অনলাইন ডেস্ক
মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। একাধিক গতির তিনটি ভিন্ন মেয়াদী ইন্টারনেট প্যাককে ‘লিমিটলেস’ বা ‘সীমাহীন’ বলে ব্র্যান্ডিং করেছে গ্রামীণফোন। শুধু তাই নয়, দেশে প্রথম গতিভিত্তিক সীমাহীন গতির ইন্টারনেট প্যাক চালুর দাবিও করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই টেলিকম অপারেটর।
কিন্তু গ্রামীণফোনের ‘লিমিটলেস’ ইন্টারনেট কি আসলেই সীমাহীন গতির? গ্রামীণফোনের ঘোষণা অনুযায়ী, এসব প্যাকেজে ১০ এমবিপিএসের দুই মেয়াদী দুটি ও ১৫ এমবিপিএসের একটি প্যাক আছে। সীমাহীন বলা হলেও খুবই সীমিত এই ইন্টারনেট বিশ্ব প্রেক্ষাপটে বটেই, দেশেও অনেক অপারেটরের চেয়ে কম গতির।
স্পিডটেস্টের ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের ডেটা অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির বিচারে দেশের পাঁচটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের অবস্থান চতুর্থ। এর পেছনে আছে শুধু রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।
এক্ষেত্রে বাংলাদেশে শীর্ষ অবস্থানে আছে বাংলালিংক। এই অপারেটর গ্রাহকদের গড়ে ২৬.৭৪ এমবিপিএস গতি দেয়। এর যথাক্রমে রবি (২৪.৬২ এমবিপিএস ), এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস), গ্রামীণফোন (২১.৭৮ এমবিপিএস) ও টেলিটকের (৬.০৫ এমবিপিএস) অবস্থান।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এ প্যাকগুলোর উদ্বোধন করা হয়। গ্রামীণফোন দাবি করেছে, এগুলোর মাধ্যমে গ্রাহকরা ‘লিমিটলেস ইন্টারনেট’ ব্যবহারের সুযোগ পাবেন।
প্যাকগুলোর মধ্যে রয়েছে- ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক ও ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।’
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘লিমিটলেস ইন্টারনেট’ বড় পদক্ষেপ। নতুন এ প্যাকগুলোর মাধ্যমে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।
আরও খবর পড়ুন:
মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। একাধিক গতির তিনটি ভিন্ন মেয়াদী ইন্টারনেট প্যাককে ‘লিমিটলেস’ বা ‘সীমাহীন’ বলে ব্র্যান্ডিং করেছে গ্রামীণফোন। শুধু তাই নয়, দেশে প্রথম গতিভিত্তিক সীমাহীন গতির ইন্টারনেট প্যাক চালুর দাবিও করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই টেলিকম অপারেটর।
কিন্তু গ্রামীণফোনের ‘লিমিটলেস’ ইন্টারনেট কি আসলেই সীমাহীন গতির? গ্রামীণফোনের ঘোষণা অনুযায়ী, এসব প্যাকেজে ১০ এমবিপিএসের দুই মেয়াদী দুটি ও ১৫ এমবিপিএসের একটি প্যাক আছে। সীমাহীন বলা হলেও খুবই সীমিত এই ইন্টারনেট বিশ্ব প্রেক্ষাপটে বটেই, দেশেও অনেক অপারেটরের চেয়ে কম গতির।
স্পিডটেস্টের ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের ডেটা অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির বিচারে দেশের পাঁচটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের অবস্থান চতুর্থ। এর পেছনে আছে শুধু রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।
এক্ষেত্রে বাংলাদেশে শীর্ষ অবস্থানে আছে বাংলালিংক। এই অপারেটর গ্রাহকদের গড়ে ২৬.৭৪ এমবিপিএস গতি দেয়। এর যথাক্রমে রবি (২৪.৬২ এমবিপিএস ), এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস), গ্রামীণফোন (২১.৭৮ এমবিপিএস) ও টেলিটকের (৬.০৫ এমবিপিএস) অবস্থান।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এ প্যাকগুলোর উদ্বোধন করা হয়। গ্রামীণফোন দাবি করেছে, এগুলোর মাধ্যমে গ্রাহকরা ‘লিমিটলেস ইন্টারনেট’ ব্যবহারের সুযোগ পাবেন।
প্যাকগুলোর মধ্যে রয়েছে- ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক ও ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।’
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘লিমিটলেস ইন্টারনেট’ বড় পদক্ষেপ। নতুন এ প্যাকগুলোর মাধ্যমে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।
আরও খবর পড়ুন:
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে