অনলাইন ডেস্ক
ইউটিউব মিউজিক ও শাজামের মতো গান খোঁজার জন্য ‘সাউন্ড সার্চ’ নামে নতুন ফিচার নিয়ে এল টিকটক। গুনগুন করে গান করলে বা অন্য ডিভাইসে মিউজিক বাজালেও সেই গান বা মিউজিক খুঁজে দেবে এই ফিচার। ফলে কোনো ভিডিও এডিটের জন্য গান বা মিউজিক খুঁজে পেতে ক্রিয়েটরদের খুব বেশি সময় ব্যয় করতে হবে না।
বর্তমানে নির্দিষ্ট অঞ্চলে কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবে বলে দাবি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ। ট্রেন্ড অনুযায়ী টিকটকের ভিডিওগুলোতে মিউজিক জুড়ে দেওয়া হয়। আর ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। টিকটকের নতুন টুলটি বর্তমানের ট্রেন্ডগুলো শনাক্ত করতে সাহায্য করবে ও সেই সঙ্গে ট্রেন্ড অনুযায়ী মিউজিকগুলো খুঁজে পেতে সাহায্য করবে।
ইউটিউব মিউজিকের গান খুঁজে পাওয়ার টুলের মতোই টিকটকের সাউন্ড সার্চ ফিচারটি কাজ করবে। কোনো গান গাইলে বা গুনগুন করলে কিংবা অন্য কোনো ডিভাইসে গানটি ছাড়লেও কাঙ্ক্ষিত মিউজিক বা গানটি খুঁজে দেবে সাউন্ড সার্চ ফিচারটি।
গান খুঁজে পাওয়ার জন্য শাজাম অনেক জনপ্রিয় প্ল্যাটফরম হলেও ইউটিউব মিউজিক ও টিকটকের মিউজিক সার্চের টুলগুলো বেশি কার্যকর। কারণ শুধু আসল গানটি ছাড়লেই সেটি শনাক্ত করতে পারে শাজাম। অন্যদিকে ব্যবহারকারীরা গুনগুন করলে বা গান গাইলেও এগুলো খুঁজে দিতে পারবে ইউটিউব মিউজিক ও টিকটকের টুলগুলো।
এ ছাড়া গানগুলো শুধু খুঁজে পেতেই সাহায্য করে না প্ল্যাটফরম দুটি, সেই সঙ্গে এগুলো ভিডিওর সঙ্গে যুক্ত করার সুবিধা দেয়।
টিকটকের ফিচারটি পরীক্ষা করে দেখেন টেকক্রাঞ্চের প্রতিবেদক। তিনি বলেন, টুলটির মাধ্যমে জনপ্রিয় গানগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। যেসব জনপ্রিয় ভিডিওতে গানটি ব্যবহার করা হয়েছে, তাও টুলটি দেখাবে। সেই সঙ্গে ভিডিওতে গানটি ব্যবহারের সুযোগ দেবে। তবে একটু কম জনপ্রিয় গানগুলো এই টুলের মাধ্যমে খুঁজে পাওয়া কঠিন।
এ ছাড়া বিভিন্ন জনপ্রিয় মিমসের সাউন্ডগুলোও খুঁজে দিতে পারে টিকটকের এই টুল।
অ্যাপের সার্চ বারের সঙ্গে থাকা মাইক্রোফোন আইকোনে ট্যাপ করে ‘সাউন্ড সার্চ’ অপশনে ট্যাপ করে ফিচারটি চালু করা যাবে।
অনেকেই সার্চ ইঞ্জিনের মতো টিকটকে ব্যবহার করে থাকে। নতুন ফিচারটি অ্যাপটি সার্চ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দিল।
টিকটক অ্যাপের অবিচ্ছেদ্য অংশ হলো মিউজিক। এসব মিউজিক নিজেদের ভিডিওতে জুড়ে কিছু কিছু ক্রিয়টর জনপ্রিয়তা পান। তাই শাজাম ও ইউটিউব মিউজিকের মতো গান সার্চের টুলটি চালু করেছে টিকটক। তবে সব টিকটক অ্যাকাউন্টে ফিচারটি কবে নাগাদ চালু হবে, তা নিশ্চিত নয়।
ইউটিউব মিউজিক ও শাজামের মতো গান খোঁজার জন্য ‘সাউন্ড সার্চ’ নামে নতুন ফিচার নিয়ে এল টিকটক। গুনগুন করে গান করলে বা অন্য ডিভাইসে মিউজিক বাজালেও সেই গান বা মিউজিক খুঁজে দেবে এই ফিচার। ফলে কোনো ভিডিও এডিটের জন্য গান বা মিউজিক খুঁজে পেতে ক্রিয়েটরদের খুব বেশি সময় ব্যয় করতে হবে না।
বর্তমানে নির্দিষ্ট অঞ্চলে কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবে বলে দাবি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ। ট্রেন্ড অনুযায়ী টিকটকের ভিডিওগুলোতে মিউজিক জুড়ে দেওয়া হয়। আর ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। টিকটকের নতুন টুলটি বর্তমানের ট্রেন্ডগুলো শনাক্ত করতে সাহায্য করবে ও সেই সঙ্গে ট্রেন্ড অনুযায়ী মিউজিকগুলো খুঁজে পেতে সাহায্য করবে।
ইউটিউব মিউজিকের গান খুঁজে পাওয়ার টুলের মতোই টিকটকের সাউন্ড সার্চ ফিচারটি কাজ করবে। কোনো গান গাইলে বা গুনগুন করলে কিংবা অন্য কোনো ডিভাইসে গানটি ছাড়লেও কাঙ্ক্ষিত মিউজিক বা গানটি খুঁজে দেবে সাউন্ড সার্চ ফিচারটি।
গান খুঁজে পাওয়ার জন্য শাজাম অনেক জনপ্রিয় প্ল্যাটফরম হলেও ইউটিউব মিউজিক ও টিকটকের মিউজিক সার্চের টুলগুলো বেশি কার্যকর। কারণ শুধু আসল গানটি ছাড়লেই সেটি শনাক্ত করতে পারে শাজাম। অন্যদিকে ব্যবহারকারীরা গুনগুন করলে বা গান গাইলেও এগুলো খুঁজে দিতে পারবে ইউটিউব মিউজিক ও টিকটকের টুলগুলো।
এ ছাড়া গানগুলো শুধু খুঁজে পেতেই সাহায্য করে না প্ল্যাটফরম দুটি, সেই সঙ্গে এগুলো ভিডিওর সঙ্গে যুক্ত করার সুবিধা দেয়।
টিকটকের ফিচারটি পরীক্ষা করে দেখেন টেকক্রাঞ্চের প্রতিবেদক। তিনি বলেন, টুলটির মাধ্যমে জনপ্রিয় গানগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। যেসব জনপ্রিয় ভিডিওতে গানটি ব্যবহার করা হয়েছে, তাও টুলটি দেখাবে। সেই সঙ্গে ভিডিওতে গানটি ব্যবহারের সুযোগ দেবে। তবে একটু কম জনপ্রিয় গানগুলো এই টুলের মাধ্যমে খুঁজে পাওয়া কঠিন।
এ ছাড়া বিভিন্ন জনপ্রিয় মিমসের সাউন্ডগুলোও খুঁজে দিতে পারে টিকটকের এই টুল।
অ্যাপের সার্চ বারের সঙ্গে থাকা মাইক্রোফোন আইকোনে ট্যাপ করে ‘সাউন্ড সার্চ’ অপশনে ট্যাপ করে ফিচারটি চালু করা যাবে।
অনেকেই সার্চ ইঞ্জিনের মতো টিকটকে ব্যবহার করে থাকে। নতুন ফিচারটি অ্যাপটি সার্চ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দিল।
টিকটক অ্যাপের অবিচ্ছেদ্য অংশ হলো মিউজিক। এসব মিউজিক নিজেদের ভিডিওতে জুড়ে কিছু কিছু ক্রিয়টর জনপ্রিয়তা পান। তাই শাজাম ও ইউটিউব মিউজিকের মতো গান সার্চের টুলটি চালু করেছে টিকটক। তবে সব টিকটক অ্যাকাউন্টে ফিচারটি কবে নাগাদ চালু হবে, তা নিশ্চিত নয়।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে