অনলাইন ডেস্ক
২০২৫ সাল থেকে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপডেট করার সুবিধা দেবে না মাইক্রোসফট। গ্রাহকদের উইন্ডোজ ১১ ও ১২ ব্যবহারে উৎসাহিত করার জন্য কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদেনে জানায়।
গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরে থেকে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেটের জন্য গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। উইন্ডোজ ১০ প্রায় দশ বছর আগে বাজারে ছাড়া হয়েছে। মাইক্রোসফট একই সঙ্গে তিনটি অপারেটিং সিস্টেমকে সমর্থন দিতে চাচ্ছে না। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের উইন্ডোজে ১১ ব্যবহারের জন্য প্রলুব্ধ করার আশা করছে কোম্পানিটি। কারণ আপডেট উপযুক্ত কম্পিউটারে এখনো উইন্ডোজ ১১ এর আপডেট বিনামূল্যে পাওয়া যাবে।
২০২১ সালে উইন্ডোজ ১১ বাজারে আসে। এতে কোনো বৈপ্লবিক ফিচার নিয়ে আসা হয়নি। তবে যারা পরিবর্তন খুঁজছেন তাদের জন্য উইন্ডোজ ১১ উপযুক্ত হবে। অর্থ খরচ না করে উইন্ডোজ ১০ আপডেট ছাড়া ব্যবহার করা যাবে। কিন্তু এর ফলে ডিভাইসে ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
বিভিন্ন তথ্যসূত্রের মতে, ২০২৪ সালে উইন্ডোজ ১২ বাজারে ছাড়া হবে। তথ্যটি সঠিক হলেও উইন্ডোজ ১২ আপডেট বিনামূল্যে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজ ১২ তে এআইভিত্তিক অনেক ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া গত নভেম্বরে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করছে মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমের নতুন সংযোজন। ২৩ এইচ ২ নামে নতুন উইন্ডোজ ১১ আপডেটে কোপাইলটসহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে-ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট।
২০২৫ সাল থেকে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপডেট করার সুবিধা দেবে না মাইক্রোসফট। গ্রাহকদের উইন্ডোজ ১১ ও ১২ ব্যবহারে উৎসাহিত করার জন্য কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদেনে জানায়।
গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরে থেকে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেটের জন্য গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। উইন্ডোজ ১০ প্রায় দশ বছর আগে বাজারে ছাড়া হয়েছে। মাইক্রোসফট একই সঙ্গে তিনটি অপারেটিং সিস্টেমকে সমর্থন দিতে চাচ্ছে না। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের উইন্ডোজে ১১ ব্যবহারের জন্য প্রলুব্ধ করার আশা করছে কোম্পানিটি। কারণ আপডেট উপযুক্ত কম্পিউটারে এখনো উইন্ডোজ ১১ এর আপডেট বিনামূল্যে পাওয়া যাবে।
২০২১ সালে উইন্ডোজ ১১ বাজারে আসে। এতে কোনো বৈপ্লবিক ফিচার নিয়ে আসা হয়নি। তবে যারা পরিবর্তন খুঁজছেন তাদের জন্য উইন্ডোজ ১১ উপযুক্ত হবে। অর্থ খরচ না করে উইন্ডোজ ১০ আপডেট ছাড়া ব্যবহার করা যাবে। কিন্তু এর ফলে ডিভাইসে ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
বিভিন্ন তথ্যসূত্রের মতে, ২০২৪ সালে উইন্ডোজ ১২ বাজারে ছাড়া হবে। তথ্যটি সঠিক হলেও উইন্ডোজ ১২ আপডেট বিনামূল্যে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজ ১২ তে এআইভিত্তিক অনেক ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া গত নভেম্বরে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করছে মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমের নতুন সংযোজন। ২৩ এইচ ২ নামে নতুন উইন্ডোজ ১১ আপডেটে কোপাইলটসহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে-ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে