অনলাইন ডেস্ক
এসইউ ৭ সিরিজ নিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢুকল চীনের কোম্পানি শাওমি। সিরিজটির আওতায় এসইউ ৭, এসইউ ৭ প্রো ও এসইউ ৭ ম্যাক্স–এই তিনটি মডেল রয়েছে।
চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে শাওমিই প্রথম। কোনো গাড়ি উৎপাদনের জন্য চীনের মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এমআইআইটি) এর অনুমতি নিতে হয়। চীনে সরকারের সব নিয়ম মেনে এই গাড়ি উৎপাদন করবে শাওমি। এই সিরিজ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে এমআইআইটি।
এই গাড়িগুলো উৎপাদনের জন্য বেইজিং অটোমেটিভ ইন্ডাস্ট্রি হোল্ডিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করছে শাওমি। এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্স মডেলে গতি ও ব্যাটারিতে পার্থক্য রয়েছে। এসইউ ৭ এর সর্বোচ্চ গতি ২১০ কেএমপিএইচ এবং এসইউ ৭ ম্যাক্সের সর্বোচ্চ গতি ২৬৫ কেএমপিএইচ।
এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্সের ওজন যথাক্রমে এক হাজার ৯৮০ কেজি ও দুই হাজার ২০৫ কেজি। শাওমির এসইউ ৭ মডেলটিকে আগে এমএস ১১ নাম দেওয়া হয়েছিল।
এই মডেলে দুটি পাওয়ারট্রেন অপশন পাওয়া যাবে। একটি হল ২২০ কেডাব্লু মোটরসহ আরডাব্লুডি এবং অপরটি হল ২৭৫ কেডাব্লু + ২২০ কেডাব্লু সহ এডাব্লুডি সেটআপ।
তবে, এসইউ ৭ প্রো নিয়ে বেশি তথ্য জানায়নি এমআইআইটি। তবে এসইউ ৭ সেডান সিরিজের আরও ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে শাওমি।
শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওস গাড়ির মডেলগুলোতে ব্যবহার করা হবে। এর ফলে গ্রাহকের ঘরের স্মার্ট ডিভাইস, ফোন ও গাড়ি একই সিস্টেমের আওতায় থাকতে পারবে।
টেসলার বৈদ্যুতিক গাড়ির অনেক চাহিদা রয়েছে চীনে। শাওমির এই গাড়িগুলো ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
এই গাড়ির উৎপাদন ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী বছরে ফেব্রুয়ারি থেকে এই গাড়িগুলো বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।
গত কয়েক সপ্তাহ ধরে শাওমি কোম্পানি ভালো অবস্থানে রয়েছে। চীনের বাজারে কোম্পানিটির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ স্মার্টফোনটি দুই সপ্তাহে প্রায় ১০ লাখ বিক্রি হয়।
তথ্যসূত্র: নিউউইন
এসইউ ৭ সিরিজ নিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢুকল চীনের কোম্পানি শাওমি। সিরিজটির আওতায় এসইউ ৭, এসইউ ৭ প্রো ও এসইউ ৭ ম্যাক্স–এই তিনটি মডেল রয়েছে।
চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে শাওমিই প্রথম। কোনো গাড়ি উৎপাদনের জন্য চীনের মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এমআইআইটি) এর অনুমতি নিতে হয়। চীনে সরকারের সব নিয়ম মেনে এই গাড়ি উৎপাদন করবে শাওমি। এই সিরিজ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে এমআইআইটি।
এই গাড়িগুলো উৎপাদনের জন্য বেইজিং অটোমেটিভ ইন্ডাস্ট্রি হোল্ডিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করছে শাওমি। এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্স মডেলে গতি ও ব্যাটারিতে পার্থক্য রয়েছে। এসইউ ৭ এর সর্বোচ্চ গতি ২১০ কেএমপিএইচ এবং এসইউ ৭ ম্যাক্সের সর্বোচ্চ গতি ২৬৫ কেএমপিএইচ।
এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্সের ওজন যথাক্রমে এক হাজার ৯৮০ কেজি ও দুই হাজার ২০৫ কেজি। শাওমির এসইউ ৭ মডেলটিকে আগে এমএস ১১ নাম দেওয়া হয়েছিল।
এই মডেলে দুটি পাওয়ারট্রেন অপশন পাওয়া যাবে। একটি হল ২২০ কেডাব্লু মোটরসহ আরডাব্লুডি এবং অপরটি হল ২৭৫ কেডাব্লু + ২২০ কেডাব্লু সহ এডাব্লুডি সেটআপ।
তবে, এসইউ ৭ প্রো নিয়ে বেশি তথ্য জানায়নি এমআইআইটি। তবে এসইউ ৭ সেডান সিরিজের আরও ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে শাওমি।
শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওস গাড়ির মডেলগুলোতে ব্যবহার করা হবে। এর ফলে গ্রাহকের ঘরের স্মার্ট ডিভাইস, ফোন ও গাড়ি একই সিস্টেমের আওতায় থাকতে পারবে।
টেসলার বৈদ্যুতিক গাড়ির অনেক চাহিদা রয়েছে চীনে। শাওমির এই গাড়িগুলো ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
এই গাড়ির উৎপাদন ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী বছরে ফেব্রুয়ারি থেকে এই গাড়িগুলো বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।
গত কয়েক সপ্তাহ ধরে শাওমি কোম্পানি ভালো অবস্থানে রয়েছে। চীনের বাজারে কোম্পানিটির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ স্মার্টফোনটি দুই সপ্তাহে প্রায় ১০ লাখ বিক্রি হয়।
তথ্যসূত্র: নিউউইন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে