প্রযুক্তি ডেস্ক
কাঙ্ক্ষিত মাত্রায় দর্শক না পাওয়ায় আয় কমছে স্ট্রিমিং সার্ভিসগুলোর। ফলে খরচ কমানোর কথা ভাবছে প্ল্যাটফর্মগুলো। এরই মধ্যে, খরচ কমানোর কথা জানিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে। তবে খরচ কমাতে কোনো প্রকার নিয়োগ বন্ধ বা ছাঁটাই করা হবে না প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি, আয় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। সিদ্ধান্তগুলোর একটি হলো, প্ল্যাটফর্মে বিজ্ঞাপনযুক্ত ‘বেসিক প্ল্যান’ চালু করা।
প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস, হুলুর মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে নেটফ্লিক্স। খরচ কমাতে গত বছরের আগস্টে ১৫০ কর্মী ছাঁটাই করে নেটফ্লিক্স। সেপ্টেম্বর ও তার পরবর্তী মাসেও কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে এবার কোনো প্রকার ছাঁটাই ছাড়াই খরচ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এদিকে, ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।
কাঙ্ক্ষিত মাত্রায় দর্শক না পাওয়ায় আয় কমছে স্ট্রিমিং সার্ভিসগুলোর। ফলে খরচ কমানোর কথা ভাবছে প্ল্যাটফর্মগুলো। এরই মধ্যে, খরচ কমানোর কথা জানিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে। তবে খরচ কমাতে কোনো প্রকার নিয়োগ বন্ধ বা ছাঁটাই করা হবে না প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি, আয় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। সিদ্ধান্তগুলোর একটি হলো, প্ল্যাটফর্মে বিজ্ঞাপনযুক্ত ‘বেসিক প্ল্যান’ চালু করা।
প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস, হুলুর মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে নেটফ্লিক্স। খরচ কমাতে গত বছরের আগস্টে ১৫০ কর্মী ছাঁটাই করে নেটফ্লিক্স। সেপ্টেম্বর ও তার পরবর্তী মাসেও কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে এবার কোনো প্রকার ছাঁটাই ছাড়াই খরচ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এদিকে, ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে