ করতে ইউজারনাম ব্যবহার করা হয়। কম সময়ের মধ্যে দ্রুত এক্স অ্যাকাউন্ট খোলার সময় ভালো ইউজারনেম নির্বাচন করেন না অনেকেই। তবে এক্স ব্যবহারকারীদের জন্য ইউজারনেম পরিবর্তনের সুযোগ রয়েছে, যা এক্সে পরিচিতি আপডেট করতে সাহায্য করে। এই ফিচারের মাধ্যমে ইউজারনেম নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন।
এক্সের ইউজারনেম ও প্রোফাইল নাম আলাদা বিষয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়। থাকে। এক্স অ্যাকাউন্টের পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজারনেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ ও অনন্য।
ইউজারনেম তৈরির কোনো নিয়ম নেই। এমনকি ইউজারনেমে স্পেসও যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের নাম, বিশেষ দিন ইত্যাদিও ব্যবহার করতে পারেন।
ওয়েব ব্রাইজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজারনেম পরিবর্তন করা হতো।
কম্পিউটার থেকে এক্সের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
১. এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. বামপাশের মেনু থেকে ‘মোর’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করুন ও এরপর ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন ও ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন।
৬. ‘ইউজারনেম’ নির্বাচন করুন।
৭. ইউজারনেম এর নিচে নতুন ইউজারনেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম তৈরির সময় কোন কোন ইউজারনেম অন্যরা ব্যবহার করছে তা জানাবে এক্স।
এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজারনেম পরিবর্তন করুন
আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজারনেম পরিবর্তনের প্রক্রিয়া একই।
১. এক্স চালু করুন এবং আপনার প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন।
৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন ইউজারনেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন ইউজারনেম টাইপ করুন এবং তারপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
এবারেও যেসব ইউজারনেম অন্যরা ইতিমধ্যে ব্যবহার করছে সে সম্পর্কে এক্স সতর্ক করবে এবং বিকল্প নামের প্রস্তাব দেবে।
এক্সের (সাবেক টুইটার) পোস্টে বা কমেন্টে কোনো অ্যাকাউন্টকে উল্লেখ বা ট্যাগ করতে ইউজারনাম ব্যবহার করা হয়। কম সময়ের মধ্যে দ্রুত এক্স অ্যাকাউন্ট খোলার সময় ভালো ইউজারনেম নির্বাচন করেন না অনেকেই। তবে এক্স ব্যবহারকারীদের জন্য ইউজারনেম পরিবর্তনের সুযোগ রয়েছে, যা এক্সে পরিচিতি আপডেট করতে সাহায্য করে। এই ফিচারের মাধ্যমে ইউজারনেম নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন।
এক্সের ইউজারনেম ও প্রোফাইল নাম আলাদা বিষয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়। থাকে। এক্স অ্যাকাউন্টের পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজারনেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ ও অনন্য।
ইউজারনেম তৈরির কোনো নিয়ম নেই। এমনকি ইউজারনেমে স্পেসও যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের নাম, বিশেষ দিন ইত্যাদিও ব্যবহার করতে পারেন।
ওয়েব ব্রাইজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজারনেম পরিবর্তন করা হতো।
কম্পিউটার থেকে এক্সের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
১. এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. বামপাশের মেনু থেকে ‘মোর’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করুন ও এরপর ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন ও ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন।
৬. ‘ইউজারনেম’ নির্বাচন করুন।
৭. ইউজারনেম এর নিচে নতুন ইউজারনেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম তৈরির সময় কোন কোন ইউজারনেম অন্যরা ব্যবহার করছে তা জানাবে এক্স।
এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজারনেম পরিবর্তন করুন
আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজারনেম পরিবর্তনের প্রক্রিয়া একই।
১. এক্স চালু করুন এবং আপনার প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন।
৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন ইউজারনেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন ইউজারনেম টাইপ করুন এবং তারপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
এবারেও যেসব ইউজারনেম অন্যরা ইতিমধ্যে ব্যবহার করছে সে সম্পর্কে এক্স সতর্ক করবে এবং বিকল্প নামের প্রস্তাব দেবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে