গুনগুন করেই গান খোঁজা যাবে টিকটকে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১১: ৫১

ইউটিউব মিউজিক ও শাজামের মতো গান খোঁজার জন্য ‘সাউন্ড সার্চ’ নামে নতুন ফিচার নিয়ে এল টিকটক। গুনগুন করে গান করলে বা অন্য ডিভাইসে মিউজিক বাজালেও সেই গান বা মিউজিক খুঁজে দেবে এই ফিচার। ফলে কোনো ভিডিও এডিটের জন্য গান বা মিউজিক খুঁজে পেতে ক্রিয়েটরদের খুব বেশি সময় ব্যয় করতে হবে না। 

বর্তমানে নির্দিষ্ট অঞ্চলে কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবে বলে দাবি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ। ট্রেন্ড অনুযায়ী টিকটকের ভিডিওগুলোতে মিউজিক জুড়ে দেওয়া হয়। আর ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। টিকটকের নতুন টুলটি বর্তমানের ট্রেন্ডগুলো শনাক্ত করতে সাহায্য করবে ও সেই সঙ্গে ট্রেন্ড অনুযায়ী মিউজিকগুলো খুঁজে পেতে সাহায্য করবে। 

ইউটিউব মিউজিকের গান খুঁজে পাওয়ার টুলের মতোই টিকটকের সাউন্ড সার্চ ফিচারটি কাজ করবে। কোনো গান গাইলে বা গুনগুন করলে কিংবা অন্য কোনো ডিভাইসে গানটি ছাড়লেও কাঙ্ক্ষিত মিউজিক বা গানটি খুঁজে দেবে সাউন্ড সার্চ ফিচারটি। 

গান খুঁজে পাওয়ার জন্য শাজাম অনেক জনপ্রিয় প্ল্যাটফরম হলেও ইউটিউব মিউজিক ও টিকটকের মিউজিক সার্চের টুলগুলো বেশি কার্যকর। কারণ শুধু আসল গানটি ছাড়লেই সেটি শনাক্ত করতে পারে শাজাম। অন্যদিকে ব্যবহারকারীরা গুনগুন করলে বা গান গাইলেও এগুলো খুঁজে দিতে পারবে ইউটিউব মিউজিক ও টিকটকের টুলগুলো। 

এ ছাড়া গানগুলো শুধু খুঁজে পেতেই সাহায্য করে না প্ল্যাটফরম দুটি, সেই সঙ্গে এগুলো ভিডিওর সঙ্গে যুক্ত করার সুবিধা দেয়। 

টিকটকের ফিচারটি পরীক্ষা করে দেখেন টেকক্রাঞ্চের প্রতিবেদক। তিনি বলেন, টুলটির মাধ্যমে জনপ্রিয় গানগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। যেসব জনপ্রিয় ভিডিওতে গানটি ব্যবহার করা হয়েছে, তাও টুলটি দেখাবে। সেই সঙ্গে ভিডিওতে গানটি ব্যবহারের সুযোগ দেবে। তবে একটু কম জনপ্রিয় গানগুলো এই টুলের মাধ্যমে খুঁজে পাওয়া কঠিন। 

এ ছাড়া বিভিন্ন জনপ্রিয় মিমসের সাউন্ডগুলোও খুঁজে দিতে পারে টিকটকের এই টুল। 

অ্যাপের সার্চ বারের সঙ্গে থাকা মাইক্রোফোন আইকোনে ট্যাপ করে ‘সাউন্ড সার্চ’ অপশনে ট্যাপ করে ফিচারটি চালু করা যাবে। 

অনেকেই সার্চ ইঞ্জিনের মতো টিকটকে ব্যবহার করে থাকে। নতুন ফিচারটি অ্যাপটি সার্চ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দিল। 

টিকটক অ্যাপের অবিচ্ছেদ্য অংশ হলো মিউজিক। এসব মিউজিক নিজেদের ভিডিওতে জুড়ে কিছু কিছু ক্রিয়টর জনপ্রিয়তা পান। তাই শাজাম ও ইউটিউব মিউজিকের মতো গান সার্চের টুলটি চালু করেছে টিকটক। তবে সব টিকটক অ্যাকাউন্টে ফিচারটি কবে নাগাদ চালু হবে, তা নিশ্চিত নয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত