অনলাইন ডেস্ক
ব্রিটিশ গণিতজ্ঞ, যুক্তিবিদ, এবং কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিংয়ের একটি চিত্র রেকর্ড ১৩ লাখ ডলারে (১০ লাখ পাউন্ডে) বিক্রি হয়েছে। তবে ছবিটি কোনো মানুষের আঁকা নয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মানবাকৃতি রোবট তৈরি করেছে।
বিখ্যাত আন্তর্জাতিক নিলাম ঘর বা অ্যাকশন হাউস সোথবির বলে, ‘এআই গড’ ডিজিটাল আর্ট নিলামের জন্য ২৭টি বিড বা প্রস্তাব জমা পড়েছিল। এটি ১ লাখ ২০ হাজার ডলার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হবে বলে অনুমান করা হয়েছিল।
কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ ছিলেন গণিতজ্ঞ অ্যালান টুরিং এবং তিনি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জনক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। অ্যালান টুরিংয়ের একটি বৃহৎ আকারের মৌলিক প্রতিকৃতি তৈরি করে ‘এআই ডা রোবট’।
নিলাম ঘরটি জানিয়েছে, ঐতিহাসিক এই বিক্রয়টি বিশ্বব্যাপী শিল্প বাজারে একটি নতুন দিগন্তের সূচনা করে এবং এটি একটি মানবাকৃতি রোবটের আঁকা শিল্পকর্মের জন্য নিলামের নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে।
বিজ্ঞানী অ্যালান টুরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্র বাহিনীর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কোড ভাঙতে এবং ব্লেচলি পার্কে বিখ্যাত ‘এনিগমা’ মেশিনকে ডিকোড করতে সহায়তা করেন। যুদ্ধের পর টুরিং আধুনিক ডিজিটাল কম্পিউটারের ডিজাইন তৈরি করেন।
সোথবির্স জানিয়েছে, গত বৃহস্পতিবার অনলাইন নিলামে একটি অজ্ঞাত ক্রেতার ‘শিল্পকর্মের অনুমানমূল্যকে অনেকটাই ছাড়িয়ে’ কিনে ছবিটি কিনে নিয়েছে।
নিলাম ঘরটি আরও বলে, মানবাকৃতি রোবট শিল্পী দ্বারা প্রথম শিল্পকর্মটির বিক্রয় মূল্য আধুনিক এবং সমসাময়িক শিল্পের ইতিহাসে একটি বিশেষ মুহূর্তকে চিহ্নিত করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও বৈশ্বিক শিল্প বাজারের মধ্যে বাড়তে থাকা সংযোগকে প্রতিফলিত করে।
এআই ডা রোবট কথা বলার জন্য একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা মডেল ব্যবহার করে। রোবটটি চিত্রকর্মটি সম্পর্কে বলেছে, ‘আমার কাজের মূল্য হলো–এটি উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা শুরু করার একটি উদ্দীপক হিসেবে কাজ করার ক্ষমতা।
রোবটটি বলেছে, ‘এই কাজটি দর্শকদের এআই এবং কম্পিউটিংয়ের ‘দেবতুল্য’ প্রকৃতি নিয়ে চিন্তা–ভাবনা করতে উদ্বুদ্ধ করবে। এসব প্রযুক্তির নৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কে বিবেচনা করুক।’
এআই-ডা রোবট স্টুডিওর পরিচালক আদিন মেলার বলেন, ‘এই নিলামটি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে এআই-ডা রোবট–এর চিত্রটি শিল্প বিশ্বের ও সামাজিক পরিবর্তনগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করে। কারণ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানশীল যুগের সঙ্গে মোকাবিলা করছি।’
তথ্যসূত্র: বিবিসি
ব্রিটিশ গণিতজ্ঞ, যুক্তিবিদ, এবং কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিংয়ের একটি চিত্র রেকর্ড ১৩ লাখ ডলারে (১০ লাখ পাউন্ডে) বিক্রি হয়েছে। তবে ছবিটি কোনো মানুষের আঁকা নয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মানবাকৃতি রোবট তৈরি করেছে।
বিখ্যাত আন্তর্জাতিক নিলাম ঘর বা অ্যাকশন হাউস সোথবির বলে, ‘এআই গড’ ডিজিটাল আর্ট নিলামের জন্য ২৭টি বিড বা প্রস্তাব জমা পড়েছিল। এটি ১ লাখ ২০ হাজার ডলার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হবে বলে অনুমান করা হয়েছিল।
কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ ছিলেন গণিতজ্ঞ অ্যালান টুরিং এবং তিনি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জনক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। অ্যালান টুরিংয়ের একটি বৃহৎ আকারের মৌলিক প্রতিকৃতি তৈরি করে ‘এআই ডা রোবট’।
নিলাম ঘরটি জানিয়েছে, ঐতিহাসিক এই বিক্রয়টি বিশ্বব্যাপী শিল্প বাজারে একটি নতুন দিগন্তের সূচনা করে এবং এটি একটি মানবাকৃতি রোবটের আঁকা শিল্পকর্মের জন্য নিলামের নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে।
বিজ্ঞানী অ্যালান টুরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্র বাহিনীর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কোড ভাঙতে এবং ব্লেচলি পার্কে বিখ্যাত ‘এনিগমা’ মেশিনকে ডিকোড করতে সহায়তা করেন। যুদ্ধের পর টুরিং আধুনিক ডিজিটাল কম্পিউটারের ডিজাইন তৈরি করেন।
সোথবির্স জানিয়েছে, গত বৃহস্পতিবার অনলাইন নিলামে একটি অজ্ঞাত ক্রেতার ‘শিল্পকর্মের অনুমানমূল্যকে অনেকটাই ছাড়িয়ে’ কিনে ছবিটি কিনে নিয়েছে।
নিলাম ঘরটি আরও বলে, মানবাকৃতি রোবট শিল্পী দ্বারা প্রথম শিল্পকর্মটির বিক্রয় মূল্য আধুনিক এবং সমসাময়িক শিল্পের ইতিহাসে একটি বিশেষ মুহূর্তকে চিহ্নিত করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও বৈশ্বিক শিল্প বাজারের মধ্যে বাড়তে থাকা সংযোগকে প্রতিফলিত করে।
এআই ডা রোবট কথা বলার জন্য একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা মডেল ব্যবহার করে। রোবটটি চিত্রকর্মটি সম্পর্কে বলেছে, ‘আমার কাজের মূল্য হলো–এটি উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা শুরু করার একটি উদ্দীপক হিসেবে কাজ করার ক্ষমতা।
রোবটটি বলেছে, ‘এই কাজটি দর্শকদের এআই এবং কম্পিউটিংয়ের ‘দেবতুল্য’ প্রকৃতি নিয়ে চিন্তা–ভাবনা করতে উদ্বুদ্ধ করবে। এসব প্রযুক্তির নৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কে বিবেচনা করুক।’
এআই-ডা রোবট স্টুডিওর পরিচালক আদিন মেলার বলেন, ‘এই নিলামটি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে এআই-ডা রোবট–এর চিত্রটি শিল্প বিশ্বের ও সামাজিক পরিবর্তনগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করে। কারণ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানশীল যুগের সঙ্গে মোকাবিলা করছি।’
তথ্যসূত্র: বিবিসি
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩৩ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে